পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অক্ষয় অবয়ব পর্ব ২

ছবি
                    🏺⚱️📜🥈অক্ষয় অবয়ব🥈🏺⚱️📜 {{{{{{{{{{{{{{{{{{{{{}{}{}{}}}}}}}}}}}}}}}}}}}}}}                        🗿পর্ব ২🗿 যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,           চুকিয়ে দেব বেচা কেনা,               মিটিয়ে দেব গো,    মিটিয়ে দেব লেনা দেনা,          বন্ধ হবে আনাগোনা এই হাটে--           তখন আমায় নাইবা মনে রাখলে, না, কেউ মনে নাই রাখতে পারে।  পরশ্রীকাতর পরিজন পরিত্যাগ করতেই পারে শেষ স্মৃতি অবধি, একমাত্র পরমা প্রকৃতি পারে অতীতের অবয়ব অবক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে চিরন্তন করতে। মানুষ তার নকল করে নিজেই নিজেকে শাশ্বত করে তোলার নিরলস প্রয়াস চালিয়েছে। সংরক্ষণের মূল মন্ত্র তাপমাত্রা এবং শুষ্কতা যাতে প্রকৃতি নিয়োজিত বিয়োজক বীজাণু বিক্রিয়া না করতে পারে মরদেহে। যা মমিফিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য তা সে প্রাকৃত...