অক্ষয় অবয়ব পর্ব ২

      

      


      🏺⚱️📜🥈অক্ষয় অবয়ব🥈🏺⚱️📜

{{{{{{{{{{{{{{{{{{{{{}{}{}{}}}}}}}}}}}}}}}}}}}}}}

                       🗿পর্ব ২🗿

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,

          চুকিয়ে দেব বেচা কেনা,

              মিটিয়ে দেব গো,   

মিটিয়ে দেব লেনা দেনা,

         বন্ধ হবে আনাগোনা এই হাটে--

          তখন আমায় নাইবা মনে রাখলে,


না, কেউ মনে নাই রাখতে পারে। 

পরশ্রীকাতর পরিজন পরিত্যাগ করতেই পারে শেষ স্মৃতি অবধি, একমাত্র পরমা প্রকৃতি পারে অতীতের অবয়ব অবক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে চিরন্তন করতে। মানুষ তার নকল করে নিজেই নিজেকে শাশ্বত করে তোলার নিরলস প্রয়াস চালিয়েছে।

সংরক্ষণের মূল মন্ত্র তাপমাত্রা এবং শুষ্কতা যাতে প্রকৃতি নিয়োজিত বিয়োজক বীজাণু বিক্রিয়া না করতে পারে মরদেহে। যা মমিফিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য তা সে প্রাকৃতিক হোক বা মনুষ্যকৃত।

°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°°=°=°=°=°=°

প্রাকৃতিক মমিকরণ বা (spontaneous mummification) স্পন্টেনিয়াস মমি তৈরি হয় প্রাকৃতিক ভাবে, প্রচণ্ড গরম বা তীব্র ঠাণ্ডার মধ্যে অথবা বদ্ধ কোন জলাভূমির মত বায়ু শূন্য অবস্থায়।


[Conservative-transformative phenomena, i'e spontaneous mummification, can occur when a body is exposed to favorable conditions, such as dehydration combined with heat, or dehydration combined with freezing temperatures.]


যেমন::


Ötzi the iceman:: 

খ্রিস্টপূর্ব ৩৩৫০ -- ৩১০৫ বছর (between 3350 and 3105 BC) আগেকার সময়কালে বেঁচে ছিল এই মানুষটি। মানুষটির প্রাকৃতিক মমি পাওয়া যায়

১৯৯১ সালে অস্ট্রেলিয়া এবং ইতালির সীমান্তবর্তী পর্বৎসঙ্কুল এলাকায়। 

মৃতদেহ পরীক্ষায় জানা যায় তীরবিদ্ধ (shot from behind by an arrow.) হয়ে মৃত্যুবরণ করেন এই তুষার মানব। 

১৯৯৮ সাল থেকে তার দেহ ইতালির (South Tyrol Museum of Archaeology in Bolzano, Italy, )

প্রত্নতত্ব সংগ্রহশালা দক্ষিণ টাইরল যাদুঘরে সংরক্ষিত রয়েছে।



প্রায় ৫১০০ বছর আগেকার এক হত্যাকাণ্ড,

প্রকৃতি প্রবল পরাক্রমে আগলে রেখেছে প্রমাণ।

ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ

আত্মা গুহার মমি:: 

১৯৪০ সালে উত্তর আমেরিকার (Stillwater Mountains) স্টিলওয়াটার পর্বতমালার পাদদেশে অবস্থিত Spirit Cave তথা আত্মা গুহায় পাওয়া যায় 

প্রাচীন দেহ অবশেষ।



টুলু তথা marsh (Schoenoplectus acutus) ঘাসের মাদুরে মোড়া দেহ শায়িত ছিল খরগোশের চামড়ায় তৈরি কম্বলের উপর।

এটি আংশিক মমি যা প্রায় প্রায় ৯৪১৫ বছর আগের। 

যদিও মানুষটি খুলি চৌচির হয়ে মারা গিয়েছিল এবং তাকে গুহার ২ ফুট গভীরে সমাধি দেওয়া হয়েছিল, কিন্তু প্রকৃতি আংশিক ভাবে তার দেহ অবিকৃত রাখতে সক্ষম হয়েছে।



⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩⟩

Tollund Man “টোলন্ড ম্যান”::




২৪০০ বছরের পুরনো এই বালকের সংরক্ষিত দেহটি “টোলন্ড ম্যান” নামে ডাকা হয়। 

এই সংরক্ষিত দেহটিকে পাওয়া গেছে ডেনমার্কের

Bjældskovdal এলাকায়। 

তার শরীর এত ভালোভাবে সংরক্ষিত ছিল যে ২৪০০ বছর পরেও বিজ্ঞানীরা তার আঙুলের ছাপ নিতে এবং শেষবার কী খেয়েছিলেন তা নির্ধারণ করতে সক্ষম হন।

১৯৫০ সালে ডেনমার্কের টোল্যান্ডে পাওয়া বিখ্যাত

“টোলান্ড মানব” নানাবিধ জল্পনা-কল্পনার জন্ম দেয় ।

রূপালি-ধূসর শরীরের এই মানুষটির শরীরকে যেন খোদাই করা হয়েছে গ্রাফাইট দিয়ে। দেখে মনে হবে এইমাত্র মৃত্যু হয়েছে তার। অথচ প্রত্নতত্ত্ববিদরা বলছেন, তার বয়স কমপক্ষে আড়াই হাজার বছর! peat bog পিট বগের প্রাকৃতিক সুরক্ষা তার মৃতদেহটিকে এতই সুরক্ষিত রেখেছে যে,তার চোয়ালের খোঁচা খোঁচা দাড়ি আজও অবিকৃত! 



তার গলায় জড়ানো

চামড়ার ফাঁস থেকে ধারণা করা হয় তার মৃত্যু ঘটেছিল শ্বাসরোধের মাধ্যমে । মাথা জুড়ে চামড়া ও উলের সংমিশ্রনে নির্মিত একটি ঘো্মটাকৃতির টুপি থাকলেও তার সারা দেহ ছিল অনাবৃত । মাতৃগর্ভে সন্তান যেভাবে থাকে (Foetal Position) অনেকটা সে ভাবেই তাকে পাওয়া যায় পিটের ২ মিটারেরও গভীরে নিমজ্জিত অবস্থায় । 



অবস্থান আর প্রশান্ত মুখভঙ্গির কারণে ধারণা করা হয় যে , তাকে

উৎসর্গ করা হয়েছিল বা বলা ভাল বলি দেওয়া হয়েছিল তৎকালীন দেবতাদের উদ্দেশ্যে !!!

বর্তমানে এটি রয়েছে ডেনমার্কের Silkeborg যাদুঘরে ।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

বগ বডিস bog bodies::

পিট, কয়লার প্রাথমিক পর্যায় বা জাত। জলাভূমি ও আর্দ্র স্থানে বেড়ে ওঠা গাছপালা, গুল্মলতা, শ্যাওলা-শৈবালের আংশিক পচন ও বিসরণের প্রক্রিয়ায় উৎপন্ন একটি গাঢ় বাদামি বা কৃষ্ণকায় অবশেষ। 

 পিট বগ হল একটি জলাশয়, যেখানে জলের সঙ্গে মাটির সরাসরি সংযোগ থাকে, অর্থাৎ মাটির ঠিক নীচে জলের অবস্থান হতে হবে। কিন্তু এই জলে খনিজের পরিমাণ অনেক বেশি থাকে। অক্সিজেন কম থাকায় এই আবহাওয়া মৃতদেহগুলিকে পচতে দেয় না।

সাধারণত এই মৃতদেহগুলি পিট বগের মধ্যে অক্সিজেনের অভাব এবং পিট শৈবালের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের প্রভাবে এই অবস্থায় পরিণত হয়েছে বলে ধারণা করা হয়।

প্রায় ২০০ বছর আগে খোঁজ মেলে রহস্যময় এই সব বগ বডিস নামক প্রাকৃতিক ভাবে সংরক্ষিত দেহের।

জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জায়গা থেকে প্রত্নতত্ত্ববিদরা এই ধরনের দেহের খুঁজে পান ।



১৮৩৫ সালে প্রথম জুটল্যান্ডে এই বগ বডির হদিশ মেলে। সেই দেহ ছিল একজন মহিলার। যার নাম রাখা হয় Haraldskær Woman (or Haraldskjaer Woman হারাল্ডকায়র উওম্যান।



বহু বছর পরেও এই দেহগুলির তেমন পরিবর্তন হয়নি। তবে কম তাপমাত্রা এবং জলে অ্যাসিড থাকায় শরীরের রং পরিবর্তন হয়েছে।



চামড়া ঠিকঠাক থাকলেও, পিট বগ-এ বহুকাল থাকার জন্য হাড়গুলি নষ্ট হয়ে যায় এই দেহগুলির।



প্রত্নতত্ববিদদের দাবি, এই দেহগুলির বেশ কিছু লৌহ যুগের সময়ের। ৮০০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত এই বগ বডিগুলি পাওয়া গিয়েছে।

(Cashel Man) ক্যাসেল ম্যানের দেহ এমনি একটি 

বগ বডির উদাহরণ যা ব্রোঞ্জ যুগের বলে ধারণা করা হয়। ২০১১ সালে এই প্রাকৃতিক মমি খুঁজে পাওয়া যায় লাওস এর কাউন্টির Cúl na Móna বগে।




চলবে....?


তথ্য ও ছবি সাহায্যে অন্তর্জাল 





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়