নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

 



   🦠🧫🔬🥼নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব🦠🧫🔬🥼

   🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞

মনো মস্তান মুহ্যমান যন্ত্রণায়, পরান ডাক্তারের পশারে প্রাণের কথা খুলে বলবে কিনা ভাবল এক মুহূর্ত, তারপর কোমরে চেম্বার গুঁজে বেড়িয়ে পড়ল..

👨‍⚕️:: নেক্সট...., একি আপনি! এ মাসের তোলা তো আপনার সাকরেদের দিয়ে দিয়েছি, তাহলে?!?!

🧔🏾:: তোলা নারে ডাক্তার তলার কষ্ট দেখাতে এলাম।

👨‍⚕️:: হুম, আপনি কি অসুরক্ষিত শারীরিক সম্পর্ক করেছেন? মানে কোনো সুরক্ষা বস্তু ছাড়াই.....

🧔🏾:: ছোট খোকাকে বস্তা চাপিয়ে রাস্তা দেখব? অত সস্তা? মনো মস্তান কাউকে ডরায় না বুঝলি?

👨‍⚕️:: অসুরক্ষা মানেই ভয়, যাই হোক বাচ্চায় বেদনা নানা কারণে হয়।

বলি তাহলে....

প্রথমে বলি যেগুলো স্বাস্থ্যবিধি না মানলে হয়...যেমন 



Balinitis ব্যালিনাইটিস:: গ্রীক শব্দ balanos 

ব্যালানস থেকে কথাটি এসেছে যার অর্থ Acron বা oaknut বা ওক গাছের ফল।



শিশ্নের মাথায় এবং তার উপরের চামড়ায় ফোলা ভাব ব্যাথা ইত্যাদিকে বলে ব্যালিনাইটিস বা

 ভালো ভাবে বলতে গেলে Balanoposthitis ব্যালানপস্থিটিস।

কি কি অসুবিধা হয়::



 প্রথম দিকে গ্লান্সে ও তার উপরের চামড়ায় ছোট ছোট লালচে ভাব পরে ফুসকুড়ি বা rash

 বিশ্রী গন্ধ এবং ক্ষরণ।



 গ্লান্সে ও তার উপরের চামড়ায় ব্যাথা এবং চামড়ার নমনীয় ভাব নষ্ট হওয়া, অর্থাৎ চামড়া সরিয়ে গ্লান্স বাইরের দিকে বাড় করতে ব্যাথা।



কারণ হিসেবে বলাযায় 

 নিজস্ব স্বাস্থ্যবিধি personal hygiene না মানা, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা।

 যৌন রোগ বা অন্য কোন জীবাণু ঘটিত রোগ।

ইত্যাদি।



 তবে এ নিয়ে বসে থাকলে বা চিকিৎসা না করালে পরের দিকে নানা পেচ্ছাপের রাস্তার (urethral meatus) অসুবিধে যেমন 

Phimosis ফাইমসিস,




 Paraphimosis 



প্যারাফাইমসিস ইত্যাদি হতে পারে।




🧔🏾:: আচ্ছা ডাক্তার মুন্ডির নিচে ছোট ছোট কাঁটার মত ওগুলি তো আগে থেকেই ছিল, তখন তো ব্যাথা হয় নি!

👨‍⚕️:: হুম ওগুলোকে PPPs বলে Pearly penile papules বা শিশ্নের শিশিরবিন্দুবৎ স্ফীতি।



 এগুলিতে কোনো ব্যাথা হয় না। ১--৪ মিলিমিটার মত লম্বা হয় এবং গ্লান্সের নিচের বেষ্টনী জুড়ে থাকে।



এগুলো বলা যায় একধরনের Angiofibroma  



 অ্যানজিওফাইব্রোমা কিন্তু ক্ষতিকর সাধারণত নয়।     

🧔🏾:: কিন্তু আমার পেচ্ছাপ করতে গেলে ব্যাথা আর জ্বালা করে......

👨‍⚕️::  urethra বা মূত্রনালীর একটি সমস্যার নাম urethritis ইউরেথ্রাইটিস।



যে যে অসুবিধা গুলি হয় তা হল

 প্রস্রাবের সময় ব্যাথা বা জ্বালা ভাব, সবসময় প্রস্রাবের বেগ আসছে মনে হওয়া।



চুলকানি এবং মূত্রনালীর ক্ষরণ।

 penile lymphangitis 



অর্থাৎ শিশ্নে লসিকা নালী প্রদাহ।




এবং কারণ গুলি কি এর পেছনে.....

 কিছু ক্ষেত্রে এটি নিজে থেকে হয় মানে অজানা কারণে যাকে বলে idiopathic ইডিওপ্যাথিক।

 বেশির ভাগ ক্ষেত্রেই যৌন রোগ বিশেষত

 যৌন মিলনে ছড়ানো রোগ বা STD।



🧔🏾:: কি যে বল ডাক্তার, এখন STD বুথ কোথায়? সবার হাতেই মোবাইল। তাছাড়া STD বুথের মালিক ইসমাইলকে পেদিয়ে বৃন্দাবন দেখিয়াছি সে বহুকাল আগে.....

👨‍⚕️:: হ্যাঁ এবার তার ফল হাতেনাতে মানে মাঝের হতে টের পাচ্ছো! যাক গে,

STD কথার অর্থ Sexually transmitted disease বা যৌনবাহিত রোগ যা নানাবিধ যৌনকর্মের মাধ্যমে বিস্তার লাভ করে। 



একে যৌনব্যাধি (venereal diseases বা VD) নামেও অভিহিত করা হয়। 

উল্লেখযোগ্য কিছু যৌনবাহিত রোগের নাম হলোঃ


 সিফিলিস(syphilis) বা ফিরিঙ্গি রোগ::



 সিফিলিস এর জন্যে দায়ী ব্যাক্টেরিয়া

 Treponema pallidum।



 গনোরিয়া(Gonorrhoea) বা বিষমেহ::





গনোরিয়া জন্যে দায়ী ব্যাক্টেরিয়া

 Neisseria gonorrhoea।




 ক্ল্যামাইডিয়া (Chlamydia):: 





ব্যাক্টেরিয়া ঘটিত রোগ, দায়ী ব্যাক্টেরিয়ার নাম -  

Chlamydia trachomatis



 ট্রাইকোমোনিয়াসিস(Trichomoniasis) বা 

trich ::







দায়ী প্রোটোজোয়া নাম Trichomonas vaginalis।



 জেনিটাল হার্পিস (Genital herpes)::





দায়ী ভাইরাস নাম Herpes simplex(type 2)।



 জেনিটাল ওয়ার্টস (Genital warts)::





জেনিটাল ওয়ার্টস এর জন্যে দায়ী ভাইরাস নাম -    Human papilloma virus।



 🧫হেপাটাইটিস বি এবং সি (Hepatitis B & C):: দায়ী ভাইরাস নাম-Hepatitis B & C virus।

 🧫এইডস (এইচ আইভির জীবাণু):: 

দায়ী ভাইরাস নাম HIV virus।

 চ্যানক্রয়েড (Chancroid):: 






দায়ী ব্যাক্টেরিয়া নাম Haemophilus ducreyi।



 গ্রানুলোমা ইনগুইনাল (granuloma inguinale)

::









 ব্যাক্টেরিয়া ঘটিত রোগ, ব্যাক্টেরিয়ার নাম Klebsiella granulomatis।



 লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম ::



(lymphogranuloma venereum) :: 







দায়ী ব্যাক্টেরিয়া নাম Chlamydia trachomatis ।

🧔🏾:: স্যার এগুলো কেন হয় একটু বুঝিয়ে বলুন।

👨‍⚕️:: বাঃ তুই থেকে তুমি হয়ে আপনি!

অসুরক্ষিত যৌন সমন্ধ প্রধানত এই রোগ গুলি ছড়াতে সাহায্য করে। কার কি রোগ আছে তুমি জানো না অথচ তার নয় দরজায় তোমার ভাই প্রবেশ করছে, সুতরাং কোন কুঠুরি থেকে কি কীট নিয়ে ফিরছে কে জানে!

আগে ঠেলে নিয়েছ, এবার ঠেলা বোঝো।

যে রোগ গুলি বললাম তাদের মধ্যে কিছু আবার রক্ত বা দেহ রস থেকে ছড়ায়.....



একটি ছোট্ট জিনিসের ব্যাবহার এইসব রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে, নাম কনডম বা শিশ্নঅবরক।



🧔🏾:: স্যার আমায় বাঁচান স্যার, অনেক অপরাধ করেছি স্যার, পায়ে ধরছি স্যার.....

👨‍⚕️:: আচ্ছা খুলে বসুন দেখছি, 

তো সাকরেদ তনু বলছিল পরের মাসে তোলা নাকি বেশি দিতে হবে?

🧔🏾:: কি যে বলেন স্যার, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, করলে মনো মেরে মায়ের ভোগে পাঠিয়ে দেবে.......




আপনাদের কি বক্তব্য??

বিষয় সাহায্যে

📖Human anatomy and physiology 

by Ross and Wilson

📖Microbiology

Pelczar Chan Krieg।

📖 Health Education & Community Pharmacy: For First Year Diploma

by N. S. Parmar

ছবি ও অন্যান্য সূত্রে

অন্তর্জাল

 https://www.verywellhealth.com/syphilis-signs-and-symptoms-49530

 https://www.verywellhealth.com/symptoms-of-gonorrhea-2329059

 https://www.epainassist.com/infections/chlamydia-trachomatis

 https://basicmedicalkey.com/trichomonas-vaginitis/

 https://dermnetnz.org/topics/granuloma-inguinale

 http://www.womenshealthsection.com/content/gyn/gyn038.php3




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

শালগ্রাম শিলা সমাচার