পোস্টগুলি

©কলমে গৌতম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হামবড় হা মুখ

ছবি
                  👄👄👄আহা হাঁ👄👄👄 (O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O)(O) হেরম্ব যখন নতুন বাইক কিনল, সকলে মিলে  মিষ্টি খাওয়ানোর বায়না ধরল। হামবড় হেরম্ব গাড়ি হাঁকিয়ে মুখ বাঁকিয়ে বলে গেল ' আগে মুখের মাপ নিয়ে আয় '। মুখের মাপ, অর্থাৎ হা মুখের মাপ অর্থাৎ মুখ হা করা অবস্থায় দুই ঠোঁটের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু তা কত? আসলে হা মুখের দৈর্ঘ্য সকলের আলাদা রকম। হা মুখের দৈর্ঘ্য ৪০--৬০ মিলিমিটার মত হতে পারে অর্থাৎ গড়ে প্রায় ৩৫--৫৫ মিলিমিটার (১.৪ -- ২.২ ইঞ্চি)মতন। হাতের তিনটি আঙ্গুল যথা তর্জনী, মধ্যমা এবং অনামিকার মিলিত দৈর্ঘ্যের সমান বা একটু বড়। দেখা গিয়েছে হা মুখের দৈর্ঘ্য ছেলেদের ক্ষেত্রে ৫১.৩±৮.৩ মিলিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে তা হল  ৪৪.৩±৬.৭ মিলিমিটার। হা মুখের ফাঁকা জায়গা বিশাল হওয়ায় গিনেস বুকে নাম উঠলো মার্কিন তরুণী সামান্থা রামসডেলের (Samantha Ramsdell)। তিনি ২ দশমিক ৫৬ ইঞ্চি (৬৫.0২৪ মিলিমিটার) তথা ৬.৫৬ সেন্টিমিটার পর্যন্থ মুখ হা করে ফাঁকা করতে পারেন। এই হা করা সম্ভব হয় কিভাবে? নিচের চোয়াল এবং খুলি যে অস্থিসন্ধির মাধ্যমে সংযুক্ত থাকে তার নাম টেম্পোর

বিষ্ঠা বিরূপ

ছবি
                   💩💩বিষ্ঠা বিরূপ💩💩 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ খাবে কিন্তু নদাবে না এ আবার হয় নাকি? বাঙালি মাত্রেই বিষ্ঠা বিলাসী! মানে সকাল সকাল বাজ্যি পষ্কার না হলে সারাটা দিন মেজাজ খিচড়ে থাকে।  কষ্ট করে কোষ্ঠ সাফ না হলে পুরীষ পাতলা করার দাবাই খোঁজে ভুক্তভোগী মাত্রে সবাই। যেমন জন্মিলে মরিতে হবে  তেমনি খাইলে হাগিতে হবে!  তাইতো?  তাইকি???? জীবজগৎ বহুল বৈচিত্র্যময়। বিচিত্র প্রাণীদের এই তালিকায় এমন জীবের উপস্থিতি রয়েছে যারা বলতে গেলে বাজ্যি বিমুখ তথা বিষ্ঠা বিরূপ অর্থাৎ  খায় কিন্তু নাদায় না!!!!! আজ এই পর্বে পরিচয় করে নেওয়া যাক এমন কিছু জীবের জীবনযাত্রা.................    🦗প্রাচীন পরজীবী ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট🦗 →→←→←→←→←→←→←→←→←→←            তোমার ঐ চোখেরই মায়ায়             রাতগুলো সড়ে সড়ে যায়            তোমার ঐ চুলেরই ছায়ায়        শোনো, এ জীবন তোমাকেই চায় তবে প্রেয়সীর চোখ গালে শুধু প্রেমিকের দাবীই নয় বরং দাবীদার আরো অনেকে রয়েছে, তার মধ্যে একজন যাদের প্রজাতির অস্তিত্ব রয়েছে লক্ষ বছর ধরে.... mites কথাটি সাহেবরা এককথায় বলে দিলেও এটি প্রকৃতপক্ষে ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট বিশেষ

অক্ষয় অবয়ব পর্ব ২

ছবি
                    🏺⚱️📜🥈অক্ষয় অবয়ব🥈🏺⚱️📜 {{{{{{{{{{{{{{{{{{{{{}{}{}{}}}}}}}}}}}}}}}}}}}}}}                        🗿পর্ব ২🗿 যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,           চুকিয়ে দেব বেচা কেনা,               মিটিয়ে দেব গো,    মিটিয়ে দেব লেনা দেনা,          বন্ধ হবে আনাগোনা এই হাটে--           তখন আমায় নাইবা মনে রাখলে, না, কেউ মনে নাই রাখতে পারে।  পরশ্রীকাতর পরিজন পরিত্যাগ করতেই পারে শেষ স্মৃতি অবধি, একমাত্র পরমা প্রকৃতি পারে অতীতের অবয়ব অবক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে চিরন্তন করতে। মানুষ তার নকল করে নিজেই নিজেকে শাশ্বত করে তোলার নিরলস প্রয়াস চালিয়েছে। সংরক্ষণের মূল মন্ত্র তাপমাত্রা এবং শুষ্কতা যাতে প্রকৃতি নিয়োজিত বিয়োজক বীজাণু বিক্রিয়া না করতে পারে মরদেহে। যা মমিফিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য তা সে প্রাকৃতিক হোক বা মনুষ্যকৃত। °=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°°=°=°=°=°=° প্রাকৃতিক মমিকরণ বা (spontaneous mummification) স্পন্টেনিয়াস মমি তৈরি হয় প্রাকৃতিক ভাবে, প্রচণ্ড গরম বা তীব্র ঠাণ্ডার মধ্যে অথবা বদ্ধ কোন জলাভূমির মত বায়ু শূন্য অবস্থায়। [Con

অক্ষয় অবয়ব ১

ছবি
                          🏺⚱️📜অক্ষয় অবয়ব🏺⚱️📜 {{{{{{{{{{{{{{{{{{{{{}{}{}{}}}}}}}}}}}}}}}}}}}}}}                                🗿পর্ব ১🗿 জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে? জানে বটে এ জীবন, যৌবন চিরস্থায়ী নয় তবুও মানুষের শখ ষোলো আনা। নিজেকে মায় নিজের কীর্তিকে অমর রাখার প্রয়াসে প্রকৃতির প্রাকার লঙ্ঘন করতেও পিছপা নয় সে। নাহি, মা, ডরি শমনে; মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে! নিজেকে অমর করার প্রয়াসে অতীতে কত কি করেছে মানুষ। মন্ত্র তন্ত্র যন্ত্র নানা প্রকরণে নিজেকে করে তুলতে চেয়েছে অক্ষয়। অতীতের অমৃত তথা Elixir of life এর সন্ধান (alchemy) অ্যালকেমি, জন্ম দিয়েছে বর্তমান রসায়নের। যখন মৃত্যুকে পর্যদুস্ত করতে ব্যার্থ হয়েছে, তখন চেয়েছে নিজ অবয়ব অক্ষয় রাখতে। মানুষের সেই প্রচেষ্টার নিদর্শন মৃতদেহ সংরক্ষণ। ================================= কথায় আছে  ' নরম মাটির মানুষ পেলে সবাই কাটে আঁচড়', যে আজ্ঞে মাটিতে উপস্থিত জলের কারণে সেটি হয় নরম, কিন্তু যদি সমস্ত জল সরিয়ে ফেলা যায় ❔ শক্ত মাটিতে সময়ের আঁচড় পড়তে সময় লাগে। ঠিক এই ব্যা

সৎকার সমাচার

ছবি
 ☯️☸️✡️সৎকার সমাচার✝️🕉️☪️ §§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§ প্রাণের প্রিয়জন,  চির বিদায় দিতে চায়না মন। তাই নতুন নতুন পন্থার তলাশ শুরু হয় যাতে তার নশ্বর দেহ রাখা যায় অবিনশ্বর, অথবা দেহাবশেষ দিয়ে তৈরি হয় স্মারক,  কবির ভাষায়.....                 "তুমি রবে নীরবে হৃদয়ে মম             নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥" পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা প্রকার সৎকার সংস্কার তুলে ধরা হয়েছিল প্রথম পর্বে https://golpokothaybiggayan.blogspot.com/2023/01/blog-post_17.html আজ এই পর্বে সৎকার সংক্রান্ত আরো কিছু সমাচার শোনা যাক তবে......     💀👲নিষ্প্রাণ প্রানবন্ত একই সাথে💀👲 ২0১৫ সালের জুন মাসে পশ্চিমবঙ্গ তথা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ড।রবিনসন স্ট্রিটের একটি বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল ৭৭ বছরের এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ। সেই বাড়িতে গিয়ে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির ছেলে তাঁর দিদির কঙ্কালের সঙ্গে মাসের পর মাস ওই বাড়িতে রয়েছেন। দিদির কঙ্কালকে খেতেও দিতেন ভাই— পার্থ দে। শিহরণ জাগানো এই ঘটনা যদি নিত্য নৈমিত্তিক জীবনের অংশ হয়?? ইন্দোনেশিয়ার টোরাজা উপজা