বিষ্ঠা বিরূপ

      


            💩💩বিষ্ঠা বিরূপ💩💩

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

খাবে কিন্তু নদাবে না এ আবার হয় নাকি?

বাঙালি মাত্রেই বিষ্ঠা বিলাসী! মানে সকাল সকাল বাজ্যি পষ্কার না হলে সারাটা দিন মেজাজ খিচড়ে থাকে। 

কষ্ট করে কোষ্ঠ সাফ না হলে পুরীষ পাতলা করার দাবাই খোঁজে ভুক্তভোগী মাত্রে সবাই।

যেমন জন্মিলে মরিতে হবে 

তেমনি খাইলে হাগিতে হবে! 

তাইতো? 

তাইকি????


জীবজগৎ বহুল বৈচিত্র্যময়।

বিচিত্র প্রাণীদের এই তালিকায় এমন জীবের উপস্থিতি রয়েছে যারা বলতে গেলে বাজ্যি বিমুখ

তথা বিষ্ঠা বিরূপ অর্থাৎ 

খায় কিন্তু নাদায় না!!!!!

আজ এই পর্বে পরিচয় করে নেওয়া যাক এমন কিছু জীবের জীবনযাত্রা.................


   🦗প্রাচীন পরজীবী ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট🦗

→→←→←→←→←→←→←→←→←→←

           তোমার ঐ চোখেরই মায়ায়

            রাতগুলো সড়ে সড়ে যায়

           তোমার ঐ চুলেরই ছায়ায়

       শোনো, এ জীবন তোমাকেই চায়

তবে প্রেয়সীর চোখ গালে শুধু প্রেমিকের দাবীই নয় বরং দাবীদার আরো অনেকে রয়েছে, তার মধ্যে একজন যাদের প্রজাতির অস্তিত্ব রয়েছে লক্ষ বছর ধরে....

mites কথাটি সাহেবরা এককথায় বলে দিলেও এটি প্রকৃতপক্ষে ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট বিশেষ।

এমনই এক ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট ডেমোডেক্স।

ডেমোডেক্স হলো অতিক্ষুদ্র পরজীবী প্রাণীদের গণ যারা স্তন্যপায়ী প্রাণীদের চুলের ফলিকলসে র ভেতর বা নিকটে বসবাস করে। 



এ পর্যন্ত প্রায় ডেমোডেক্স গণের ৬৫ টি প্রজাতি আবিস্কৃত হয়েছে। এদের মধ্যে দুটি প্রজাতি মানবশরীরে বাস করে:

Demodex folliculorum

 ডেমোডেক্স ফলিকিউলারাম 

ও 

Demodex brevis

ডেমোডেক্স ব্রেভিস, 



উভয়কেই আইল্যাশ মাইটস বা ফেস মাইটস হিসেবে উল্লেখ করা হয়।

এরা মাকড় বা বিছের সঙ্গে সম্পর্কযুক্ত।



Dr. Ronald Ochoa {research scientist 

 U.S. Department of Agriculture , Beltsville}

ডক্টর রোনাল্ড অক্হোয়া সাহেবের মতে এই মাইটস দের আবির্ভাব ৫০০ এবং ৪০০ মিলিয়ন বছর আগের কোন এক সময়কালে। হয়ত এরা প্রথম সেই প্রাণী যারা প্রথম সমুদ্র ছেড়ে স্থলে আশ্রয়ের তলাশ শুরু করে।



যাইহোক এই ডেমোডেক্স মাইটেরা মোটে দুই সপ্তাহ মত বাঁচে, এর মধ্যে ওরা যা খায় তা ওদের লম্বা পেটের এক বিশেষ অংশে সঞ্চিত রাখে। কিন্তু বিষ্ঠা বর্জন করে না।



এরপর এদের মৃতদেহ ত্বকের গ্রন্থিতে (hair follicles / sebaceous glands)মরে পচতে থাকে।



এছাড়া কিছু জীব রয়েছে যাদের মোটামুটি ভাবে বলা যায় বাজ্যি বিমুখ।


             🦋🦋প্রজাপতি🦋🦋

-----______------_____--------______----------_______

সেই ভাবে বলতে গেলে প্রজাপতি প্রকৃতপক্ষে পতঙ্গটির জীবনের একটি পর্যায় মাত্র।

লার্ভা অবস্থায় এরা খুব খায় এবং খুব নাদায়।



তবে বড় অর্থাৎ পূর্ণাঙ্গ হলে এটি শুধু nectar বা ফুলের মধু তথা তরল পান করে। পান করা তরলের প্রায় পুরোটাই দেহে ব্যাবহার হয়।



তাই 

ছোট বেলায় যেমন ছাড়ে নধরকান্তি মল

বড় হলেই তা শুধু বিন্দুবৎ জল।




মল মলিন্যে মনমালিন্য মিটুক তবে.......




তথ্য সাহায্যে

ছবি ও ভিডিও সংগ্রহে 

অন্তর্জাল।

বিশেষ সাহায্য

Biology of animals vol l

By Ganguly Singha Adhikary

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার