স্বকাম সমাচার





        ✊👊👌🖖  স্বকাম সমাচার✊👊👌🖖

   🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞

অজিত আজকাল বাথরুমে বড় বেশি সময় ব্যয় করছে ব্যাপারটি বাড়ির সবাই লক্ষ্য করেছিল।

 কিন্তু ব্যাপারটা ব্যথার হয়ে দাঁড়ালো তখন যখন 

সাফাইওয়ালা সূরজ ওকে স্কুলের বাথরুমে 

হাতেনাতে ধরে ফেললো। 

এরপরের অবস্থা সহজেই অনুমেয়, অভিভাবক আহ্বান, নীতিবোধ বিষয়ক জ্ঞানদান, অন্তিমে গোপাল স্যারের "ছাত্রনং অধ্যয়নং তপঃ" বিষয়ক নাতিদীর্ঘ নীতি বাক্য.......

সূরজের কল্যাণে ওর একটি নতুন নাম হল, 

মুঠোমার পালোয়ান।

বিকেলে ব্লেড হাতে বড় পুকুরের দিকে যেতে দেখে ডাক দিল সৌরভ স্যার.........

🤵🏻:: এই দিকে আয় বলছি, হাত থেকে ওগুলো ফ্যেল আগে, কি হয়েছে খুলে বলত একবার।

🙍🏾‍♂️:: কেন? সারা পাড়া জানে আর আপনি জানেন না? জ্ঞান দেবেন না, আমি খারাপ ছেলে, আর বাঁচতে চাই না, খারাপ হয়ে বেচেঁ থেকে কি লাভ! সবাই ক্ষেপাবে, তার চাইতে........

🤵🏻:: যদি বলি তুই যা করেছিস আমিও তোর বয়সে তাই করেছি, তোর বয়সে কেন এখনও মাঝে সাঝে করি তবে???

🙍🏾‍♂️:: হ্যাঁ😱 আপনিও? যাঃ, আপনিও হ্যান্ডেল...

🤵🏻:: হ্যাঁ, তবে ওটাকে হ্যান্ডেল না কি বললি,ওটা  বলে না, ওর নাম আত্মরতি বা স্বকাম, কি কঠিন লাগছে? আচ্ছা ওর নাম হস্তমৈথুন।



🙍🏾‍♂️:: কত ভবি এসব ভাববো না, করব না 

কিন্ত কিজানি কি হয়।

🤵🏻:: আচ্ছা, বুঝিয়ে বলছি।

মৈথুন ইংরেজিতে বলে coitus, এটি একটি প্রক্রিয়া প্রজননের। এখানে উত্তেজিত ও উদ্দীপিত জননাঙ্গ একে অপরের সঙ্গে মিলিত হয়। 



এবার মিলনের জন্যে যখন বিপরীত লিঙ্গের উপস্থিতি নেই এমতাবস্থায় নিজ উদ্যোগে যদি সেই অবস্থার অনুভূতি লাভ করতে হয় তবে अपना हाथ जगन्नाथ।



একেই বলে আত্মরতি বা স্বকাম। নারী পুরুষ নির্বিশেষে সকলেই জীবনের 

কখনো না কখনো এ অবস্থার সম্মুখীন হয়েছে।




আচ্ছা তবে এই সুখানুভূতির কারণ কি?

রতি ক্রিয়ার এই অত্যধিক উত্তেজনা কে বলা হয় orgasm অর্গাজম। শব্দটি গ্রীক শব্দ Orgamos থেকে এসেছে যার অর্থ কাম ক্রিয়ার পরমক্ষণ।



এবং এটি অর্জন করার উদ্দেশ্যেই আত্মরতি।



ছেলেদের ক্ষেত্রে এটি বীর্জপাতের সাথে শেষ হয় এবং বীর্জপাতের আগে একটি শিহরন জাগানো অনুভূতি উপহার দেয়।



আচ্ছা কেন হয়?

শিস্নের গঠনের দিকে তাকানো যাক, সামনের ওই গোল পানা অংশের নাম গ্লানস পেনিস। 



গ্লানস Glans  শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে যার অর্থ Acron অ্যাক্রণ, ত্তক্ বৃক্ষের ফল বিশেষ।



এখন বাইরের দিকে দুটি পাশাপাশি অবস্থিত স্থিতিস্থাপক কলা corpora cavernosa কর্পোরা ক্যাভারনোসা এবং ভিতর দিকে corpus spongiosum কর্পাস স্পঞ্জিওসাম নামক কলা দিয়ে এই লিঙ্গ গঠিত। 



এবং কর্পাস স্পঞ্জিওসাম এর সামনের দিকে বেড়িয়ে আসা টুপির মত অংশটি হল গ্লানস পেনিস।




বাউল নসরুদ্দীনের একটি গান মনে পড়ল


"দেহের বিচে দেখ আছে আজব কারখানা/

তিনশত ষাট দিয়ে জোড়া করেছে দেহ খাড়া

দুই খুঁটি একটি আড়া — বেড়া চারখানা

দশ দরজা আট কুঠুরি — চার কুতুব ষোলো প্রহরী

বায়ান্ন গলি, তিপান্ন বাজার/তের নদী সাত সমুদ্দর

তাহার মধ্যে চোদ্দটা ঘর/কেউ করে না তাহার খবর। তিন উজির তিন বাদশা তার/এক মনিব দুই খরিদ্দার/দালাল তাহার দুইজনা/দেহের খবর বড় খবর/তিন তারেতে হচ্ছে সব খবর।

বারো বুরুজ সাত সিতারা/দেহের ভিতর আছে পোরা।"

বুঝলি, দেহের রসায়ন জানে কয়জন।



 ১৯৯৭ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী এই গ্লানস পেনিস স্নায়ু সমৃদ্ধ, সুতরাং প্রচণ্ড মাত্রায় সংবেদনশীল।

এবার দেখাযাক মিলনকালে কি হয়? 



শিশ্ন যোনি অভ্যন্তরে আকর্ষিত ও প্রক্ষেপিত হয় ফলে যোনি দেওয়ালে এর ঘর্ষণ হয়। এবং এটাই অর্গাজমের আমেজ এনে দেয়।



এবার দেখা যাক হস্তমৈথুনে কি হয়? একই জিনিষ হয় শুধু একত্রে যোনি থাকে কল্পনায় আর হাত তার ভার নেয়।

কম্পনের এবং ঘর্ষনের মাধ্যমে উত্তেজনা প্রাপ্তি।



তো এতে অস্বাভাবিক কিছু দেখলি??

🙍🏾‍♂️:: আচ্ছা মেয়েদেরও হয়? মানে ওরাও করে?

🤵🏻:: নারী পুরুষ নির্বিশেষে সকলেই।আলফ্রেড কিনসের ১৯৫০-এর দশকের এক গবেষণায় বলা যায়, মার্কিন নাগরিকদের মাঝে ৯২% পুরুষ ও ৬২% নারী তাঁদের জীবনকালে অন্তত একবার হস্তমৈথুন করেছেন। মার্ক ম্যানুয়াল অনুসারে ৯৭% পুরুষ ও ৮০% নারী স্বমেহন করে, এবং সাধারণভাবে বলা যায় পুরুষেরা নারীর তুলনায় অধিক স্বমেহন করে থাকে।এমনকি জানোয়াররাও এটি করে। বন্দী অবস্থায় ঘোড়ার এটি করতে দেখেছি।



ছোট শিশুরাও দেখবি মাঝে মাঝে নিজের যৌনাঙ্গ নিয়ে খেলা করে।

🙍🏾‍♂️:: এটা করা খারাপ? আমাকে সবাই খারাপ বলছে কেন?

🤵🏻:: সাধারণ জৈবিক প্রক্রিয়া, এতে খারাপ কোথায়?পুরুষের ক্ষেত্রে স্বমেহনের ফলে পুরুষের জনন নালী থেকে পুরনো শুক্রাণু দূর হয়ে যায় যাদের গতি কম থাকে। এর ফলে পরবর্তী বীর্জপাতের শুক্রাণুসমূহ অধিক সতেজ থাকে, যাদের ক্ষেত্রে সঙ্গমের ফলে গর্ভধারণের সম্ভাবনা অধিক থাকে। 

অধিকাংশ চিকিৎসকগণ ঐকমত্যে পৌছেছেন যে, হস্তমৈথুন একটি স্বাস্থ্যকর এবং স্বাভাবিক মানসিক আচরণ।



উপকারিতা কি এই স্বমৈথুনের::

🖖এটি শরীরে রক্ত চলাচল বাড়ায় এবং এন্ডোর্ফিন নিঃসরণ করে যা মস্তিষ্কের একটি তৃপ্তি বৃদ্ধিকারীরাসায়নিক।

🖖এটি আবেগজাত পীড়ন, বিষণ্ণতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে।

🖖এটি নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

🖖এটি তোকে তোর বাসনাকে অন্বেষণ করতে সাহায্য করে, এবং কোন সঙ্গী ছাড়াই নিজেকে যৌন তৃপ্তি দেয়।

🖖তুই নিজের শরীর নিয়ে পরীক্ষা করে দেখতে পারিস যে তোর শরীর কী প্রস্তুত অরগ্যাজম-এর জন্য। এতে তুই তোর শরীরকে অনেক ভালো বুঝতেও পারবি।

🖖এটি  ভালো ঘুমোতে সাহায্য করে ও কিছুক্ষেত্রে অনিদ্রা প্রতিরোধ করে।

🖖এটি তোর সঙ্গীর সঙ্গে তোর সম্পর্কে ভালো করতে পারে, কারণ তুই নিজের শরীর সমন্ধে আত্মবিশ্বাসী ও সঙ্গীকে সাহায্য করতেও সক্ষম।। যৌনরোগের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় হস্তমৈথুন।

🖖যদি সীমা বুঝে এটি করা যায়, তবে তা উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করে।



এবার বলি তোকে খারাপ বলছে কেন?

শোন তবে মের্ক ম্যানুয়েল অব ডায়াগনসিস & থেরাপি অনুসারে, "হস্তমৈথুন তখনি অস্বাভাবিক বলে পরিগণিত হবে, যখন এটি সঙ্গীর চাহিদার পথে বাধা হয়ে দাঁড়াবে, এই আচরণ সর্বসম্মুখে প্রদর্শন করা হবে অথবা এর প্রতি অনিয়ন্ত্রিতভাবে আসক্ত হওয়ার দরুণ এটি একটি মানসিক সমস্যা হয়ে দাঁড়াবে"।

অর্থাৎ এটি আনন্দের জন্যে ঠিক আছে কিন্তু কখনোই নেশার জন্যে নয়। এক্ষেত্রে কিন্তু কখনোই বলা যাবে না অধিকন্তু ন দোষায় মানে প্রয়ােজনের বেশী হলেও ক্ষতি নেই । বরঞ্চ সর্বম অত্যন্ত গর্হিতং  বা অতিরিক্ত সর্বনাশের কারণ হবে।কোনকিছুর আধিক্যই স্বাস্থ্যের জন্য ভালো নয়, এবং তা শরীরের ক্ষতি করে।

কেন?

🖖শয়নে স্বপনে যদি এই চিন্তাই আসে তবে বাকি কাজ হবে কবে??

🖖 কম্পালসিভ হস্তমৈথুন অত্যন্ত নেশা সৃষ্টি করে এবং সময়ে সময়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

🖖যদি তুই নেশাগ্রস্থ হয়ে পড়িস, তবে তুই হস্তমৈথুন ইচ্ছেমতো করতে না পারলে, তা তোর বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে।

🖖এটি সামাজিক জীবনে মনঃসংযোগেরঅভাব ঘটাতে পারে। কারো সাথে সহজে মিশতে পারবি না।

🖖এটি যৌনাঙ্গে চোট দিতে পারে, যদি খুব উত্তেজিত ভাবে করা হয়।

🖖পুরুষদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত স্বরতি  শীঘ্রপতন ঘটাতে পারে যা পরবর্তী সময়ে সঙ্গীর সঙ্গে সুন্দর যৌন সম্পর্ককে এটি প্রভাবিত করতে পারে।

🙍🏾‍♂️:: আচ্ছা আমি কী কোন অপরাধ করেছি? সবাই তবে খারাপ বলছে যে?

🤵🏻:: এই পোড়া দেশে প্রকৃত যৌন শিক্ষার বড় অভাব। 




জানিস ২০০৯ সালে নেদারল্যান্ড ও অন্যান্য ইউরোপীয় দেশের সাথে যুক্তরাজ্যেও বয়সন্ধিকালীন ছেলে-মেয়েদের কমপক্ষে প্রতিদিন হস্তমৈথুন করার জন্য উৎসাহ প্রদান করা হয়। রাগমোচনকে শরীরের জন্য উপকারী হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শিশু গর্ভবতীর ও যৌন সংক্রামক রোগের হারের প্রাপ্ত উপাত্ত লক্ষ্য করে, তা কমিয়ে আনতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়, এবং এটিকে একটি ভালো অভ্যাস হিসেবে উল্লেখ করা হয়।

এদেশে এটি করতে দেখা গেলে প্যাক মেলে।

তবে হ্যাঁ, স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা প্রয়োজন। স্কুলের বাথরুম কি অতি স্বাস্থ্যকর স্থান? 

না স্কুল টাইম ওটি করার সময়?

সময়জ্ঞান থাকতে হবে। রোজ খেলাধুলা কর, শরীরচর্চা কর, গল্পবই পড়, একটু গোয়েন্দা চলচিত্র দেখ, ওতে মগজের জট ছাড়বে। এরপর ইচ্ছে হলে করবি, তবে অনিয়ন্ত্রিতভাবে আসক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই।

কি মাথায় থাকবে??

🙍🏾‍♂️:: "আমি ভয় করব না ভয় করব না।

     দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না ॥

তরীখানা বাইতে গেলে  মাঝে মাঝে তুফান মেলে--

তাই ব'লে হাল ছেড়ে দিয়ে  ধরব না,কান্নাকাটি ধরব না ॥"

চলি আজকে ভৌত বিজ্ঞানের আলোর অধ্যায়টি পড়তে হবে।




ভুল বললাম নাকি কিছু?

কি মত সকলের?


বিষয় সাহায্যে::

📖Human anatomy and physiology 

by Ross and Wilson

📖Health Education & Community Pharmacy: For First Year Diploma

by N. S. Parmar


ছবি ও অন্যান্য সাহায্যে::

—https://www.thesexmd.com/benefits-of-masturbation/

—https://en.m.wikipedia.org/wiki/Masturbation

—https://www.lybrate.com/bn/topic/advantages-and-disadvantages-of-masturbation/caa37a45e6317bb1572a64010f11a991#:~:text=%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A7%88%E0%A6%A5%E0%A7%81%E0%A6%A8%20%E0%A6%86%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%B8%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%20%E0%A6%B9%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87,%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A5%A4&text=%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%86%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%87%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B,%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A5%A4

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার