শালগ্রাম শিলা সমাচার

       


🗿🪨💎পাথরে পরমেশ্বর🗿🪨🗿💎


নন্দী বাড়ির নারায়ণ পূজা বলে কথা, সাত গ্রামের লোক জড়ো হয়েছে, পূজা শেষে পুরোহিত 

বিধু ভটচ্চার্জ বললেন 

"পুরাণে নারায়ণের উক্তি —

"অহঞ্চ শৈলরূপী চ গন্ডকী তীর সন্নিধৌ। 

অধিষ্ঠানং করিষ্যামি ভারতে তব শাপতঃ।। 

বজ্রকীটাশ্চ কৃময়ো বজ্রদ্রষ্টাংশু তত্র বৈ। 

মচ্ছিলা কুহরে চক্রং করিষ্যন্তি মদীয়কম।। 

গন্ডক্যাশ্চোত্তরে তীরে গিরিরাজস্য দক্ষিণে–"

                   (ব্রহ্মপুরাণ, প্রকৃতিখন্ড)

পুরাণে আছে, হিমালয়ের দক্ষিণে গন্ডকীর উত্তরে দশ যোজন বিস্তৃত হরিক্ষেত্র। ভগবান বিষ্ণু এখানে অবস্থান করছেন শালগ্রাম শিলারূপে।"

আসরে উপস্থিত স্বরূপ দা, সুতরাং তর্ক এবার জমে উঠবে..............

🧍‍♂️:: কিন্তু ঠাকুরমশাই  ওতে নারায়ণ থাকবে কিভাবে? ওতে প্রাচীন প্রাণীর জীবাশ্ম রয়েছে।

🧖🏻‍♂️::বাবাজীবন, যাকে ঋষিরা নাম দিয়েছেন বজ্রকীট,এর দেহাবশেষের প্রস্তুরীভূত রূপ— হলো শালগ্রাম শিলা। শালগ্রাম শিলায় চক্র চিহ্ন থাকবে। আমলকির মত মাপ থেকে একটি বড় বেলের মত মাপের কৃষ্ণ বা মধুর বর্ণ  শিলাই পূজ্য।



🧍‍♂️:: বজ্রকীট? এটির উল্লেখ দশ অবতারে তো নেই।

আদতে এটি কম্বোজ পর্বের প্রাণী। মোলাস্কা বা কম্বোজ পর্বের প্রাণীদের ছয়টি শ্রেণী বর্তমান ১৯৬৪ সালে করা মর্টন এবং ইয়ং সাহেবের শ্রেণী বিন্যাস অনুযায়ী.........

⏩Monoplacophora মনোপ্লাকোফোরা::

অর্থাৎ যাদের একটিই প্লেট রয়েছে, উদাহরণ:-

Neopilina।

এই শ্রেণীর বাকি সদস্যরা ৩৮০ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। একমাত্র জীবন্ত জীবাশ্ম এই

 নিওপিলিনা।

⏩ আম্ফিনিউরা Amphineura ::উদাহরণ:- Chiton চিটন।

⏩ Scaphopoda স্কাফোপোডা :: প্রাচীন গ্রীক শব্দ skaphe মানে নৌকা এবং pous মানে পা।

উদাহরণ :- গজদন্ত খোলোক বা Tusk shell, যেমন Rhabdus rectius।

⏩ Bivalvia বাইভালভিয়া:: বাই মানে দুই, ভালভ মানে কপাটক।

যেমন সমুদ্রের পাড়ে,  কুড়িয়ে পাওয়া ঝিনুক বা পুকুরে হওয়া ঝিনুক।

উদাহরণ Unio marginalis।

⏩ Gastropoda গ্যাস্ট্রোপোডা :: 

মানে stomach footed বা পাকস্থলী পেয়ে,যেমন

শামুক শঙ্খ ইত্যাদি।

উদাহরণ Pila globosa।

⏩ Cephalopoda সেফালোপোডা:: গ্রীক শব্দ

Kephale মানে মাথা, পোডা মানে পা।

যেমন অক্টোপাস, স্কুইড, সেপিয়া বা কাটল ফিশ এবং এই পুরাণ বর্ণিত বজ্রকীট বা ammonite অ্যম্মোনাইট।

🧖🏻‍♂️:: কিন্তু বাবাজীবন, অক্টোপাস, স্কুইড নরম দেহী, শালগ্রামে শ্রী বিষ্ণুর কত রূপ........

🧍‍♂️:: হ্যাঁ, আগে বলি শুধু হিন্দু পূরণেই একে দেবত্ব আরোপ করা হয় নি, এর নামের মাঝে দেবতার ছাপ রয়েছে।

ইজিপশিয়ান দেবতা আম্মন Ammon এর মাথায় বাঁকানো শিং এর ধারণা থেকে এর নাম অ্যম্মোনাইট।

এদের বিভিন্ন প্রজাতির নামের শেষে সেরাস কথাটি আছে যার গ্রীক অর্থ বাঁকানো পেঁচানো শিং।

Ram 🐏 নামক ভেড়ার ওই রকম বাঁকানো শিং আছে।

এবার এদের আকারে আসা যাক,

হ্যাঁ ঠিক বলেছেন এদের শ্রেণীতে বেঁচে থাকা প্রাণীদের শক্ত বহিরাবরণ দেখা যায় না, তবে একটি প্রাণী আছে যারা এদেরই আত্মীয় এবং এখনও 

বেঁচে বর্তে আছে।

নাম Nautilus নটিলাস, না গল্পের সেই ক্যাপ্টেন নিমোর জাহাজ নটিলাস নয়, এটি একটি সেফালোপোড।



গ্রীক শব্দ থেকে নটিলাস এর উৎপত্তি যার অর্থ অবশ্য sailor নাবিক।

উদাহরণ 

Nautilus pompilius[Chambered Nautilus ]।



              Nautilus belauensis [Palau nautilus]



সে যাই হোক, অ্যম্মোনাইট দের উৎপত্তি ধারণা করা হয় Devonian ডেভনিয়ান সময় কালে অর্থাৎ ৪১৯•২---- ৩৫৮•৯ মিলিয়ন বছর আগের মধ্যবর্তী সময়কালে।

এবং এদের শেষ বংশধর হয়ত বেঁচে ছিল Cretaceous ক্রেটেসিওয়াস যুগের মহাবিলুপ্তির কিছু পরে। তাও প্রায় প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে।

🧖🏻‍♂️ :: তারা পাথর হল কি উপায়ে??

🧍‍♂️:: আজকের হিমালয় একসময়ে ছিল সমুদ্রগর্ভে। আজ থেকে প্রায় তিন কোটি বছর আগে সেনোজয়িক কল্পে ইয়োসিন যুগের শেষ ভাগে, টেথিস সমুদ্র থেকে হিমালয় আস্তে আস্তে মাথা তুলতে শুরু করে আর তা শেষ হয় প্লাইস্টোসিন উপ-যুগে প্রায় এক কোটি বছর আগে। ফলে, এক মহা-অতীত কালের সামুদ্রিক পলিস্তর রূপান্তরিত হয়েছে আজকের হিমালয়ের শিলাস্তরে। হিমালয়ের এই শিলাস্তর কে বলা হয় “স্পিতি” শেল। স্পিতি অর্থ  মধ্যবর্তী ভূমি। খুব সুক্ষ্ম দানা পলি অবক্ষেপ থেকে তৈরী হয়েছে বলে বিজারক পরিবেশে সৃষ্ট এই পাললিক শিলা এত তৈলাক্ত ও কালো।

তো মহাবিলুপ্তির পরে বা আগে এদের মৃতদেহ যখন সাগরতলে থিতিয়ে পড়তো, তার উপর পড়ত বলির আস্তরণ। খোলোকের ভিতর জল সঙ্গে খনিজ লবণ প্রবেশ করত। এইভাবে যুগের পর যুগ পাল বা পলির নিচে চাপা পড়ে এরা হয়েছে প্রস্তরীভুত।

এদের নরম অংশ বিনষ্ট হলেও, শক্ত অংশ পাথরে গঠন করেছে নানা আকার।

🧖🏻‍♂️ :: অর্বাচীন জান, এই শালগ্রামে দেবতার কত রূপ?? বিষ্ণুপদ, শেষনাগ, গণেশ, লক্ষ্মীনারায়ণ, নরসিংহ, ত্রিমূর্তি, অনন্ত, দামোদর আরো কত, আহা দেবতার কি মায়া 🙏🙏🙏🙏।



🧍‍♂️:: হবেই তো, জীবাশ্ম যেভাবে গঠিত হয়েছে।



বেশিরভাগ অ্যম্মোনাইট planispiral অর্থাৎ চাকতির মত পেঁচানো।

এই অ্যম্মোনাইট দেহ যখন জীবাশ্মে পরিনত হয়েছে তখন চক্রাকার আকার গঠন করেছে।

কিছু অ্যম্মোনাইট দেহ প্রথমাংশে গোটানো থাকলেও পরের অংশ সোজা দন্ডাকার, যখন এই অ্যম্মোনাইট,

জীবাশ্মে পরিনত হয়েছে তা হয়েছে গদাকার।

এছাড়াও সম্পূর্ন গোটানো নয় এমন অ্যম্মোনাইট,



যখন জীবাশ্মে পরিনত হয়েছে তা হয়েছে সর্পাকার।

এদের বলা হয় Heteromorph ammonites।



এরা জুরাসিক সময়ের পরের দিকে উদ্ভব হয়েছিল।

🧖🏻‍♂️ :: ওহে জ্ঞানপাপী জানো কি, এই পবিত্র শালগ্রাম একমাত্র নেপালের পশ্চিমে হিমালয় পর্বতের ১২৫০০ ফুট উপরে গন্ডকী বা কালী-গন্ডকী নামক নদীতেই একমাত্র প্রকৃত শালগ্রাম শিলা পাওয়া যায়। সেই জায়গাই হলো নারায়ণের মুক্তি-তীর্থ-ক্ষেত্র বা মুক্তিনাথ। এছাড়া আর কোন জায়গায় শালগ্রাম শিলা পাওয়া যায় না।

🧍‍♂️:: ওমা, তা কেন? অ্যম্মোনাইট জীবাশ্ম আমেরিকা, কানাডা, মাদাগাস্কার, আলবার্টা প্রভৃতি স্থানে পাওয়া যায়।

🧖🏻‍♂️:: তো এরাই বিলুপ্ত হল আর নটিলাস টিকে গেল! কি বল??

🧍‍♂️:: হ্যাঁ গবেষণায় দেখা গিয়েছে অ্যম্মোনাইট রা ডিম দিত সমুদ্র উপরিতলে, ফলত ওদের ডিম মূলত অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে (প্ল্যাঙ্কটন) ব্যবহৃত হতো।

অপরদিকে নটিলাস ডিম দেয় সমুদ্র তলে, প্রবাল বনের আড়ালে, তাই তাদের ডিম অনেক ক্ষেত্রেই সুরক্ষিত থাকে।

🧖🏻‍♂️ :: হিন্দু ধর্ম ব্যতীত এই শিলা অপর কেউ পূজা করে??

🧍‍♂️:: মোধ্যযুগিও ইউরোপিয়ান রা মনে করত সাপ পেঁচিয়ে পাথর হয়ে গেছে, তাই তারা এই জীবাশ্ম কে বলত সর্প শিলা।

মধ্যে যুগের ইংল্যান্ড নিবাসিরা মনে করত উইথবির

 সাধু হিলডা তার প্রভাবে তৈরি করেছে এই সেরপেন্টস্টোন বা সর্প শিলা।

সাধু পেট্রিকের মহিমা বলেও অনেকে একে মনে করেন।

🧖🏻‍♂️ :: যাই বল এই উপায়ে এই পাথরে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে একে সংরক্ষণ করা হয়েছে।

🧍‍♂️:: হ্যাঁ, বালি মাফিয়া, পাথর মাফিয়ার হাত থেকে হয়ত রক্ষা পেয়েছে, কিন্তু অতীতের এই প্রস্তরীভুত দলিল চিৎকার করে শোনাচ্ছে বিবর্তনের ইতিহাস।

আদম ইভ বা মনু দিতি অদিতি নয়, সেই প্রটিস্টা থেকে এই সেপিয়েন্স অবধি যে ক্রমবিবর্তন তারই যেন উদাহরণ এরা। যুগে যুগে ভূরুপের কি পরিবর্তন হয়েছিল? খনিজ কি কি ছিল? আবহাওয়া কিরূপ ছিল? ধ্বংসের সেই সময়কার পরিবেশ ইত্যাদি গবেষণা করে বাড় করা সম্ভব এই জীবাশ্ম থেকে।

হয়ত তাই কোনো এক সময়ে একে সংরক্ষণের কথা উঠেছিল, এবং এখন যা স্থান পেয়েছে সিংহাসনে।

জ্ঞানভাণ্ডার আজ চন্দন চর্চিত বিল্য পত্র শোভিত, পুষ্পকরাজীতে নিমজ্জিত আঁধারে..............


কি মনে হয়??

জানান আপনার মতামত..........


বিষয় সাহায্যে

Biology of animals vol I

By 

Ganguli Sinha Adhikary

ছবি এবং অন্যান্য সাহায্যে

 অন্তর্জাল


















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব