পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খাওয়াখাইর খেয়ালে

ছবি
            🚢🐌🪱খাওয়াখাইর খেয়ালে🚢🐌🪱    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ "শিয়ালদহ দক্ষিণ শাখার মাঝারি ভীড় ভর্তি ট্রেনে হটাৎ করে পেল্লায় ঝুড়ি নিয়ে ঢুকে পড়ল এক মাঝারি মাপের মানুষ। ঝুড়ি ভর্তি কিলবিল করছে কাঁকড়া, বগিতে কলরব উঠল "এই নেমে যাও, এক্ষনি কাঁকড়া কামরার কানায় কানায় ছড়িয়ে পরবে"।  দুই হাত তুলে আশ্বস্ত করলেন বুদ্ধিমান ব্যবসায়ী, বললেন " কামড়াবে না কো, ঝুড়ির বাইরেই বেরুতে পারবেক না, ই গুলি হচ্ছে বাঙালি কাঁকড়া," ব্যাপারটি কি জানতে চাইলে তার মতামত,  একটি কাঁকড়া যখনই ঝুড়ির বাইরে বেরুতে চাইবে অমনি আরেকটি কাঁকড়া তার পা ধরে নামিয়ে দেবে, নিজেদের মধ্যে "খেওখেই" করে ঝুড়ির মধ্যেই এরা থাকবে।" গল্পটি বলে চায়ের কাপে চুমুক দিল দুলাল দলুই, পাশে বসা বৃদ্ধদের মধ্যে মৃদু গুঞ্জন উঠল.... 👴:: হ্যাঁ খাওয়াখাই তো চলছে, এ ওরটা খাচ্ছে ও এরটা খাচ্ছে...... 👴🏿:: খেয়ে প্রতিশোধ নেয়ার ব্যাপারে শুনেছ? 👴:: কিরকম? 👴🏿:: আগেকার দিনে কাঠের নাও, কাঠের জাহাজ। এছাড়াও জাহাজঘাটার অনেক অংশই কাঠের তৈরি। এই কাঠের কিছু অংশ থাকে জলে চোবানো। সেই ভেজা ভেজা কাঠে আশ্রয় নেয় এক

শ্বেত শোণিত সমুদ্র সৃষ্ট

ছবি
              🩸🩸💧শ্বেত শোণিত সমুদ্র সৃষ্ট💧🩸🩸          ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ রুই এর মাথাটি কাটার পর গল গল করে রক্ত বেড়িয়ে এল।  মেছো শান্তনু বলল " দ্যাকসেন এক্কেরে টাটকা" সেই মাছ কড়াই তে চাপানোর পর বোটকা গন্ধে ঘর ভরে গেল, সঙ্গে গিন্নির বাক্য তুফান ......... 🙎🏻‍♀️:: বলি একটা, একটা কাজ ভালো ভাবে করতে পারোনা? বলি চোখ কপালে তুলে বাজার করতে কে বলেছিল? বাজার থেকে যত আবর্জনা এনে ঘরে জড়ো করা, এই আবর্জনা আজ তোমাকেই গেলাবো.....➰➿➰➿➰➿। এক কাপ চায়ের অনেক আশা ছিল, বোধ হয় আর পাবো না.. 🤦🏿:: দেখো গিন্নি, টাটকা লাল রক্ত বেড় হতে দেখেছি, চোখ একটু সাদা ছিল কিন্তু....... আর এই রক্তই হল সব। জানো কি প্রায় সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল হয়, প্রায় বলছি এই কারণেই একধরনের স্বচ্ছ মাছ হয় মাথাটি রোগা,  আর এই রোগা মাথার জন্যেই এর নাম Leptocephalus লেপ্টোসেফালাস।  এদের লার্ভা দশায় রক্ত লোহিত কণিকা রোহিত হয়। যখন এরা বেড়ে উঠে ইল মাছে রূপান্তরিত হয় তখন এদের রক্ত লাল হয়। লালের ব্যাপারটায় আসি, রক্ত মূলত প্লাজমা বা ধাত্র এবং করপাসল বা কণিকা দ্বারা নির্মিত। কণিকা দের মধ্যে  ✔️শ্বেত রক্ত কণিকা ব