দ্বত্তাত্রেয় দ্বিজ দর্শন
🦜📿🧘দ্বত্তাত্রেয় দ্বিজ দর্শন🦜📿🧘 ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ বিভু ভটচায্যি বললেন... "ঋষি অত্রি ও তার স্ত্রী অনুসূয়ার পুত্র এই তিন নাথ ঠাকুর, যার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের তেজ রয়েছে। বাংলার বাইরে ইনি পূজা পান দ্বত্তাত্রেয় নামে" গ্রামের ক্ষয়িষ্ণু বড়লোক হালদার বাড়িতে আজ তিন নাথ ঠাকুরের পুজো, সেই উপলক্ষে পুরুহিত মশাই এই মাহাত্ম কীর্তন করছিলেন, এমন সময় স্বরূপ দার প্রবেশ...... 🧒🏿:: আচ্ছা আপনি বলতে চাইছেন তিনটি আলাদা জিন গত বৈশিষ্ট একটি দেহে ফেনোটাইপিক বৈশিষ্ট হয়ে উঠেছে? মানে বডি একটা তাতে তিনটি আলাদা ফেনোটাইপিক চরিত্রের সমাহার? 👳🏻♂️:: এই এলেন অর্বাচীন! জিন ফিন বুঝিনা বাপু, দেবের একই দেহে ত্রিদেবের উপস্থিতি, বোঝা গেল? পারবে তোমাদের বিজ্ঞান এমন টা করতে? 🧒🏿:: বিজ্ঞান কেন করতে যাবে? প্রকৃতিতে ঘটলে বিজ্ঞান তার ব্যাক্ষা খুঁজে বার করার চেষ্টা করবে। রাফ পাখির কথা জানেন? 👳🏻♂️:: জানতে হবে কেন? এইযে সাক্ষাৎ তুমি rough রাফ মানে রুক্ষ।উঁচুনিচু মনো না, যেখানে খুশি মন্তব্য করো, এক্কেবারে নরাধম নরকের কীট। 🧒🏿:: rough মানে রুক্ষ, সেই রাফ নয় ruff রাফ যেটি কিনা