দ্বত্তাত্রেয় দ্বিজ দর্শন

      



        🦜📿🧘দ্বত্তাত্রেয় দ্বিজ দর্শন🦜📿🧘

      ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

বিভু ভটচায্যি বললেন...

"ঋষি অত্রি ও তার স্ত্রী অনুসূয়ার পুত্র এই তিন নাথ ঠাকুর, যার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের তেজ রয়েছে। বাংলার বাইরে ইনি পূজা পান দ্বত্তাত্রেয় নামে"

গ্রামের ক্ষয়িষ্ণু বড়লোক হালদার বাড়িতে আজ 

তিন নাথ ঠাকুরের পুজো, সেই উপলক্ষে পুরুহিত মশাই এই মাহাত্ম কীর্তন করছিলেন, এমন সময় স্বরূপ দার প্রবেশ......

🧒🏿:: আচ্ছা আপনি বলতে চাইছেন তিনটি আলাদা জিন গত বৈশিষ্ট একটি দেহে ফেনোটাইপিক বৈশিষ্ট হয়ে উঠেছে?

মানে বডি একটা তাতে তিনটি আলাদা ফেনোটাইপিক চরিত্রের সমাহার?

👳🏻‍♂️:: এই এলেন অর্বাচীন! জিন ফিন বুঝিনা বাপু, দেবের একই দেহে ত্রিদেবের উপস্থিতি, বোঝা গেল?

পারবে তোমাদের বিজ্ঞান এমন টা করতে?

🧒🏿:: বিজ্ঞান কেন করতে যাবে? প্রকৃতিতে ঘটলে বিজ্ঞান তার ব্যাক্ষা খুঁজে বার করার চেষ্টা করবে।

রাফ পাখির কথা জানেন?

👳🏻‍♂️:: জানতে হবে কেন? এইযে সাক্ষাৎ তুমি rough রাফ মানে রুক্ষ।উঁচুনিচু মনো না, যেখানে খুশি মন্তব্য করো, এক্কেবারে নরাধম নরকের কীট।

🧒🏿:: rough মানে রুক্ষ, সেই রাফ নয়

 ruff রাফ যেটি কিনা ষোড়শ শতকে ব্যবহৃত কুঁচি-দেওয়া চওড়া গলবেষ্টনী বিশেষ 



সেই রাফ থেকে এই পাখির নাম ruff।

👳🏻‍♂️:: তাতে কি লাভ? 

🧒🏿:: আছে তাকে দ্বত্তাত্রেয় দ্বিজ বললে একটুও বাড়িয়ে বলা হবে না, যদিও এখানে দ্বিজ, পাখির সমার্থক শব্দ। কেন দ্বত্তাত্রেয়?

পুরুষ পাখির তিন রূপভেদ বর্তমান, অথচ একই গণ গোত্রের প্রজাতির তবুও দেখলে মনে হবে আলাদা রকম। যেমন...

🦜স্থানিক পুরুষ বা territorial male ::



নিজের এলাকা এবং বাসস্থান সম্পর্কে অনুগত ও সতর্ক।জনন ঋতুতে এদের গলার চারপাশে পালক গাঢ় কৃষ্ণ বা বাদামী বর্ণের কুঁচি-দেওয়া চওড়া গলবেষ্টনী আকারের হয়।



মোটামুটি ২৯--৩২ সেন্টিমিটার লম্বা এবং প্রশস্থ ডানার দৈর্ঘ্য ৫৪--৬০ সেন্টিমিটার।



জনন ঋতু চলে গেলে গয়নাও ঝরে পড়ে।

🦜মুখাপেক্ষী পুরুষ বা satellite male :: 



জনন ঋতুতে এদের গলার চারপাশে পালক সাদা বা ধূসর বর্ণের কুঁচি-দেওয়া চওড়া গলবেষ্টনী আকারের হয়। এরা স্থানিক পুরুষ অপেক্ষা ঈষদ ছোট ও হালকা হয়ে থাকে।



এদের বাসার ঠিকঠিকানা নাই, এলাকার রক্ষণাবেক্ষণের কোনো মাথা ব্যাথা নাই, এদের কাজ পরের ঘর ভাঙ্গা। একটু রূঢ় স্থানিক পুরুষের সঙ্গিনী ফুসলিয়ে অপহরণ এর অন্যতম একটি কাজ।

পরের স্ত্রী সন্মহণ ও মিথুনে বীজ রোপণ ব্যাস।

শুনতে অনেকটা দেবরাজ ইন্দ্রের চরিত্রের মত লাগছে না?

🦜:: স্ত্রীবেশী পুরুষ:: এদের স্ত্রী বলে ভ্রম হওয়া সম্ভব।



স্ত্রী পাখিকে বলা হয় রীভ Reeve। 





এটি মোটামুটি ২২--২৬ সেন্টিমিটার লম্বা এবং প্রশস্থ ডানার দৈর্ঘ্য ৪৬--৪৯ সেন্টিমিটার।



জনন ঋতুতে ধূসর বাদামী নিন্মাংশ, এবং কালচে ছোপ যুক্ত বুক।



ডিমে তা দেওয়া থেকে ক্ষুদে দের যত্ন, জননী রীভ তাতেই থাকে মগ্ন।



স্ত্রীবেশী পুরুষ রাফকে সঠিক ভাবে বর্ণিত করা হয় ২০০৬ সালে। 



এটি পুরুষ ও স্ত্রীর দৈর্ঘ্যের মাঝামাঝি আকারের হয়। এদের স্থানিক পুরুষ বা মুখাপেক্ষী পুরুষের মত pulmage বা জনন ঋতু পালকে বৈশিষ্ট লক্ষ্য করা যায় না। কিন্তু এদের অন্তঃস্থ অন্ড কোষ অন্যান্য পুরুষের তুলনায় আকারে অনেক বড় হয়।



এক্ষেত্রে বলে রাখা ভালো পাখিদের মধ্যে রাফেদের অণ্ডকোষ সবচাইতে বড় হয়।

 এদের, এই স্ত্রীবেশী পুরুষ রাফদেরকে বলা হয় faeder ফিডার।

পুরাতন ইংরেজি fæder কথা থেকে faeder কথাটি এসেছে যার অর্থ পিতা।



স্ত্রী রূপি হওয়ার দরুন এরা স্ত্রীদের দলে ভীড়ে যায় এবং সংগোপনে সহবাস সেরে নেয়।



রক্ষণশীল স্থানিক পুরুষ বা territorial male জানতেই পারেনা তার হারেমে বৃহন্নলা বেশে অর্জুনের উপস্থিতি।

👳🏻‍♂️:: ছিঃ ছিঃ, কি সব সঙ্গম, মৈথুন পাপাচার ।

তবু বলি দেখ কিভাবে সৃষ্টিকর্তা গড়েছেন এদের মানব জাতিকে শিক্ষা দিতে পুরুষের বেশে কারা ঘুরে বেড়ায় পরিশেষে....

🧒🏿:: পাপাচারের আর দেখেছেন কি?

দেখাগেছে স্থানিক পুরুষ অনেকসময় জেনেশুনেই ফিডারের সাথে পায়ু সঙ্গমে লিপ্ত হয়।

আবার স্ত্রী রীভ ফিডারদের যৌন সঙ্গী হিসেবে রেখে দেয়।

👳🏻‍♂️:: অশ্লীল অর্বাচীন অপগণ্ড....... এতে সৃষ্টি বিঘ্নিত হবে।

🧒🏿:: হচ্ছে না কেন সেইটেই তো প্রশ্ন,

ধারণা করা হয় প্রায় ৪০ লক্ষ বছর আগে এক জিনোমিক দুর্ঘটনা যার জেরে উদ্ভুত এক সুপারজিন

Supergene।




সুপারজিনের সংজ্ঞা হিসেবে বলা যায়

a group of linked genes acting as an allelic unit especially when due to the suppression of crossing-over।

অ্যালিল বলতে বোঝায় দুই বা ততোধিক সংস্করণ এর মধ্যে একটি জিন।



সুতরাং সংজ্ঞা অনুযায়ী বলতে গেলে সম্মিলিত জিনের সমষ্টি যারা একটি অ্যালিলের ন্যায় আচরণ করে বিশেষত তখন যখন কোষ বিভাজন কালে ক্রসিং ওভারের অপলাপ ঘটে।



যাই হোক এই সুপারজিনের আগমন এদের এই রূপ ভেদের কারণ হতে পারে।



Genomics জিনোমিক্স হল জিন বিদ্যার সেই শাখা যেখানে একটি প্রাণীর সম্পূর্ন DNA সজ্জা বা জিনোম ও তার পরিবর্তন ইত্যাদির উপর আলোচনা হয়।



তো এই বৃহন্নলা ফিডার দের ক্ষেত্রে হয়ত এমন হয়েছিল, সেই জিনোমিক দুর্ঘটনায় কোনো ক্রোমোজোমের ডি এন এ র একটি টুকরো কোনরকমে শৃঙ্খল চ্যুত হয়, এবং পরে হয়ত উল্ট সজ্জায় সংযোজিত হয়। এই বিপরীত সজ্জায় সজ্জিত ডি এন এ র কারণে হয়ত ফিডার দের এই বৈশিষ্ট।



এই বিপরীত সজ্জায় সজ্জিত ডি এন এ হয়ত ১০০ টি জিন ধারণ করে যা বংশানুক্রমে কার্যকরী এককের ভূমিকা নেয়।



হয়ত একটি বিরল recombination বা পুনর্মিলনে 

বিপরীত সজ্জায় সজ্জিত ডি এন এ এবং আসল সজ্জায় সজ্জিত ডি এন এ তে মিলন ঘটে ফলে উদ্ভুত হয় satellite male বা মুখাপেক্ষী পুরুষের।



সেই হিসেব মোতাবেক শুধু পুরুষে পার্থক্য কেন হবে,। স্ত্রীতেও হওয়া উচিত।

গবেষণা চলছে স্ত্রীতে কতটা প্রভাব ফেলে এই সুপারজিন বা অতিজিন।

👳🏻‍♂️:: পুরুষের তিন রূপ, একই দেহে নয় যদিও!



🧒🏿:: কিন্তু পরিযায়ী প্রকৃতির প্রত্যেকটি রাফ বহন করছে কমসেকম একটি অতিজিন যা ঘটায় এই পার্থক্য,



তাই এদের নাম দিয়েছি দ্বত্তাত্রেয় দ্বিজ যদিও



 বিজ্ঞান সম্মত নাম Philomachus pugnax, বা Calidris pugnax।

টিং টিং টিং টিং

ঘণ্টাধ্বনি সহ পূজা পুনরায় আরম্ভ হল।



কিন্তু প্রকৃতির এই পুরুষ প্রভেদ কেমন লাগল?

কি প্রশ্ন বয়ে নিয়ে এল মনে?




তথ্য সাহায্যে

https://phys.org/news/2022-03-bird-joy-sorrow.html।

https://www.thainationalparks.com/species/ruff

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়