Epilepsy Episode 5
👁️🗨️👁️🗨️👁️🗨️ অসহনীয় অপস্মার পঞ্চম ভাগ👁️🗨️👁️🗨️👁️🗨️ অতিবিরক্তিকর দীর্ঘ চারটি পর্বে আলোচনা করা গেল মৃগীর প্রকারভেদ এবং সম্ভাব্য কারণ গুলি সম্পর্কে। মৃগীতে একটি ঘটনা পর্যবেক্ষণ করা যায় সেটি হল খিঁচুনি বা convulsions। কথা হল এই convulsions বা খিঁচুনি হয় কিভাবে? খিঁচুনি এমন একটি শারীরিক অবস্থা যেখানে দেহ পেশী দ্রুত ও অনবরত সংকুচিত প্রসারিত হয় ফলাফল অনিয়ন্ত্রিত ঝাঁকুনি। মৃগীর ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ঝাঁকুনি বা convulsions কে বলা হয় seizures তথা খিঁচুনি। মস্তিষ্কের অসঙ্গত বৈদ্যুতিক কার্যকলাপ যা দেহের কিছু অংশ বা সমগ্র দেহের সংযোগ বিচ্ছিন্ন করে, ফলাফল seizures তথা খিঁচুনি। . ✓উদ্দীপক অ্যামাইনো অ্যাসিড প্রণালীর অতিসক্রিয়তা, ✓ GABAA রিসেপ্টর-মধ্যস্থতায় ঘটা স্নায়ু পরিবহনের অপর্যাপ্ততা, এবং ✓স্নায়ু পর্দার স্বকীয়তায় ব্যাঘাত seizures তথা খিঁচুনির গুরুত্বপূর্ন কর্যগুলির মধ্যে অন্যতম। [Hyperactivity of excitatory amino acid systems, insufficient GABAA receptor-mediated neurotransmission, and disturbances in intrinsic properties of neuronal membranes are still regar