পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হর্ষ-বিষাদ বিবরণী

ছবি
  😆😆😞☹️হর্ষ-বিষাদ বিবরণী 😆😞😆😞 ↑↓↑↓↓↑↓↓↑↓↑↓↓↑↓↓↑↓↓↑↓↓↑↓↑↓↑↓↓↑↓↓↑↓ সুখেও কেদে ওঠে মন এমনো হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু নয়ন সুখেও কেদে ওঠে মন সত্যিই তো, দুঃখে কাঁদবে সুখে হাসবে, বিপরীত কেন হবে? 😆😆😆আগে বলাযাক মানুষ হাসে কেন? বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা (stimuli) মস্তিষ্কের হাইপোথ্যালামাস এবং প্রভুগ্রন্থি পিটুইটারি থেকে ক্ষরণ করায় জৈব রসায়ন endorphin এন্ডোরফিন । এই এন্ডোরফিন হরমোনের অপর নাম feel-good hormone সুখী হরমোন। ব্যাথা (শরীরের বা মনের) কমাতে এই এন্ডোরফিনের ভূমিকা অশেষ। আধুনিক স্নায়ু শরীরবিদগণের মতে মস্তিষ্কের ventromedial prefrontal cortex (vmPFC) অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সের সন্মুখ ভাগের (prefrontal cortex (PFC) is the cerebral cortex covering the front part of the frontal lobe) অন্তর্বর্তী স্থানে সক্রিয়করণ তথা activation কারণ হয় এন্ডোরফিন হরমোনের অপর নাম feel-good hormone সুখী হরমোন ক্ষরণের। গবেষণায় আরো দেখা গেছে লিম্বিক সিস্টেমের অংশ বিশেষ এই হাসির সঙ্গে জড়িত। প্রসঙ্গত উল্লেখ্য এই limbic system লিম্বিক সিস্টেম মানব মস্তিষ্কের এক আদিমতম অংশ যা মানুষের বিভি

sex shifting

ছবি
            ♀️♂️♀️♂️ ....স্বত্বা অবস্থান্তর...♀️♂️♀️♂️         ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆ এমন কোনো প্রাণী আছে যারা পরিবর্তন করতে পারে নিজের স্বত্বা কে? এমনটি সম্ভব পুরুষ হয়ে জন্মালো বড় হয়ে নারী হল? কিম্বা উল্টোটা? কল্পনার ড্রাগন কি বাস্তবে হয়? যদি বলি উত্তর হ্যাঁ, বিশ্বাস হবে কি? হ্যাঁ, রত্নাকর এই জীবের বাসা। এমনিতে এদের নাম ফিতে ঈল Ribbon eel। তবে নাকের উপরে থাকা অদ্ভুত আকারের জন্যে এর অপর নাম leaf-nosed moray eel পাতা নাকের মোরে ঈল। একে Bernis eel নামেও ডাকা হয়। Bernis অর্থ strong and brave bear সাহসী শক্তিশালী ভাল্লুক। বিজ্ঞান সম্মত নাম Rhinomuraena quaesita। মুখ ফস্কে মোরে ঈল বলিনি মোটেই। এরা মোরে ঈলের একটি প্রজাতি। মোরে ঈলের সংক্ষিপ্ত পরিচয় নিম্নরূপ   মোরে ঈল মাছ একটি শিকারী মাছ যা আকারে প্রায় সাপের মতো । উদাহরণস্বরূপ বলা যায়, একটি শক্তিশালী সর্পিল দেহ তাদেরকে কেবলমাত্র জলের ভিতর স্বাচ্ছন্দ্যে চলতে দেয় না, পাশাপাশি সরু সংকীর্ণ শিলার খাঁজে লুকিয়ে রাখতে সাহায্য করে। তাদের চেহারা বেশ ভয়ঙ্কর , একটি বিশাল মুখ এবং ছোট চোখ, শরীরের উপর দিক সামান্য চ্যাপ্টা হয়। দাঁতগুলি তীক্ষ