sex shifting

     


      ♀️♂️♀️♂️ ....স্বত্বা অবস্থান্তর...♀️♂️♀️♂️

        ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

এমন কোনো প্রাণী আছে যারা পরিবর্তন করতে পারে নিজের স্বত্বা কে?

এমনটি সম্ভব পুরুষ হয়ে জন্মালো বড় হয়ে নারী হল? কিম্বা উল্টোটা?

কল্পনার ড্রাগন কি বাস্তবে হয়?

যদি বলি উত্তর হ্যাঁ, বিশ্বাস হবে কি?

হ্যাঁ, রত্নাকর এই জীবের বাসা।

এমনিতে এদের নাম ফিতে ঈল Ribbon eel।

তবে নাকের উপরে থাকা অদ্ভুত আকারের জন্যে এর অপর নাম leaf-nosed moray eel পাতা নাকের মোরে ঈল।



একে Bernis eel নামেও ডাকা হয়। Bernis অর্থ

strong and brave bear সাহসী শক্তিশালী ভাল্লুক।

বিজ্ঞান সম্মত নাম

Rhinomuraena quaesita।



মুখ ফস্কে মোরে ঈল বলিনি মোটেই।

এরা মোরে ঈলের একটি প্রজাতি।

মোরে ঈলের সংক্ষিপ্ত পরিচয় নিম্নরূপ  

মোরে ঈল মাছ একটি শিকারী মাছ যা আকারে প্রায় সাপের মতো । উদাহরণস্বরূপ বলা যায়, একটি শক্তিশালী সর্পিল দেহ তাদেরকে কেবলমাত্র জলের ভিতর স্বাচ্ছন্দ্যে চলতে দেয় না, পাশাপাশি সরু সংকীর্ণ শিলার খাঁজে লুকিয়ে রাখতে সাহায্য করে। তাদের চেহারা বেশ ভয়ঙ্কর , একটি বিশাল মুখ এবং ছোট চোখ, শরীরের উপর দিক সামান্য চ্যাপ্টা হয়।



দাঁতগুলি তীক্ষ্ণ এবং লম্বা দীর্ঘ, তাই মাছের মুখ প্রায় কখনও বন্ধ হয় না।


মোরে ঈল moray eel এই নাম পেল কিভাবে?



পর্তুগিজ শব্দ moreia মরিয়া থেকে লাতিন শব্দ mureana মরিনা শব্দটির উদ্ভব যার অর্থ সামুদ্রিক ঈল।


এদের প্রায় ২০০ টি প্রজাতি বিদ্যমান।

উদাহরণ স্বরূপ ধরা যাক 


Anarchias seychellensis, যাদের প্রশান্ত এবং ভারত মহাসাগরের প্রবাল প্রাচীর সংলগ্ন অঞ্চলে পাওয়া যায়।আরো কিছু বৈশিষ্ট্য বলতে গেলে

মোরে ঈল গুলিতে আঁশ থাকে না এবং আবাসস্থলের উপর নির্ভর করে তাদের রঙ পৃথক হতে পারে। বেশিরভাগ ব্যক্তির নীল এবং হলুদ-বাদামী বর্ণের উপস্থিতিগুলির সাথে বৈচিত্র্যযুক্ত রঙ থাকে তবে একেবারে সাদা মোরে ঈল মাছও রয়েছে।



যেমন spotted moray বা তিলকিত মোরে।

তবে এদের মধ্যে অনেকে দুধ সাদা হতে পারে।

বিজ্ঞান সম্মত নাম Gymnothorax moringa।



তাদের নিজস্ব রঙের অদ্ভুততার কারণে, মোরে ঈল গুলি পুরোপুরি নিজেকে ছদ্মবেশে লুকিয়ে ফেলতে সক্ষম হয়, অনবদ্যভাবে পরিবেশের সাথে মিশে যায়। মোরে ঈল গুলির ত্বক সমানভাবে শ্লেষ্মার একটি বিশেষ স্তর দিয়ে আচ্ছাদিত, যা পরজীবী রোহিত তথা অ্যান্টিপ্যারাসিটিক বৈশিষ্ট্যযুক্ত।


∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

এইবার Rhinomuraena গণের একমাত্র সদস্য 

Rhinomuraena quaesita তথা leaf-nosed moray eel পাতা নাকের মোরে ঈলের প্রসঙ্গে আসা যাক।

হ্যাঁ চীনের কল্প জীব ড্রাগনের মত দেখতে এরা।



থাকে ভারত প্রশান্ত মহাসাগরের বিভিন্ন প্রবাল প্রাচীর সংলগ্ন এলাকায়, পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে জাপানের দক্ষিণাংশ পর্যন্ত।

জনন বিজ্ঞান অনুযায়ী উভলিঙ্গ তথা hermaphrodite হারমাফ্রোডাইট বলতে বোঝায় 

পুং ও স্ত্রী উভয় জননাঙ্গের উপস্থিতি এবং প্রয়োজনে জনন কোষ উৎপাদনের ধারণাশক্তি।

[ an animal or plant having both male 

and female reproductive organs, structures, or tissue ]

অর্থাৎ দুই স্বত্বার সহাবস্থান।

এই উভলিঙ্গ প্রাণীদের মধ্যে কিছু প্রাণী রয়েছে যারা  

অনুক্রমিক উভলিঙ্গতা প্রকাশ করে।

Sequential hermaphroditism অনুক্রমিক উভলিঙ্গতা এমন এক যৌণ বৈশিষ্ট্য যেখানে প্রাণী তার জীবনকালের এক পর্যায়ে পৌঁছে নিজের লিঙ্গ gender পরিবর্তন করে। 

প্রসঙ্গত প্রশ্ন আসতেই পারে, 

উদ্ভিদে এটি হামেশাই হয়, এতে আর নতুন কি?

উদ্ভিদবিদ্যায় এই ঘটনাকে dichogamy বলা হয়।

বিষমপরিণতি তথা dichogamy বলতে 

উভলিঙ্গ উদ্ভিদে পুং ও স্ত্রী জননাঙ্গ আলাদা সময়ে গঠিত হওয়া যাতে স্ব নিষেক (self-fertilization) না ঘটে।

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

প্রাচীন গ্রিক শব্দ δίχα (díkha, “in two, asunder; differently, oppositely বিপরীত”) +‎ -gamy

প্রাচীন গ্রিক শব্দ γάμος (gámos) অর্থ বিবাহ।


যাই হোক প্রাণীর ক্ষেত্রে

Sequential hermaphroditism অনুক্রমিক উভলিঙ্গতা ৩ রকম হতে পারে।

♂️♀️পুং থেকে নারী male to female (protandry or protandrous hermaphroditism)।

androus শব্দটি এসেছে লাতিন শব্দ -andrus থেকে অর্থ “male.” পুরুষ। Prot কথাটি proto থেকে অর্থ পূর্বে।

সুতরাং পূর্বে পুরুষ।

♂️♀️স্ত্রী থেকে পুং female to male (protogyny or protogynous hermaphroditism)

গাইনী gyne কথাটি স্ত্রী এর সঙ্গে সম্পর্কযুক্ত।

♀️<←→>♂️ দ্বিমুখী bidirectional (serial or bidirectional hermaphroditism).

উদাহরণ Gobiodon (clown gobies সং গবি মাছ)।


আমাদের এই পাতা নাকের মোরে ঈল পুং থেকে নারী অনুক্রমিক উভলিঙ্গতা male to female (protandry or protandrous hermaphroditism) দেখায়। জন্মে এরা পুরুষ তারপর বড় হলে দেহবর্ণ হয় পীতাভ এবং এটি স্ত্রীতে পরিণত হয়।

কিন্তু কেন???

এরা ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং বাঁচতে পারে ২০ বছর অবধি, কিন্তু স্ত্রী পাতা নাকের মোরে ঈল সঙ্গমের পর গর্ভবতী হয়ে ডিম পাড়ে এবং এক মাসের মধ্যেই মারা যায়।

স্ত্রী মোরে ঈলের এ হেন ক্ষুদ্র জীবনকাল এদের অস্তিত্ব সংকটাপন্ন করতে পারে।



উপায়, পুরুষ থেকে নারী হও, 

মায়ের দায়িত্ব স্কন্ধে লও।



যদিও এ বিষয়ে আরো বিস্তর গবেষণা চলছে।

এদের রহস্যময় জীবনের আরো নতুন অধ্যায় উন্মোচিত হবে আসা করা যায়।


এইবার প্রশ্ন মানব সমাজের কাছে.....

ক্রমবর্ধমান কন্যা ভ্রূণ হত্যা যদি একদিন মানবীর সংখ্যা কমিয়ে দেয়, মানব কি অনুক্রমিক উভলিঙ্গতার পথে হাঁটবে?


কি মতামত আপনাদের??


তথ্য সাহায্যে

Biology of animals vol I

Ganguly Sinha Adhikari


অন্যান্য সাহায্যে

অন্তর্জাল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার