পোস্টগুলি

রাঙিয়ে রঙিন পর্ব১

ছবি
                    🌈🌈🔬রাঙিয়ে রঙিন🌈🌈🔬                                 পর্ব১ 🔺🔻🔹🔹🔹🔹🔻🔺🔺🔻🔹🔻🔹🔺 নানা রঙের আয়োজনে দোল উৎসব, নানা রঙের আবির যেমন আছে তেমনি ইটকিলে পাটকিলে রঙের সমাহার।একটিবার রাঙিয়ে নিলে আপাদমস্তক অন্য মানুষে পরিণত হবে, তখন তাকে চেনাই দায়। অথচ এই রং করেই যদি চেনার উপায় থাকে তবে? আবোল তাবোল মনে হচ্ছে? আরে রং লাগলে স্বাভাবিক থাকবে কোথায় সবতো কিম্ভুতকিমাকার দেখাবে, তবে? আসুন আজ রাঙিয়ে দিয়ে চিনে নেবার জগতের এক রঙচঙে সফরের জন্যে প্রস্তুত হই। 1590 সালে, দু'জন ডাচ চশমা নির্মাতা জ্যাকারিয়াস জানসেন Zacharias Janssen এবং তার ছেলে হান্স একটি নলের দুই প্রান্তে বেশ কয়েকটি লেন্স ব্যবহার করার সময় আবিষ্কার করেছিলেন যে নিকটবর্তী বস্তুগুলি বড় আকারে বর্ধিত হয়েছে।  এটি যৌগিক মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ বা টেলিস্কোপের অগ্রদূত ছিল। এরপর গবেষণা যতই এগিয়েছে ক্ষুদ্র প্রায় অদৃশ্য ক্রমে দৃশ্যমান হয়েছে। তো ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তু দৃষ্টিগোচর তো হল, কিন্তু মুশকিল হল সেইসব বস্তুর ক্ষেত্রে যারা প্রায় পারদর্শী বা স্বচ্ছ। বস্তুটি আছে কিন্তু তার ভিতর ক

জল কুরঙ্গ जानकारी

ছবি
          🦌🦌🦌জল কুরঙ্গ जानकारी🦌🦌🦌 "বিহঙ্গ মানে যেমন পাখি, কুরঙ্গ শব্দের অর্থ হরিণ" অঙ্কের ঝিমুনি ধরা প্রথম পিরিয়ডের পর  অর্ধেন্দু স্যারের জীবন বিজ্ঞান ক্লাস।  আর অর্ধেন্দু স্যার মানেই নতুন গল্পের খোঁজ। সুতরাং ক্লাস শুদ্ধু সবার আবদার গল্প বলার। তাই স্যার শুরু করলেন এইভাবে......... 🧑‍🏫:: জলহস্তী যেমন হাতি নয় তেমনি জল কুরঙ্গ জলে থাকে না বরং থাকে ডাঙায় কখনো কখনো জলা জায়গায়। 👨‍👨‍👦:: জল হরিণ, কি সেটা? কোথায় পাওয়া যায়? কেমন দেখতে? 🧑‍🏫:: বড় আজব জানোয়ার এই জল হরিণ বা  water deer, বুঝলি, মাথায় শিং নেই মুখে আছে মাংসাশী প্রাণীদের মত বড় কুকুরে দাঁত, ইংরেজ সাহেবরা তো নামই দিয়ে ফেললেন রক্তচোষা হরিণ বা vampire deer। মোটামুটি দেখলে এদের মিল অনেকটা কস্তুরী মৃগের সঙ্গে মেলে। কস্তুরী মৃগ করা বলত আরে যে প্রজাতির পুরুষ হরিণে জননাঙ্গ ও নাভির মাঝামাঝি থলেতে সুগন্ধি কস্তুরী গ্রন্থি থাকে। এদেরও কুকুরে দাঁত বা ক্যানাইন দুটি বড় এবং নিচের দিকে বাঁকানো। জীববিজ্ঞানীরা বলেন এরা নাকি সত্যিকারের হরিণ নয় বরং এদের মিল bovidae বোভিডি পরিবারের সাথে বেশী, যেই পরিবারে গরু ভেড়া মোষ ইত্যা