রূপকথা রাজ্যের রোগকথা

🧟🧟♀️🧟♂️রূপকথা রাজ্যের রোগকথা👻🧟♂️🧟 🔺🔻🔺🔻🔹🔹🔹🔹🌙🌛🌝 বইমেলা থেকে গুটিকয়েক বই কিনেছে ছোট্ট পূপুন, তারমধ্যে রঙচঙে মলাটের Alice in Wonderland অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটি বেশ প্রিয়। প্রতি রাতে তাই সেটি পরে শোনানো চাই মায়ের। সঙ্গে অজস্র প্রশ্ন 🧒 :: আত্তা মাম্মাম, ত্তত্তী কি অ্যালিত ওই যাদু জাগায় গিয়েতিল? 🤱:: না রে পূপু, এটা একটা গল্প যা ১৮৬৫ সালে ছোটদের লেখক Lewis Carroll লুইস ক্যারোল সাহেব লিখেছিলেন। আমাদের দেশের সুকুমার রায়ের আবোল তাবোল দেশের মতোই ওটি এক কল্পনার দেশ যার অস্তিত্ব হয় না। 🧒:: আত্তা, ওই তাদা খর্গোত মানুত দেত্তে পায়? 🤱:: সাদা খরগোশ তো কল্পনার এক জানোয়ার যে ওই কল্প জগতে নিয়ে গিয়েছিল অ্যালিসকে। তবে একটি বিরল থেকে বিরলতর রোগ আছে যাতে মানুষ দেখে ওই কল্পনা রাজ্যের জিনিসপত্র জীবজন্তু। 🧒:: তালে আদ ওই রোগের গল্প বল.... 🤱:: গল্পে ঢোকার আগে জানতে হবে আমরা দেখে বুঝি কিভাবে যে কোনটা কি? উপলব্ধি বা perception হল ইন্দ্রিয় লব্ধ যে তথ্যগুলি পাওয়া গেল তা বিচার এবং বিশ্লেষণ এবং অবশেষে সনাক্তক...