পোস্টগুলি

রূপকথা রাজ্যের রোগকথা

ছবি
      🧟🧟‍♀️🧟‍♂️রূপকথা রাজ্যের রোগকথা👻🧟‍♂️🧟           🔺🔻🔺🔻🔹🔹🔹🔹🌙🌛🌝 বইমেলা থেকে গুটিকয়েক বই কিনেছে ছোট্ট পূপুন, তারমধ্যে রঙচঙে মলাটের Alice in Wonderland অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটি বেশ প্রিয়। প্রতি রাতে তাই সেটি পরে শোনানো চাই মায়ের। সঙ্গে অজস্র প্রশ্ন 🧒 :: আত্তা মাম্মাম, ত্তত্তী কি অ্যালিত ওই  যাদু জাগায় গিয়েতিল? 🤱:: না রে পূপু, এটা একটা গল্প যা ১৮৬৫ সালে ছোটদের লেখক Lewis Carroll লুইস ক্যারোল সাহেব লিখেছিলেন।  আমাদের দেশের সুকুমার রায়ের আবোল তাবোল দেশের মতোই ওটি এক কল্পনার দেশ যার অস্তিত্ব হয় না। 🧒:: আত্তা, ওই তাদা খর্গোত মানুত দেত্তে পায়? 🤱:: সাদা খরগোশ তো কল্পনার এক জানোয়ার যে ওই কল্প জগতে নিয়ে গিয়েছিল অ্যালিসকে। তবে একটি বিরল থেকে বিরলতর রোগ আছে যাতে মানুষ দেখে ওই কল্পনা রাজ্যের জিনিসপত্র জীবজন্তু। 🧒:: তালে আদ ওই রোগের গল্প বল.... 🤱:: গল্পে ঢোকার আগে জানতে হবে আমরা দেখে বুঝি কিভাবে যে কোনটা কি? উপলব্ধি বা perception হল ইন্দ্রিয় লব্ধ যে তথ্যগুলি পাওয়া গেল তা বিচার এবং বিশ্লেষণ এবং অবশেষে সনাক্তকরণ।  লাতিন শব্দ percepio কথাটির অর্থ হল “receivin

ক্ষণজন্মা খাই খাই খুড়ো

ছবি
    🍲🥗🥘ক্ষণজন্মা খাই খাই খুড়ো🍲🥗🥘             🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 ভোজ বাড়িতে খগেন খাসনবিশের খাওয়া দেখা এক আকর্ষণীয় ব্যাপার। ঐতো সিরিঙ্গি মার্কা তাল পাতার সেপাইয়ের মত চেহারা,  কিন্তু পেট না ব্ল্যাকহোল বোঝা দুষ্কর। আড়াই কেজি খাসির মাংস অনুসঙ্গিক সব কিছুর সাথে খাবার পর চল্লিশটি রসগোল্লা যখন গলোদ্ধকরণ করে, সে দৃশ্য দেখে একবার এক বরযাত্রী ভিরমি খেয়ে পরে গিয়েছিল। হারু দার চায়ের দোকানে এই আলোচনাই করছিল বিশ্বজিৎ বিশ্বাস,  রসায়ন রসিক সমীর ঘোষ একটু মুচকি হেসে বললেন........ 🧒🏿:: অসম্ভব কিছুই নয়, এত সামান্য ব্যাপার, এমনও হয় যেখানে ক্ষুধা কখনোই মেটে না, সব সময় মনে হয় খাই খাই। 🧑🏻‍🦱:: কেন? পেট ভরলেই খিদা মিটবে, তখন খেলে বমি হয়ে যাবে যে। 🧒🏿:: তাহলে জানতে হবে ক্ষিদে পায় কেন? মোটামুটি দুই ঘণ্টা যখন পাকস্থলী ফাঁকা থাকে তখন এটি সংকোচনের মাধ্যমে অবশিষ্ট খাদ্যাবশেষ ক্ষুদ্রান্ত্র প্রেরণ করে। ঠিক এই সময় আমাদের পেট গুরগুড় করে, এই গুরগুড়ানিকে বলা হয় borborygmus ববরিগমাস। প্রাচীন গ্রিক শব্দ βορβορυγμός (borborygmós) বহু হাত ঘুরে এই ববরিগমাস কথাটি তৈয়ার করেছে। মোদ্দা কথা হল পেট