রূপকথা রাজ্যের রোগকথা
🧟🧟♀️🧟♂️রূপকথা রাজ্যের রোগকথা👻🧟♂️🧟
🔺🔻🔺🔻🔹🔹🔹🔹🌙🌛🌝
বইমেলা থেকে গুটিকয়েক বই কিনেছে ছোট্ট পূপুন, তারমধ্যে রঙচঙে মলাটের Alice in Wonderland অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটি বেশ প্রিয়।
প্রতি রাতে তাই সেটি পরে শোনানো চাই মায়ের।
সঙ্গে অজস্র প্রশ্ন
🧒 :: আত্তা মাম্মাম, ত্তত্তী কি অ্যালিত ওই
যাদু জাগায় গিয়েতিল?
🤱:: না রে পূপু, এটা একটা গল্প যা ১৮৬৫ সালে ছোটদের লেখক Lewis Carroll লুইস ক্যারোল সাহেব লিখেছিলেন।
আমাদের দেশের সুকুমার রায়ের আবোল তাবোল দেশের মতোই ওটি এক কল্পনার দেশ যার অস্তিত্ব হয় না।
🧒:: আত্তা, ওই তাদা খর্গোত মানুত দেত্তে পায়?
🤱:: সাদা খরগোশ তো কল্পনার এক জানোয়ার যে ওই কল্প জগতে নিয়ে গিয়েছিল অ্যালিসকে।
তবে একটি বিরল থেকে বিরলতর রোগ আছে যাতে মানুষ দেখে ওই কল্পনা রাজ্যের জিনিসপত্র জীবজন্তু।
🧒:: তালে আদ ওই রোগের গল্প বল....
🤱:: গল্পে ঢোকার আগে জানতে হবে আমরা দেখে বুঝি কিভাবে যে কোনটা কি?
উপলব্ধি বা perception হল ইন্দ্রিয় লব্ধ যে তথ্যগুলি পাওয়া গেল তা বিচার এবং বিশ্লেষণ এবং অবশেষে সনাক্তকরণ।
লাতিন শব্দ percepio কথাটির অর্থ হল “receiving, collecting, action of taking possession, apprehension with the mind or senses”. মানে গ্রহণ, সংগ্রহ, তথ্য অধিগ্রহণ, এবং মানসিক বিশ্লেষণ ও উপলব্ধি।
একটি বড়দের চলচিত্র ছিল প্রায় একই নামে inception ইনসেপশন, তার মানে আবার সুত্রপাত বা শুরু করা।
কি বলতে কি বলছি!
ঐযে উপলব্ধি বা perception বলছিলাম,
একটা উদাহরণ দিই,
আলো চোখের রেটিনাতে এসে পৌঁছাল, সেই তথ্য পৌঁছে গেল মগজে, মগজ তার বিশ্লেষণ করল এবং জানিয়ে দিল বস্তুটি এই। এইভাবে আমরা বস্তুটি শুধু দেখতেই পেলাম না, বস্তুটি সম্পর্কে ধারণাও হল।
তো এই উপলব্ধিতে যদি গড়বড় হয় তবে???
🧒:: তবে তি আমলা জাদুর জীব দেতব?
🤱:: ১৯৫৫ সালে এক ইংরেজ মনোরোগ বিশেষজ্ঞ নাম John Todd জন টড সাহেব সামনে আনলেন এক সমস্যার বিবরণ।
সমস্যাটির নাম ওই গল্পবইয়ের নামের সাথে মিল আছে।
Alice in Wonderland syndrome
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম সংক্ষেপে AIWS। সাহেবের নাম অনুসারে এই রোগের অন্যতম নাম Todd's syndrome বা টডের লক্ষণসমষ্টি।
হ্যাঁ সিনড্রোম বলতে বোঝায় সাধারণত শরীর বা মনের অস্বাভাবিক অবস্থা নির্দেশক লক্ষণসমষ্টি বা
লক্ষণসন্নিপাত।
তবে মনোবিজ্ঞানের ভাষায় একে বলে
Lilliputian hallucinations বা বামন অমূলপ্রত্যক্ষ বা ক্ষুদ্রকায় অলীক দর্শন।
দৃষ্টি বিজ্ঞানে এর একটি নাম আছে dysmetropsia ডিসমেট্রোপসিয়া, কি সেটা?
এমন এক দৃষ্টি বিভ্রম যেখানে বস্তু যেটি দেখছি তার আকার আয়তন ইত্যাদি সম্পর্কে বিভ্রান্তি জাগে।
🧒:: গল্পের তাতে মিল নাই নাই.....
🤱:: আছে পুপূ আছে, আচ্ছা গল্পে কি আছে ছোট্ট খরগোশের পিছু নিয়ে অ্যালিস গাছের ফোকর দিয়ে পৌঁছে গেল এক আজব দেশে। যেখানে বিড়ালে কথা কয়, আর সে ওই দেশের লাল রানী কে হারিয়ে দেবে তাই তো।
এইবার দেখাযাক এই রোগে কি কি হয়
👁️ মানুষ তার সামনে থাকা বস্তুকে দেখে ছোট্ট একটুকু,
যাকে বলে Micropsia মাইক্রোপসিয়া।
যেমন সামনে থাকা চেয়ারটি দেখল খেলনা চেয়ারের মত ছোট্ট।
👁️ মানুষ তার সামনে থাকা বস্তুকে দেখে ইয়া বড়,
যেন দৈত্য, যাকে বলে Macropsia ম্যাক্রোপসিয়া।
👁️ মানুষ তার দূরে থাকা বস্তুকে দেখে কতইনা কাছে, যাকে বলে Pelopsia পেলোপসিয়া।
👁️ মানুষ তার সামনে থাকা বস্তুকে দেখে কত দূরে রয়েছে সে, যাকে বলে Teleopsia টেলিপসিয়া।
তবে শুধু দৃষ্টি ভ্রান্তিই যে হবে তা কিন্তু নয়
স্পর্শ শ্রবণ এবং সময়জ্ঞান বিভ্রান্তি এক্ষেত্রে দেখা যায়।
এছাড়াও যে যে সমস্যা হয় তার মধ্যে
😢 migraine মাইগ্রেন বা আধকপালে বেদনা
😢 Ataxia অ্যাটাক্সিয়া বা loss of muscle control বা পেশী অনিয়ন্ত্রণ,
😢loss of coordination লস অফ কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন ক্ষমতা হারানো।
😢সময়জ্ঞান বিভ্রান্তি বা time distortion
অর্থাৎ সময় ঢিমে তালে নয় দুরন্ত গতিতে চলছে বলে মনে হয়।
🧒:: ওলে বাবালে! এমন রোগ কেন হয় মাম্মাম?
🤱:: দেখ পুপূ, এটি বিরল থেকে বিরলতর রোগ তাই অনেক গবেষণার প্রয়োজন আছে,
তবে দেখা গেছে
🤕 কিছু জীবাণু ঘটিত রোগ যেমন
Epstein–Barr virus এপস্টাইন বার ভাইরাস,
Varicella zoster virus বা জল বসন্ত ভাইরাস,
Zika virus জিকা ভাইরাস,
Plasmodium falciparum প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামক প্রোটোজোয়া,
মাইকোপ্লাজমা নিউমোনিয়া Mycoplasma pneumonia নামক ব্যাক্টেরিয়া
আক্রান্ত মানুষের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এই
Alice in Wonderland syndrome সংক্ষেপে AIWS
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোমে আক্রান্ত হতে দেখা গেছে।
২০২১ এ এই তথ্য উঠে আসলেও আসল কারণ এখনো সঠিকভাবে নির্ণয় সম্ভব হয় নি।
🤕 কিছু বিশেষজ্ঞের বিশ্বাস दिमाग में 'केमिकल लोचा বা মস্তিষ্কে তড়িৎ ক্রিয়ার ফলে অস্বাভাবিক রক্ত প্রবাহের কারণে এটি হতে পারে।
🤕 migraine মাইগ্রেন বা আধকপালে বেদনার সাথে এর একটি সম্পর্ক আছে কিন্তু কার্যকারণ অধরা।
🤕 জিন গত ত্রুটি হতে পারে কিন্তু কোন জিন জানা নেই।
🤕 migraine মাইগ্রেন বা আধকপালে বেদনার জন্যে এবং মৃগী বা epilepsy এপিলেপসির জন্যে ব্যবহৃত Carbonic anhydrase inhibitor কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটার হিসেবে ব্যবহৃত Topiramate টপিরামেট ওষুধটির সাথে AWS এর সম্পর্ক রয়েছে বলে কিছু বিশেষজ্ঞ মনে করেন।
🤕 শিশুরা এই রোগে বেশি ভোগে বড় দের চেয়ে,
কিন্ত কেন কে জানে?
আচ্ছা পূপুন কি মনে হয় বলত লুইস ক্যারোল সাহেবের বা তার গল্পের চরিত্র অ্যালিসের কি এই রোগ ছিল???
ছোট্ট পূপুন ততক্ষণে ঘুমিয়ে কাদা, মন চলে গেছে স্বপ্ন রাজ্যের কল্প জগতে।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
আচ্ছা এই
বিরল থেকে বিরলতর রোগ AWS সম্পর্কে আপনাদের কি মতামত?
সাধারণ হ্যালুসিনেশনের সাথে এর পার্থক্য কোথায়?
কেন হয় এই অসুখ?
কি করে সারতে সমর্থ হবে রুগী?
বিষয় সাহায্যে
Human anatomy and physiology
By Ross and Wilson
ছবি ও অন্যান্য সাহায্যে
অন্তর্জাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন