সর্বনাশা সর্প নেশা পর্ব ২
🐍🐍👅সর্বনাশা সর্প নেশা🐍🐍👅 পর্ব ২ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 'যখন নেশায় আমার রাস্তা টলে কেউ আমাকে মাতাল বলে অমনি সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে ভাবছো যা তা নইতো আমি যখন তুমি আমায় মাতাল বলো ধন্য যে হয় সে মাতলামি ধন্য আমি ধন্য হে, মাতাল তোমার জন্য যে। ধন্য আমি ধন্য হে, মাতাল তোমার জন্য যে।' ভগৎ যখন মাতাল থাকে না তখন মুডে থাকে, তাই মান্না দের সুর গুন গুন করছিল। কে যেন ব্যঙ্গ করে বলেছিল 'ওই সব ছিচকে সাপের ছোবল স্রেফ নামকেবাস্তে, ওতে কিস্যু হয় না।' অমনি ফুঁসে উঠল ভগৎ, মুখে মহাগুরুর সেই বিখ্যাত উক্তি নিজেস্ব ভঙ্গিতে ' ওগুলো জলঢোরাও নয়, বেলেবোরাও নয়, একেবারে জাত গোখরো। এক ছোবলে ছবি।' প্রশ্ন হল জাত গোখরো যদি হবে তবে এতদিনে ভগতের ছবি হয়ে যাওয়ার কথা। তবে? একটু ঝারাই বাছাই করে নেওয়া যাক, বিষের যদি নেশা হবে তবে তার চরিত্র কেমন হবে? ওগুলি কোষ ধ্বংসকারী বা রক্ত ধ্বংসকারী নয়, ওই বিষের চরিত্র হবে এমন যা স্নায়ু কলার উপর প্রভাব বিস্তার করবে, হয় উদ্দীপিত অথবা কাজে বাঁধা প্রদান করবে দেহ তথা মগজের