সর্বনাশা সর্প নেশা পর্ব ২



         🐍🐍👅সর্বনাশা সর্প নেশা🐍🐍👅

                               পর্ব ২

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'যখন নেশায় আমার রাস্তা টলে

কেউ আমাকে মাতাল বলে

অমনি সোজা চলে যাই দেখিয়ে,

সোজা চলে যাই দেখিয়ে,

সোজা চলে যাই দেখিয়ে

ভাবছো যা তা নইতো আমি

যখন তুমি আমায় মাতাল বলো

ধন্য যে হয় সে মাতলামি

ধন্য আমি ধন্য হে,

মাতাল তোমার জন্য যে।

ধন্য আমি ধন্য হে,

মাতাল তোমার জন্য যে।'



ভগৎ যখন মাতাল থাকে না তখন মুডে থাকে, তাই মান্না দের সুর গুন গুন করছিল।



কে যেন ব্যঙ্গ করে বলেছিল 

'ওই সব ছিচকে সাপের ছোবল স্রেফ নামকেবাস্তে, ওতে কিস্যু হয় না।'

অমনি ফুঁসে উঠল ভগৎ, মুখে মহাগুরুর সেই বিখ্যাত উক্তি নিজেস্ব ভঙ্গিতে ' ওগুলো জলঢোরাও নয়, বেলেবোরাও নয়, একেবারে জাত গোখরো। এক ছোবলে ছবি।'


প্রশ্ন হল জাত গোখরো যদি হবে তবে এতদিনে ভগতের ছবি হয়ে যাওয়ার কথা।


 তবে?


একটু ঝারাই বাছাই করে নেওয়া যাক,



বিষের যদি নেশা হবে তবে তার চরিত্র কেমন হবে?

ওগুলি কোষ ধ্বংসকারী বা রক্ত ধ্বংসকারী নয়,

ওই বিষের চরিত্র হবে এমন যা স্নায়ু কলার উপর প্রভাব বিস্তার করবে, হয় উদ্দীপিত অথবা কাজে বাঁধা প্রদান করবে দেহ তথা মগজের স্বাভাবিক কার্যক্ষমতায়।


আচ্ছা নেশা কি?

ভারতীয় পেনাল কোডের ৮৫ এবং ৮৬ ধারায় বলা হয়েছে

নেশা বা intoxication হল মানুষের এমন এক মানসিক অবস্থা যেখানে সে আত্ম সংযম তথা নিয়ন্ত্রণ হারায় এবং বিচার ক্ষমতা হারিয়ে ফেলে।

"Intoxication is a state of mind in which a person loses self-control and his ability to judge."



সেতো গেল আইনের কথা, কিন্তু এমন অবস্থায় মানুষ যেতে চাইবে কেন যেখানে সে আত্ম সংযম তথা নিয়ন্ত্রণ  এবং বিচার ক্ষমতা হারিয়ে ফেলবে?





এইখানে আসে আরো একটি নতুন শব্দ

ভেষজ নির্ভরতা বা drug dependence।



এটি কি?

আত্মতুষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত ভেষজ যা তার ব্যবহারের আকাঙ্খা বাড়িয়ে তোলে যদিও জানা যে সেই ভেষজ স্বাস্থের পক্ষে হানিকর।



সর্বনাশ? ভেষজ নির্ভরতা! তা কেন হয়?




এর দুটি ধরন রয়েছে


🥴 মনস্তত্ত্বিক নির্ভরতা 

psychological dependence:::




এতে ভুক্তভোগী বিশ্বাস করে নির্দিষ্ট দ্রব্যটি তাকে চরম সুস্থতার দিকে তথা মঙ্গলময় পথে নিয়ে চলেছে।



প্রথমে ভালোলাগা পরে ভালোবাসা সর্ব শেষে সর্বনাশা নেশা।






🥴শারীরিক নির্ভরতা

physicial dependence:::

এইক্ষেত্রে দ্রব্যটি এমনকিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটায় যাতে দ্রব্যটির বহুল ব্যাবহার প্রয়োজন হয়, যাতে করে দ্রব্যটির মাত্রা দেহে বজায় থাকে শারীরবৃত্তীয় ভারসাম্য বজায় রাখার জন্যে।

দ্রব্যটির অভাব এই ভারসাম্য বিঘ্নিত করে।



প্রথমে চেখে দেখা, তারপর একটু একটু করে তার দাসে পরিণত হওয়া।



আচ্ছা তাই ওই বিষাক্ত চুম্বনের জন্যে আকুল ভগৎ।



মেসের শম্ভুদা বলত যখন নিজের গ্যাটের পয়সায় কিনে খাবি ভাববি তুই নেশারু হয়েছিস।



যাইহোক এই মাদকতা বা মত্ততা ঘটাতে সক্ষম দ্রব্যগুলির চরিত্র কেমন হয়?

গোদা ভাবে এই কয় ভাগে ভাগ করা যায় এই মাদকদের


💉CNS depressants বা Central Nervous System (CNS) depressants, বাংলায় 

কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র অবসাদজনক।



অর্থাৎ মগজ ও শরীরের কার্যকারিতা ঢিমে করে দিতে যারা সক্ষম।





💊Central nervous system stimulants

বা CNS stimulants 

বাংলায়

কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র উদ্দীপক।





অর্থাৎ হৃদয় গতি বাড়িয়ে, রক্ত চাপ বৃদ্ধি করে

মগজ ও শরীর চাঙ্গা করে তোলে এমন ভেষজ।



💉Hallucinogen  হ্যালুসিনোজেন সহজ ভাষায় বলতে গেলে মায়া বা ভ্রম উত্পাদনকারী ভেষজ।



সেই সব দ্রব্য যারা মেজাজ, চিন্তা, perception বা  উপলব্ধি পরিবর্তনে সক্ষম। 



💊বিচ্ছিন্ন অবশ-কারী dissociative anasthetic



এধরনের psychedelic drug বা এমন একধরনের ড্রাগ যা প্রাথমিক ভাবে ট্রিগার  বা লক্ষ্যভেদী হয় অনন্যসাধারণ মানসিক অবস্থার বিকাশে।



সাইকেডেলিক" প্রাচীন গ্রিক শব্দ থেকে প্রাপ্ত যেখানে   psȳchḗ অর্থাৎ আত্মা (ψυχή, "আত্মা") বা প্রশ্বাস এবং dēloun (δηλοῦν,) অর্থাৎ "দৃশ্যমান করতে, প্রকাশ করতে"।



💉প্রস্বাপন বেদনা নাশক Narcotic analgesics 



বেদনা নাশের সাথে সাথে আনে উচ্ছ্বাস, অনন্যসাধারণ মানসিক অবস্থা।



Narcotic analgesics প্রস্বাপন বেদনা নাশক তার শারীরবৃত্তীয় গুণাগুণ ঘটায় কিছু বিশেষ opiate receptors বা ওপয়েট রিসেপ্টর এর সাথে 

অন্তঃক্রিয়া সম্পন্ন করে।



 পাঁচটি বিশেষ  opiate receptor ওপয়েট রিসেপ্টর   চেনা গিয়েছে যাদের সঙ্গে এই  অন্তঃক্রিয়া সম্পন্ন হয়।

 যেমন mu (morphine) μ-opioid receptor

মিউ ওপয়েড রিসেপ্টর।



এবং

 kappa (ethylketazocine) receptor বা

 κ-opioid receptor বা kappa opioid receptor

কাপ্পা ওপয়েড রিসেপ্টর।




💊 Inhalant ইনহেলেন্ট তথা অন্ত:শ্বাস গ্রাহী



প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে ক্লান্তি, বিভ্রান্তি সর্বোপরি তৈরি করে নেশা





Inhalant ইনহেলেন্ট তথা অন্ত:শ্বাস গ্রাহী বস্তুর উদাহরণ



তাইতো "বাবা আমার হু হু করে গো গাঁজা খায়ে"

সে আরেক বিভাগ বটে।


কিন্তু সাপের বিষ এই বিভাগ গুলির কোনটিতে পরে?

এটি কি অবসাদ দায়ক/উত্তেজক/ অবশকারী

নাকি ভ্রামক?

নাকি সব কয়টি?




চলবে তবে আগামী পর্বে?????

তথ্য সাহায্যে

Pharmacology

By K D Tripathi

ছবি ও অন্যান্য সাহায্যে

অন্তর্জাল।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার