সর্বনাশা সর্প নেশা পর্ব ১

 


       🐍🐍👅সর্বনাশা সর্প নেশা🐍🐍👅

                               পর্ব ১

       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ছোটবেলায় দূরদর্শনে এক ধারাবাহিকে দেখেছিলাম বিষ পুরুষ, বিষ কন্যার কাহিনী। 

কিভাবে বিষাক্ত সাপের ছোবল জিভে নিয়ে সর্বাঙ্গীন বিষাক্ত হয়ে উঠত সেই মানুষ। তার নখের আঁচড় যথেষ্ট একটি মানুষের প্রাণ নাশের জন্য।



বড় হয়ে ভাবতাম সে হয়ত রূপকথার গল্প।


অপ্রচলিত কিছু কাহিনীতে শুনেছিলাম চনক্যের এক কীর্তির কথা। 



কূট কৌশলী চানক্য নাকি মহারাজা চন্দ্রগুপ্ত মৌর্যকে গোপনে বিষ সেবন করাতেন যাতে তার গুপ্ত হত্যা প্রতিরোধ করা যায়। এতে মহারাজা চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বিষ পুরুষে পরিণত হয়েছিলেন যার লালা অবধি ছিল বিষাক্ত।


ভেবেছিলাম এসব গপ্প-বই কিস্যু না।


কর্মসূত্রে খিদিরপুরে দেখা পেলাম রাজ দেও ভগতের ( নাম পরিবর্তিত) সাথে, যে কিনা সাপের বিষের নেশা করে। তার মতে মদে সেই মাদকতা নেই যা বিষে আছে। যখন টলতে টলতে আসত বা খানা খন্দ থেকে ধরে আনা হত সত্যি গায়ে মদের গন্ধ পেতাম না।


তবে কি সত্যি বলছে ও, নাকি এটি গাঁজাখুরি গপ্প!



ওর কাছে জেনেছিলাম গোখরো (The Indian cobra (Naja naja)), কালচিতি {common krait (Bungarus caeruleus), বা Bengali krait} সাপের বিষ নাকি এই নেশার জন্যে আদর্শ।


তবে যে শুনেছি নির্বিষ বা সামান্য বিষাক্ত সাপের বিষেরও নেশা হয়?

স্বভাবতই প্রশ্ন এসে যায় বিষ মাদকতা তৈরী করে নাকি কামড় খাওয়ার বেপরোয়াপনা এই অভ্যাস বা বদঅভ্যাসের জন্যে দায়ী?


বিষয়ের বিশদে যাওয়ার আগে বিষ বিষয়ে একটু বিশদে যাওয়া যাক

বিষ কি?



সাধারণত প্রোটিন জাতীয় প্রকৃতিলব্ধ তথা প্রাণীলব্ধ পদার্থ যা জীবিত কোষে কষ্টের কারণ হয়।

যেহেতু আকার ও কাজ আলদা তাই বিষের প্রকার বিভিন্ন ধরনের।

তবু মোটামুটি ভাবে বিষ এই কয় প্রকারের হতে পারে



☠️ নেক্রোটক্সিন necrotoxin::

গ্রীক শব্দ nekros অর্থ মৃতদেহ ।

নেক্রোটক্সিন necrotoxin সেই বিষ যার প্রভাবে কোষের মৃত্যু ঘটে, তবে একটি নির্দিষ্ট স্থান জুড়ে।

যেমন rhombic night adder

 বিজ্ঞান সম্মত নাম Causus rhombeatus

সাপের বিষ।



মৌমাছির বিষ।



প্রায় সমার্থক


☠️সাইটোটক্সিন cytotoxin:: 

গ্রীক শব্দ kytos থেকে cyto কথাটি এসেছে অর্থ ফাঁপা বা পাত্র বা কোষ।

সাইটোটক্সিন cytotoxin সেই বিষ যা কোষীয় কার্যকলাপের উপর বিরূপ প্রভাব ফেলে ফলে কোষের মৃত্যুর কারণ হয়।

এটি আণবিক স্তরে (molecular level ) কলার উপর কাজ করে যাতে কোষ পর্দা বিনষ্ট হয় এবং কলার এক একটি কোষ ধ্বংসপ্রাপ্ত হয়।

যেমন গোখরো (The Indian cobra (Naja naja)) সাপের বিষ।



☠️Neurotoxin নিউরোটক্সিন :::

সেই বিষ যা স্নায়ু কলা ধ্বংসের জন্যে দায়ী।

উদাহরণ

কালচিতি {common krait (Bungarus caeruleus), বা Bengali krait} সাপের বিষ।



বক্স জেলিফিশ, নীল চাকা গায়ের অক্টোপাস।



☠️Myotoxin মায়োটক্সিন :: 

গ্রীক শব্দ mys অর্থ পেশী বা ইঁদুর ( mouse) থেকে myo মায়ো কথাটি এসেছে।

সাধারণত myo মায়ো কথাটি শব্দের প্রথমে বসে ও সংশ্লিষ্ট পেশীর কথা বোঝায়।

Myotoxin মায়োটক্সিন পেশী কোষের মৃত্যু ঘটায়

plasma membrane তথা রক্তরস ঝিল্লি ও পেশী কোষের অখণ্ডতা বিঘ্নিত করে এবং ক্যালসিয়াম 

অন্তঃপ্রবাহ প্রভাবিত করে।



Myotoxin মায়োটক্সিন প্রয়োজনীয় রিসেপ্টর গুলির সাথে যুক্ত হয়ে কাণ্ডটি ঘটায়।



উদাহরণ

 সামুদ্রিক সাপ।



মেক্সিকান বেডেড গিরগিটি।




এছাড়াও বিভিন্ন জীব বিভিন্ন প্রকার বিষ উৎপাদনে সক্ষম যেমন ব্যাক্টেরিয়া, ছত্রাক, মাকড়সা, বোলতা, জেলিফিশ, ইত্যাদি।


এইবার সাপের বিষের কথায় আসি।




বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে তবে কার্যপদ্ধতি অনুযায়ী মোটামুটিভাবে চারটি শ্রেণীতে ভাগ করা যাক

🐍proteolytic venom প্রোটিওলাইটিক বিষ::

একধরনের উৎসেচক যা কোষ কলায় অবস্থিত প্রোটিন ভেঙে কোষটিকে বিনষ্ট করে।

যেখানে বিষ প্রয়োগ হয়েছে ওই অঞ্চলের কোষ দ্রুত বিনষ্ট হতে থাকে।

উদাহরণ

Rattlesnakes ঝুনঝুনি সাপ 

বিজ্ঞান সম্মত নাম Crotalus cerastes।



🐍Hemotoxic venom হেমোটক্সিক বিষ::



বিশেষত রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব ফেলে।



✔️এটি লোহিত রক্ত কণিকা ধ্বংস করতে পারে,

ফল প্রয়োজনীয় অঙ্গে প্রাণবায়ুর ঘাটতি।

 বা 

✔️অনুচক্রিকা ধ্বংস সাধন করে বা রক্ত তঞ্চনে বাঁধা প্রদান করে।

ফল অনবরত রক্ত ক্ষরণ

অথবা

 ✔️এটি রক্ত জমাট বাঁধায় ফলে প্রবাহ বিঘ্নিত হয়।



Hemotoxic venom হেমোটক্সিক বিষ যুক্ত সাপের

উদাহরণ Russell's Viper চন্দ্রবোড়া।

Copperhead কপারহেড সাপ 

বিজ্ঞান সম্মত নাম Agkistrodon contortrix

🐍Neurotoxic venom বা স্নায়ু বিষ::

স্নায়ু তন্ত্রের উপর প্রভাব ফেলে, ফল পেশীর পক্ষাঘাত, কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রের ক্ষতি।

উদাহরণ

কালচিতি বা কলাচ {common krait (Bungarus caeruleus), বা Bengali krait}


🐍সাইটোটক্সিন cytotoxin:: 



সাইটোটক্সিন cytotoxin সেই বিষ যা কোষীয় কার্যকলাপের উপর বিরূপ প্রভাব ফেলে ফলে কোষের মৃত্যুর কারণ হয়।



এটি আণবিক স্তরে (molecular level ) কলার উপর কাজ করে যাতে কোষ পর্দা বিনষ্ট হয় এবং কলার এক একটি কোষ ধ্বংসপ্রাপ্ত হয়।

যেমন গোখরো (The Indian cobra (Naja naja)) এবং অন্যান্য এলাপিডি।

 এলাপিড হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রাপ্ত বিষধর সাপসমূহের একটি পরিবার। 


সুতরাং

নেশা হচ্ছে কোন বিষে?

বিষক্রিয়া হচ্ছে না এতে?



চলবে????


তথ্য সাহায্যে

ABC of snake bite

By Dr Dayal Bandhu Majumder.

Zoology এর নোট সমূহ।

চিত্র ও অন্যান্য সাহায্যে

অন্তর্জাল।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়