couvade syndrome of men
কুমারের কৌভ্যাড কাল <^><^><^><^><^><^><^>^><^><^><^><^><^ কথা হল কুমার মোটেই পরশ্রীকাতর নয়, পরস্ত্রীকাতর ত বিলকুল নয় বরং বলা যায় পরদুঃখকাতর। হারুদা বলেন কুমার আবেশী ছেলে, না না আয়েশী নয়, আবেশ মানে কেউ কষ্টে কাতর হলে সেই কষ্ট কিরকম ভাবে কুমারের মধ্যে সঞ্চারিত হয় তাই ভেবে অবাক হতে হয়। (কাল্পনিক চিত্র ও চরিত্র) প্রথম গোল বেঁধেছিল বিয়ের বিদায় লগ্নে, পিতা গৃহ বিচ্যুত বধূ যখন ক্রন্দনরতা তখন কুমার কেঁদে ভাসাচ্ছে হাপুস নয়নে। (কাল্পনিক চিত্র ও চরিত্র) এসব দেখে ঠেকে নব বধূ শেষে কান্নাকাটি থামিয়ে সোজা গাড়িতে গেড়ে বসেছিল। বিবাহ এবং তদপরে মধুচন্দ্রিমা যাপন এবং অবশ্যম্ভাবী পর এল সেই সময় যখন কুমার সকলকে কাকা বানাবে, বাবা বনবে নিজে। দ্বিতীয় গোল তখন বাঁধল। নবগঠিত ভালোবাসার ভ্রূণ ধীরে ধীরে বেড়ে উঠছে স্ত্রীর শরীরে, সঙ্গে লক্ষণ মাথা ঘোরা, গা বমি, এটা সেটা খাবার অদ্ভুত বায়না। এইদিকে কুমারের কাহিল দশা, পেটে পিঠে কোমরে অসহ্য ব্যাথা, বদহজম ফলাফল বমন, অস্বাভাবিক মেদ বৃদ্ধি, মাথা ধরা, মেজাজ খিচখিচে। ফচকে ফ