সর্বনাশা সর্প নেশা শেষ পর্ব

   


        🐍🐍👅সর্বনাশা সর্প নেশা🐍🐍👅

                           শেষ পর্ব 

       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                       শুধু বিষ, 

                     শুধু বিষ দাও, 

                    অমৃত চাই না 

সুদীর্ঘ তিন বিরক্তিকর পর্ব গুলির

 প্রথমে জেনেছি সাপের বিষ শুধু মৃত্যু দেয় না সেটা দিয়ে হয় নেশা।

সুতরাং এই সাপের বিষ কয় প্রকার তা জানা গেল।


দ্বিতীয় পর্বে জানা গেল এত মারাত্বক তবু কিসের এত অমোঘ আকর্ষণ।


তৃতীয় পর্বে ধারণা করা গেল মাত্রা সম্পর্কে,

অর্থাৎ কোন মাত্রায় ওটি বিষাক্ত।


অতএব আমাদের অনুসন্ধান ক্রমশ সূচিমুখ হয়ে উঠেছে।


যে সাপের বিষে নেশা হয় তা প্রধানত স্নায়ুবিষ,

কিন্তু সাপ নির্দিষ্ট ধরনের স্নায়ু বিষ তৈরি করবে এমনটা নয়, একটু স্পষ্ট করে বলতে গেলে স্নায়ুর কার্যকারিতায় বাঁধা সৃষ্টি করার অনেক পন্থা রয়েছে,

স্নায়ুবিষ কোনো একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করে না।

কারণ সাপের বিষ প্রকৃতপক্ষে একটি অদ্ভুত উৎসেচক এবং বিষের মিশ্রণ বা Cocktail ককটেল।



প্রায় ২০টির মত বিভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি এই বিষ।

 যাদের কেউ হয়ত নিউরোট্রান্সমিটারের কাজে বাঁধা দিল, কেউ স্নায়ু পেশী সংযোগে বাঁধা দিল, কেউ সোডিয়াম চ্যানেল খুলে দিল ইত্যাদি।

সেই সঙ্গে proteolytic venom প্রোটিওলাইটিক বিষ,সাইটোটক্সিন cytotoxin ইত্যাদি মিশে থাকতে পারে।



প্রশ্ন কিভাবে করা হয় এই নেশা?


🐍 সাপ খেয়ে?



না সাপের সমগ্র দেহ মোটেই বিষাক্ত নয়, মাথাটা বাদ দিয়ে বাকি দেহ টা বেশ রান্না করে, ঝলসে, বা কাঁচা খাওয়া যায়। 



খেয়েছেন এমন মানুষদের মতে  এটি খেতে 

কুচে মাছের মত (Monopterus cuchia)।




সাপের বিষ পান করে?



বিষ পান করলেই তা ক্ষতি করবে এমনটি কিন্তু নয়।

মুখ তথা পৌষ্টিক তন্ত্রের কোথাও যদি ক্ষত মুখ না থাকে তবে বিষ আর পাঁচটা প্রোটিন সমৃদ্ধ খাবারের মতোই হজম হয়ে যাবে।

যারা খেয়েছেন তাদের মতে মিষ্টি মশলাদার জলের মতোই স্বাদ এই বিষের।


🐍 মদে মিশিয়ে?

ছোট বেলায় extraction of crude drugs তথা

প্রকৃতি প্রদত্ত অপরিশোধিত ওষুধ নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি জেনেছিলাম।

তাতে অ্যালকোহলিক এক্সট্র্যাক্ট বলে একটি ব্যাপার ছিল।



যাই হোক এই ক্ষেত্রে বিষাক্ত সাপটিকে মদে চুবিয়ে রেখে দেওয়া হয়। তারপর ছোট্ট গ্লাসে ঢুকু ঢুকু!

চীনে চলে বেশ এই সর্প সূরা। কখনো জ্যান্ত বিষাক্ত সাপ সূরা পাত্রে প্রবেশ করানো হয় এছাড়াও আরো নানা পন্থা রয়েছে।

তবে ঐযে মুখ তথা পৌষ্টিক তন্ত্রের কোথাও যদি ক্ষত মুখ বা আলসার না থাকে তবে বিষ আর পাঁচটা প্রোটিন সমৃদ্ধ খাবারের মতোই হজম হয়ে যাবে মদের সাথে মিশে।

মদে বিষ কতটা মেশে এ নিয়ে অবশ্য প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ সাপের সমগ্র শরীর কিন্তু বিষাক্ত নয়।


🐍পাউডার হিসেবে?

অবাক হওয়ার কিছুই নেই, চীন পারে না বা খায় না এমন কিছু খুঁজে পাওয়া মুশকিল। ওখানে সাপ প্রতিপালন ও প্রজনন করানো হয় তাদের বিষ ও মাংসের জন্যে।



 বিষ সংগ্রহ করে তাকে শুকনো গুঁড়ো তথা পাউডারে পরিণত করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় আইনি বা বেআইনি পথে।



বড়  উত্তেজক পার্টিতে এখন বিভিন্ন আফিম জাতীয় নেশার সাথে এর চল শুরু হয়েছে ।



শুনেছ ত দেখেছ কি?


🐍 ছোবল খেয়ে?


 স্নায়ু বিষ তৈরি করতে সক্ষম এমন সাপ গুলির মধ্যে

🔻Indian krait করেত সাপ বা পাতি কাল কেউটে বা কালাচ।

বিজ্ঞান সম্মত নাম Bungarus caeruleus।

মানুষের ক্ষেত্রে Lethal dose লেথাল ডোজ বা প্রাণঘাতী মাত্রা ২-৩ মিলিগ্রাম মাত্র।



🔺গোখরো বা spectacled cobra বা

Asian cobra, বা binocellate cobra,

বিজ্ঞান সম্মত নাম Naja naja।

প্রতি ছোবলে ১৬৯ থেকে ২৫০ মিলিগ্রাম অবধি বিষ ঢালতে পারে।

subcutaneous তথা ত্বকনিম্নস্থ Lethal dose৫০ 

Naja naja র ক্ষেত্রে ০.২৯ মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন।



🔻 কেউটে বা monocellate cobra বা,monocled cobra, অথবা Indian spitting cobra



বিজ্ঞান সম্মত নাম Naja kaouthia,

চীনা বা ইন্দোনেশিয়ার

 ভাইয়ের বিজ্ঞান সম্মত নাম Naja siamensis

subcutaneous তথা ত্বকনিম্নস্থ Lethal dose৫০

Naja siamensis র ক্ষেত্রে ০.২৫ মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন।


সুতরাং এই সাপ গুলির এক ছোবলে ছবি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে কিভাবে এগুলি দিয়ে নেশা করা সম্ভব?

কথা হচ্ছিল প্রখ্যাত পশু চিকিৎসক জনাব

Jawed Khan এর সাথে। 



বর্তমানে তিনি গুজরাটের

প্রতাপ স্টাড ফার্মের প্রধান পশু চিকিৎসক।

বিভিন্ন অসুবিধার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন ফার্মে সাপের উপদ্রবের কথা।

কিন্তু এই ঘোড়া থেকেই তো অ্যান্টিভেনাম তৈরি হয়!



এত দিন ধারণা ছিল সাপের কামড়ে ঘোড়ার কিস্যু হয় না, 



জনাব Jawed Khan সাহেব সেই ধারণা ভেঙে দিলেন, 

মোটামুটি ৪৫০ কেজি থেকে শুরু হয় ঘোড়ার ওজন, নতুন জন্মানো বাচ্চা গড়ে ৫৫ কেজির মত হয়।

সুতরাং সাপ যদি সেই পরিমাণ বিষ প্রয়োগ করে যাতে সর্বনিম্ন ৪৫০ কেজি প্রাণীর পক্ষে প্রাণঘাতী হবে তবেই প্রাণীটি মারা যাবে।

আর ততটা বিষ না ঢালতে পারলে?



ঘোড়া ঝিমাতে থাকবে, লালা ঝরবে মুখ দিয়ে,

চোখের মণির পরিবর্তন হবে ইত্যাদি।



কিছুটা বোঝা গেল?

প্রাণঘাতী মাত্রার অনেক অনেক কম পরিমাণে যদি বিষ নেওয়া হয় তবে মৃত্যুর বদলে নেশা হবে।


কিন্তু মাত্রা নিয়ন্ত্রণ হবে কিভাবে?

সাপের বিষ গ্রন্থির কাজ আমাদের জানা।

এটি প্রকৃতপক্ষে প্যারোটিড নামক লালা গ্রন্থির পরিবর্তিত রূপ।



যদি বিষ গ্রন্থিতে উপস্থিত বিষ বেড় করে নেওয়া হয় তবে তা পুনরায় পূর্ন হতে বেশ কিছু সময় লাগবে।

প্রজাতি অনুযায়ী এটি কিছু দিন থেকে কিছু সপ্তাহ লেগে যেতে পারে।

সাপের বিষের দাম বাজারে প্রচুর।



সাপের বিষ দাঁত গুলি একটি রাবারের ন্যায় অংশে (যেটি একটি পাত্রে বাঁধা রয়েছে) ফুটিয়ে দেওয়া হয়।

এইবার বিষ গ্রন্থির উপর হালকা চাপ দেওয়া হয় যাতে ফোঁটা ফোঁটা করে বিষ পাত্রে জমা হয়।



ব্যাস এইবার বিষ দুইয়ে নেওয়া সাপের ছোবলে যে কনা মাত্র বিষ থাকবে তা শরীরে প্রবেশ করলে

 প্রাণঘাতী হবেনা সেই মুহূর্তে।


কিন্তু ছোবল কোথায় নেয়?

সাধারণত জিভে।



 কারণ

🤞কামড়ের দাগ লোকানো।

👅কিছুটা চট জলদি প্রভাব পাওয়ার জন্যে

কারণ এই পথ কিছুটা Sublingual বা under the tongue পথে দ্রুত রক্তে মেশে।




আসলে এটি তেমন বহুল প্রচলিত নেশা নয়,

কোনো বন্দর এলাকার এঁদো কুটুরীতে বা 

কোনো  গণিকা গলির সর্পিল মুখে এই নেশা চলে নিভৃতে। এটি নিয়ে তেমন গবেষণা সচেতনতা তথা আইন চোখে পরে না।

এই ছিদ্র পথ দিয়েই তরুণ তথা যুব সমাজ আকৃষ্ট হয়।

প্রথমে এটি জাস্ট অ্যাডভেঞ্চার

তারপর এটি উত্তেজক তাই দরকার

তারপর এই ছোবলের গোলাম হয় মানুষটি।



শরীরে এর প্রভাব হয় মারাত্বক,

যকৃৎ এবং বৃক্ক প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থ হয় তারপর স্নায়ুতন্ত্র।


সঠিক পরামর্শ, সচেতনতা এবং কড়া আইন পারে এই সর্বনাশা সর্প নেশার প্রভাব ঠেকাতে।



আপনাদের কি মত?



তথ্য সাহায্যে

পশু চিকিৎসক জনাব

Jawed Khan 

Pharmacology

By K D Tripathi

ছবি ও অন্যান্য সাহায্যে

অন্তর্জাল


প্রথম পর্বের লিংক

https://golpokothaybiggayan.blogspot.com/2022/06/blog-post_15.html?m=1


দ্বিতীয় পর্বের লিংক

https://golpokothaybiggayan.blogspot.com/2022/06/blog-post_18.html?m=1

তৃতীয় পর্বে লিঙ্ক

https://golpokothaybiggayan.blogspot.com/2022/06/blog-post_20.html?m=1


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়