সর্বনাশা সর্প নেশা পর্ব ৩

       



         🐍🐍👅সর্বনাশা সর্প নেশা🐍🐍👅

                               পর্ব ৩

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

খিদিরপুরের সেই পশু আরোগ্য নিকেতনে সেইদিন চূড়ান্ত ব্যস্ততা। 

দেশ বিদেশ খ্যাত পশু চিকিৎসক খালেদ ( নাম পরিবর্তিত) সাহেবের আসার কথা। 

জুনিয়র বিশেষত বয়:কনিষ্ঠ চিকিৎসকদের

 থরহরি কম্প দশা, কি করতে কি করে এই ভয়ে সিটিয়ে রয়েছে সকলে।

এক চিকিৎসক সিরিঞ্জ বাগিয়েছে সবে রেনিটিডিন দেবে বলে,এমন সময় খালেদ সাহেবের আবির্ভাব।

সাহেব এক নজর দেখে নিয়ে জিগ্গেস করলেন

🧑🏼‍⚕️:: ক্যায়া দেতা?

👨‍⚕️:: রেনিটিডিন।

🧑🏼‍⚕️:: কিত্না দেতা?

👨‍⚕️:: ১০ মিলিলিটার।

🧑🏼‍⚕️:: ইতনা সে ক্যা হয়েঙ্গা? ED 50, LD 50 নেহি পড়া?

🔺🔻🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺

সত্যি তো, কোথায় যেন পড়েছিলাম ED 50, LD 50।



ED হল এফেকটিভ ডোজ effective dose তথা কার্যকরী মাত্রা।



ফার্মাকোলজির ভাষায় ওষুধের সেই মাত্রা যা জৈবিক প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম।



তাহলে ED 50 কি?


median effective dose বাংলায় বলা যায় কিনা জানিনা,   মধ্যবর্তী কার্যকর মাত্রা।

অর্থাৎ ওষুধের সেই মাত্রা যা ৫০% গ্রাহকের মধ্যে 

কার্যকর প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম হয়েছে যারা এই ওষুধ টি গ্রহণ করেছিল।

অর্থাৎ কার্যকরী মাত্রা ৫০% গ্রাহকের জন্যে।



ধুস, কেবল মাত্র ৫০%?


কেন ED 95?

অর্থাৎ ওষুধের সেই মাত্রা যা ৯৫% গ্রাহকের মধ্যে 

কার্যকর প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম হয়েছে যারা এই ওষুধ টি গ্রহণ করেছিল।



এই ED 95 কিন্তু খুব গুরুত্বপূর্ণ Neuromuscular-blocking drugs  



বা স্নায়ু-পেশী সংযোগ বাধা প্রদায়ী ওষুধের ক্ষেত্রে।










আচ্ছা কিছু সাপের বিষ তো সেই পদ্ধতি অবলম্বন করে। 



ফলে ঐচ্ছিক পেশী বা কঙ্কাল পেশী পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে।





এই যেমন নীল প্রবাল সাপের বিষ।

blue coral snake বা blue Malayan coral snake

বা নীল মালয়ান প্রবাল সাপ যার 

বিজ্ঞান সম্মত নাম Calliophis bivirgatus।



তার তৈরি বিষের নাম calliotoxin ক্যালিওটক্সিন।



এটি সমগ্র দেহ পক্ষাঘাতগ্রস্থ করতে সক্ষম।





কিম্বা স্নায়ু-স্নায়ু সংযোগে বাধাদানকারী বিষ উৎপাদনকারী সাপ Indian krait করেত সাপ বা পাতি কাল কেউটে বা কালাচ



বিজ্ঞান সম্মত নাম Bungarus caeruleus।



এর বিষের নাম Bungarotoxins বাঙ্গারোটক্সিন।



 এই বিষ প্রিসাইনাপটিক ও পোস্টসাইনাপটিক নিউরোটক্সিনের সমন্বয়ে গঠিত যা স্নায়ুকোষের সংযোগস্থল (স্নায়ু-স্নায়ু সংযোগ) অর্থাৎ যেখানে তথ্য সরবরাহের কাজটি সম্পাদিত হয়(নিউরোট্রান্সমিটারের মাধ্যমে), তাকে আক্রমণ করে।



 সর্পবিষের এই বিশেষ গুণ অর্থাৎ স্নায়ুতন্ত্রকে অবশ করার ক্ষমতা রাখে।






আচ্ছা  বোম ভোলা করতে পারে তবে এই বিষ?

কিন্তু তাতে মৃত্যুর সম্ভবনা রয়েছে যে?



এইরে কথায় কথায় LD 50 র কথা তো ভুলেই গিয়েছিলাম!

বিষ বিজ্ঞান বা toxicology এর ভাষায়

LD হল Lethal dose লেথাল ডোজ বা

 প্রাণঘাতী মাত্রা, অর্থাৎ যে মাত্রা শরীরে প্রবেশ করলে গ্রহণকারীর প্রাণ নাশ ঘটে।



সাধারণত এটি শারীরিক ওজনের সাথে সম্পর্কযুক্ত।





সুতরাং 

LD 50 লেথাল ডোজ ৫০ বা বলা যায় কিনা জানিনা

মধ্যবর্তী মৃত্যুদায়ী মাত্রা হল

বিষের সেই মাত্রা যা ৫০% গ্রাহককে 

মৃত্যুর স্বাদ পাওয়াতে সক্ষম হয়েছে যারা এই বিষটি গ্রহণ করেছিল।



উদাহরণ

জল, এইযে হাসলেন যে বড়!

জল মানে ডাই হাইড্রোজেন মনোক্সাইড H₂O

এর LD 50 হল 

>৯০,০০০ মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন

তথা ৯০ গ্রাম/ কেজি শরীরের ওজন।



এইখানে একটি বিষয় রয়েছে

Sublethal dose সাবলেথাল ডোজ বা বলা যায় কিনা জানিনা উপ মৃত্যুদায়ী মাত্রা।



অর্থাৎ কিনা সেই মাত্রা যা গ্রহণকারীকে মৃত্যু দেয় না।



তবে কি ভগৎ ততটা বিষ নেয় না যা তাকে মরণ দিতে পারে?



কোন পথেই বা সে সেই বিষ নেয়?

এর প্রতিক্রিয়া কেমন হয়?



চলবে কি?????




বিষয় সাহায্যে

Pharmacology

By K D Tripathi

ছবি ও অন্যান্য তথ্যে

অন্তর্জাল।


প্রথম পর্বের লিংক

https://golpokothaybiggayan.blogspot.com/2022/06/blog-post_15.html?m=1


দ্বিতীয় পর্বের লিংক

https://golpokothaybiggayan.blogspot.com/2022/06/blog-post_18.html?m=1







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়