Curiosity of cockroach milk

🪳🪳🥛🍼আরশোলা আহরিত পয়ঃ🪳🪳🥛🍼 ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆ মাতৃ স্তন্যে ধন্য শৈশব গো দুগ্ধে পালিত শ্লেষ্মা-আদীতে ছাগ পয়ঃ গলোদ্ধকরণে বাধিত তাই বলে আরশোলার দুধ? তেলাপোকার তেল বেড় করে লাগায় শুনেছি, চীনারা চপ বানিয়ে খায়, কিন্তু দুধের ব্যাপারটি তবে কি? একধরনের আরশোলা যার বৈজ্ঞানিক নাম Diploptera punctata ডিপলোপ্টোরা পাঙ্কটেটা তার পাকস্থলীতে দুধের প্রোটিনের ক্রিস্টাল ধারণ করে। ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• মিলনরত স্ত্রী এবং পুরুষ ডিপলোপ্টোরা পাঙ্কটেটা । অন্যান্য পতঙ্গরা যেখানে ডিম প্রদানের মাধ্যমে সন্তান উৎপাদন করে সেখানে এই প্রজাতির আরশোলারা সরাসরি সন্তান জন্মদান করে। Pacific beetle cockroach প্যাসিফিক ব...