Emergence of a dragon

 


       <<<<<<<অভু্যদয় আবির্ভাব>>>>>>

^<>^<>^<>^^<>^<>^<>^^<>^<>^<>^^<>^<>^<>^

ছোটবেলার সেই রূপকথার গল্পটি সম্পূর্ন মনে নেই যদিও তবুও শেষটা ছিল এইরকম.... ভয়ঙ্কর দৈত্যের খোলস ছেড়ে বেড়িয়ে এল সুন্দর এক রাজপুত্র...


বৈচিত্র্যময় পরমা প্রকৃতিতে এমন ঘটনা হামেহাল ঘটে চলে! বিশ্বাস হচ্ছে না তাইতো?

লাল, হলুদ, কালচে নানা রঙের ফড়িং উড়তে দেখা যায় যত্র তত্র সর্বত্র। এদের জীবন চক্র খুঁটিয়ে দেখলে এক আশ্চর্য ঘটনার সন্মুখীন হতে হয়।


ক্ষুদে প্রাণীজগতে স্বাগত জানাই........


মূলত দুই ধরনের ফড়িং চোখে পড়ে,



Damselflies  বা কাঠ ফড়িং



এবং

Dragonflies বা গঙ্গা ফড়িং অথবা শুধু ফড়িং।



পার্থক্য বলতে দুইয়ের আকার, ডানার সংখ্যা ইত্যাদি।



তবে এদের জীবনচক্রের একটি জায়গায় মিল রয়েছে, আবির্ভাব পর্বে।

শুরু হোক তবে এদের জীবনচক্রের সফর......


সাধারণত পতঙ্গদের জীবনচক্রের চারটি পর্যায় থাকে

১ ডিম

২ লার্ভা বা শূককীট 

৩ পিউপা বা মুককীট   

৪ পূর্ণাঙ্গ বা A for adults


কিন্তু ফড়িঙের জীবনে দেখা যায় তিনটি পর্যায়

১ ডিম

২ লার্ভা বা নিম্ফ বা naiads নাইডস

৩ পূর্ণাঙ্গ বা A for adults

        🥚🥚🥚🥚ডিম🥚🥚🥚🥚

স্ত্রী ফড়িং তার জীবনকালে শত শত ডিম পাড়তে পারে।

মূলত দুই ধরনের ডিম নিয়ে আলোচনা করা যাক

🥚Endophytic eggs এন্ডোফাইটিক ডিম🥚

সাধারণত এই ডিম গুলিকে প্রবেশ করিয়ে দেওয়া হয় উদ্ভিদ কলায় সরল ভাষায় গাছের খোলসের ভিতর।



সমস্ত Damselflies  বা কাঠ ফড়িং এবং hawker dragonflies ফেরিওয়ালা গঙ্গাফরিং সাধারণত scythe-like বা কাস্তে আকৃতির ডিম পাড়ে পচা পাতা, গাছ বা গাছের নরম কাণ্ডের ভিতর।


🥚Exophytic eggs এক্সোফাইটিক ডিম 🥚

এক্সোফাইটিক ডিমগুলি আকৃতিতে গোলাকার, জেলির মতো পদার্থে রাখা হয় এবং জলে আলগাভাবে জমা হয় । যে প্রজাতিগুলি এই ধরণের ডিম দেয় তার মধ্যে কিছু পান্না ড্রাগনফ্লাই এবং সেইসাথে চেজার, স্কিমার এবং ডার্টার অন্তর্ভুক্ত।



        🦗🦗🦗লার্ভা বা নিম্ফ বা নাইডস🦗🦗🦗



খুবই ছোট ব্যাঙাচি আকৃতির prolarva প্রোলার্ভা ডিম থেকে বেরিয়ে আসে এবং সুরক্ষিত স্থানের সন্ধান শুরু করে।

prolarva প্রোলার্ভা( pro+larva) বলা হয় সেই  লার্ভাদের যাদের মুখ সুগঠিত নয়।

এরপর এরা খোলস পরিবর্তন করে।



Dragonflies বা গঙ্গা ফড়িং কিন্তু তার জীবনের অধিকাংশ সময় এই লার্ভা বা নিম্ফ অবস্থাতে কাটিয়ে দেয়, শিকার ধরে শিকার করে হিংস্র উপায়ে।

কিছু ক্ষেত্রে এক প্রজাতির নিম্ফ বা নাইডস ওপর প্রজাতির নিম্ফ বা নাইডসদের শিকার করে।

তাই শিকার হওয়া থেকে বাঁচতে সাহায্য নেয় ক্যামোফ্লেজের।

কিছু কিছু ক্ষেত্রে এই দশা ১--২ বছর সময় নিতে পারে!

যেমন ধরে নেওয়া যাক Golden-ringed Dragonfly

বিজ্ঞান সম্মত নাম Cordulegaster boltonii

লার্ভা বা নিম্ফ বা নাইডস দশা পাঁচ বছর অবধি হতে পারে।




   🌄🌄অভু্যদয় Emergence  আবির্ভাব🌄🌄




যেহেতু এদের পিউপা বা মুককীট দশা নেই তাই পূর্ণাঙ্গ বেরিয়ে আসে নাইডসের খোলস ছেড়ে ঠিক রূপকথার রাজপুত্রের মত। Iternals চলচ্চিত্রের Emergence পর্বটি মনে আছে?



এটি হল ফড়িঙের Emergence.......




চলে ফিরে বেড়াচ্ছে এমন নিম্ফ বা নাইডস এক স্থানে থিতু হয়, এরপর পিঠ চিড়ে বেরিয়ে আসতে থাকে পূর্ণাঙ্গ পতঙ্গের পিঠ,ডানা ইত্যাদি এবং শেষে মাথা।



বেরিয়ে আসা পূর্ণাঙ্গ ক্ষণিক বিশ্রাম নেয় সদ্য পরিত্যক্ত খোলসের সামনে 



এবং তারপর উড়ান দেয় আসমানের পথে।





তথ্য সাহায্যে

Biology of animals vol I

By Ganguly Sinha Adhikari

এবং

ব্রিটিশ ড্রাগোনফ্লাই সোসাইটি।

Photo gallery





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়