অক্ষয় অবয়ব ১
🏺⚱️📜অক্ষয় অবয়ব🏺⚱️📜 {{{{{{{{{{{{{{{{{{{{{}{}{}{}}}}}}}}}}}}}}}}}}}}}} 🗿পর্ব ১🗿 জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে? জানে বটে এ জীবন, যৌবন চিরস্থায়ী নয় তবুও মানুষের শখ ষোলো আনা। নিজেকে মায় নিজের কীর্তিকে অমর রাখার প্রয়াসে প্রকৃতির প্রাকার লঙ্ঘন করতেও পিছপা নয় সে। নাহি, মা, ডরি শমনে; মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে! নিজেকে অমর করার প্রয়াসে অতীতে কত কি করেছে মানুষ। মন্ত্র তন্ত্র যন্ত্র নানা প্রকরণে নিজেকে করে তুলতে চেয়েছে অক্ষয়। অতীতের অমৃত তথা Elixir of life এর সন্ধান (alchemy) অ্যালকেমি, জন্ম দিয়েছে বর্তমান রসায়নের। যখন মৃত্যুকে পর্যদুস্ত করতে ব্যার্থ হয়েছে, তখন চেয়েছে নিজ অবয়ব অক্ষয় রাখতে। মানুষের সেই প্রচেষ্টার নিদর্শন মৃতদেহ সংরক্ষণ। ================================= কথায় আছে ' নরম মাটির মানুষ পেলে সবাই কাটে আঁচড়', যে আজ্ঞে মাটিতে উপস্থিত জলের কারণে সেটি হয় নরম, কিন্তু যদি সমস্ত জল সরিয়ে ফেলা যায় ❔ শক্ত মাটিতে সময়ের আঁচড় পড়তে সময় লাগে। ঠিক এই ব্যা