শেষ অবশেষ
💀💀☠️🦴শেষ অবশেষ💀☠️🦴💀 €₹¥€€₹¥₱£¢$৳¥₱£¢$৳₱£¢$৳€₹¥₱£¢$ প্রকৃতির একমাত্র চরম এবং পরম সত্য মৃত্যু। ক্ষুদ্র বা বৃহৎ যে জীব জন্ম নিয়েছে, সংক্ষিপ্ত বা দীর্ঘ জীবন যাপনের পর মৃত্যু তাকে গ্রাস করবেই। প্রিয়জন পরিজন দুদণ্ড চোখের জলে মনের জ্বালা জুড়িয়ে অবশেষে তোড়জোড় শুরু করবে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে।আমাদের সমাজে আমরা মূলত মৃতদেহকে কবর দিতে কিংবা শ্মশানে চিতায় পোড়াতে দেখি এবং খুব কম ক্ষেত্রে দেখা যায় শিক্ষার উদ্দেশ্যে দেহ দান, চিকিৎসার প্রয়োজনে অঙ্গদান। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় মৃতদেহ সৎকারের এমন সব অদ্ভুত প্রথা প্রচলিত আছে বা ছিলো, যেগুলো সম্পর্কে জানলে শিহরিত এবং বিস্মিত হতে হয় বৈকি। বিচিত্র সেসব সৎকার সংস্কৃতির কাহিনী আজ শোনানো যাক। 🦅🦅আকাশ-সমাহীতকরণ🕊️🕊️ Sky burial তথা আকাশ-সমাহীতকরণ নামক এই প্রথাটির চর্চা করা হয় তিব্বতে। তিব্বতী ভাষায় এ প্রথাটির নাম ‘ঝাটর’, যার অর্থ পাখিদের খাদ্য দেয়া। সাদা কাপড়ে মুড়িয়ে মৃতদেহটিকে প্রথমে পাহাড়ের উপরে দেহ সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা সন্নাসীরা এরপর কাপড় সরিয়ে কুড়াল দিয়ে দেহটিকে টুকরো টুকরো করে ফে