পোস্টগুলি

শেষ অবশেষ

ছবি
              💀💀☠️🦴শেষ অবশেষ💀☠️🦴💀          €₹¥€€₹¥₱£¢$৳¥₱£¢$৳₱£¢$৳€₹¥₱£¢$ প্রকৃতির একমাত্র চরম এবং পরম সত্য মৃত্যু।  ক্ষুদ্র বা বৃহৎ যে জীব জন্ম নিয়েছে, সংক্ষিপ্ত বা দীর্ঘ জীবন যাপনের পর মৃত্যু তাকে গ্রাস করবেই। প্রিয়জন পরিজন দুদণ্ড চোখের জলে মনের জ্বালা জুড়িয়ে অবশেষে তোড়জোড় শুরু করবে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে।আমাদের সমাজে আমরা মূলত মৃতদেহকে কবর দিতে কিংবা শ্মশানে চিতায় পোড়াতে দেখি এবং খুব কম ক্ষেত্রে দেখা যায় শিক্ষার উদ্দেশ্যে দেহ দান, চিকিৎসার প্রয়োজনে অঙ্গদান। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় মৃতদেহ সৎকারের এমন সব অদ্ভুত প্রথা প্রচলিত আছে বা ছিলো, যেগুলো সম্পর্কে জানলে শিহরিত এবং বিস্মিত হতে হয় বৈকি। বিচিত্র সেসব সৎকার সংস্কৃতির কাহিনী আজ শোনানো যাক।         🦅🦅আকাশ-সমাহীতকরণ🕊️🕊️ Sky burial তথা আকাশ-সমাহীতকরণ নামক এই প্রথাটির চর্চা করা হয় তিব্বতে। তিব্বতী ভাষায় এ প্রথাটির নাম ‘ঝাটর’, যার অর্থ পাখিদের খাদ্য দেয়া। সাদা কাপড়ে মুড়িয়ে মৃতদেহটিকে প্রথমে পাহাড়ের উপরে দেহ সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা সন্নাসীরা এরপর কাপড় সরিয়ে কুড়াল দিয়ে দেহটিকে টুকরো টুকরো করে ফে

গজ গাথা

ছবি
  🦣🐘🦣🐘গজ গাথা 🐘🦣🐘🦣 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  কথায় আছে হস্তীমূর্খ, তবে হাতি মোটেই মূর্খ জানোয়ার নয়। বরং এই হাতির মাথার ঘি তথা ঘিলু ছিল মানুষের খাদ্য।প্রস্তরযুগের প্যালিওলিথিক সময়ের প্রাচীন মানুষেরা বিলুপ্ত প্রজাতির হাতির বিশাল মাথা খেয়ে জীবনধারণ করতো বলে নতুন একটি গবেষণায় জানা গেছে।গবেষকরা জানান, বিভিন্ন প্রজাতির প্রাগৈতিহাসিক ওই  মানুষেরা প্রোটিন ও চর্বিজাতীয় খাদ্যের একটি মূল্যবান উৎস হিসেবে হাতি শিকার করতো। ইসরায়েলের তেল আবিব ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাভাইড অ্যাগাম ও রান বারকেই, হাতির মাথা আবিষ্কৃত হয়েছে, এমন প্রত্নতাত্ত্বিক সাইটগুলোর সংখ্যা পর্যালোচনা করেছেন। তারা গবেষণা করেছেন প্রাচীন বিশ্বজুড়ে প্রথম মানুষেরা বসবাস করেছে এমন সব সাইটগুলোতে গিয়ে। যেমন- আফ্রিকার বর্তমান জিবুতির ১৩ লাখ থেকে ১৬ লাখ বছর, ইসরায়েলের ৫ লাখ বছর ও ৮ লাখ বছর এবং আধুনিক রাশিয়া ও ইউরোপের ১৩ হাজার বছর থেকে দেড় লাখ বছর বয়সী মানুষের বসবাসস্থলগুলো থেকে হাতির মাথা পাওয়ার তথ্য জানান তারা। যেমন: ডেড সি’র হুলা উপত্যকার মধ্য প্লেইস্টোসিন যুগের গেসের বেনট ইয়াকভ সাইট থেকে ১৫৪টি হাতির দাঁত, পিঠের ভেতরের হাড়ে

হর্ষ-বিষাদ বিবরণী

ছবি
  😆😆😞☹️হর্ষ-বিষাদ বিবরণী 😆😞😆😞 ↑↓↑↓↓↑↓↓↑↓↑↓↓↑↓↓↑↓↓↑↓↓↑↓↑↓↑↓↓↑↓↓↑↓ সুখেও কেদে ওঠে মন এমনো হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু নয়ন সুখেও কেদে ওঠে মন সত্যিই তো, দুঃখে কাঁদবে সুখে হাসবে, বিপরীত কেন হবে? 😆😆😆আগে বলাযাক মানুষ হাসে কেন? বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা (stimuli) মস্তিষ্কের হাইপোথ্যালামাস এবং প্রভুগ্রন্থি পিটুইটারি থেকে ক্ষরণ করায় জৈব রসায়ন endorphin এন্ডোরফিন । এই এন্ডোরফিন হরমোনের অপর নাম feel-good hormone সুখী হরমোন। ব্যাথা (শরীরের বা মনের) কমাতে এই এন্ডোরফিনের ভূমিকা অশেষ। আধুনিক স্নায়ু শরীরবিদগণের মতে মস্তিষ্কের ventromedial prefrontal cortex (vmPFC) অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সের সন্মুখ ভাগের (prefrontal cortex (PFC) is the cerebral cortex covering the front part of the frontal lobe) অন্তর্বর্তী স্থানে সক্রিয়করণ তথা activation কারণ হয় এন্ডোরফিন হরমোনের অপর নাম feel-good hormone সুখী হরমোন ক্ষরণের। গবেষণায় আরো দেখা গেছে লিম্বিক সিস্টেমের অংশ বিশেষ এই হাসির সঙ্গে জড়িত। প্রসঙ্গত উল্লেখ্য এই limbic system লিম্বিক সিস্টেম মানব মস্তিষ্কের এক আদিমতম অংশ যা মানুষের বিভি