নৃশংস এক প্রাণীর কথা
নৃশংস এক প্রাণীর কথা
👺👺👺👹👺👹👿😈👿😈👺👹👺👹👺
"অপণা মাংসেঁ হরিণ বৈরী।
খনহ ন ছাড়অ ভুসুকু অহেরি"
≠≠=≠≠≠≈≈≈≈≈≈≈≈=≠≠≠≈≈≈≈≈≈≈≈=≠≠≠≈≈≈≈
"What if" অন্তর্জাল জগতে জনপ্রিয় এই অনুবর্তিতা অনন্ত সম্ভাবনার অনুসারী।
এবার একটি পরিস্থিতির কথা চিন্তা করা যাক..........
একটি সুন্দর সকালে আপনার ছোট্ট ৩ বছরের শিশুটি বাইরে খেলা করছে, স্ত্রী রান্না ঘরে ব্যাস্ত, আপনি আমার লেখাটির নিচে মন্তব্য করছেন, এমন সময় বিভিন্ন হাতিয়ার হতে একদল লোক বাড়িতে প্রবেশ করল,
→প্রথমে একজন ছোট্ট ৩ বছরের শিশুটিকে ঘুম পাড়ানি বাণ (ডার্ট) নিক্ষেপ করল,
অচেতন শিশুটিকে তুলে আলোচনা শুরু করল
অর্গান মাফিয়া কিভাবে শিশুটির বিভিন্ন ব্যাবহার যোগ্য অঙ্গ প্রত্যঙ্গ তুলে নেবে এবং পরিশেষে করোটি দিয়ে সুন্দর কাগজ চাপা বা paper weight তৈরি করবে, অত দাঁত সহ বাচ্চার খুলি ঠিক রক্ষসের মত লাগবে।
→এসব দেখে আপনার স্ত্রী রান্নাঘর থেকে সব্জী কাটার চাকু হাতে ছুটে আসতে থাকল।
তাকে ছুটে আসতে দেখে একজন ঠিক কপাল বরাবর গুলি চালালো। তার নিথর দেহের মাথায় পা দিয়ে সেই হত্যাকারী নিজের বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে ও তোলাতে লাগল।
তারপর চামড়াটা ছাড়িয়ে ওটা দিয়ে কত কি করাযাবে তার আলোচনা করতে লাগল।
→আপনি জানেন, এদের সঙ্গে আপনি পেরে উঠবেন না। আপনি লুকিয়ে সব হত্যাকারী দলটিকে দেখতে থাকলেন এবং ভবিষ্যতে
चुन चुन के मरूँगा ভেবে পালাতে গেলেন। হটাৎ একজনের ছোড়া গুলি আপনার গোড়ালি গুড়িয়ে দিল।
এতদূর পরে যদি ভাবেন “𝐑" rated গল্প করব তবে বিলুকুল ভুল ভাবছেন।
এটি বাস্তব, তবে ওই হতভাগ্য পরিবারটি আপনার নয়,
দাঁত, শিং, লোম, ক্ষুরের লোভে বলি হওয়া কোনো পশু পরিবারের।
কিভাবে আসুন দেখি.............
মারিত গন্ডার, লুটিত ভান্ডার
🦏🦏🦏🦏🦏🦏🦏🦏🦏🦏🦏🦏🦏🦏🦏
সমগ্র পৃথিবীতে হয়ত মাত্র ২৩,০০০ -- ২৭০০০ গন্ডার বেচেঁ আছে, প্রতিমাসে চোরা শিকারীর হতে ২০ টির মত গন্ডার মারা যায় দক্ষিণ আফ্রিকায়। উন্নত প্রযুক্তির night vision equipment, body Armor এবং হেলিকপ্টার ব্যাবহার করে চলে এই হত্যালীলা বিভিন্ন ক্রাইম সিন্ডিকেটের দ্বারা।
কি গল্পের সাথে মিল পাচ্ছেন????
তো এদের মারা হয় মূলত খর্গের জন্যে,
কি হয় এই খর্গ দিয়ে?
"অপুত্রের পুত্র হয়। নির্ধনের ধন,
অন্ধের চক্ষু হয়,অশরণের শরণ
আইবুড়োর বিয়ে হয়,অন্তিমে স্বর্গে গমন"
তো কি এই খর্গ, আপনার চুল ও নখ যেমন ঠিক তেমন কেরাটিন নির্মিত কাঁটা, যা আসলে জানোয়ারটির বিশেষ ধরনের চুল, ভাবা যায়?
-----------------------------------------------------------------
নেকড়ে
🦊🐺🦊🐺🦊🐺🦊🐺🦊🐺🦊🐺🦊🐺🦊
খেলাচ্ছলে হ্যাঁ, খেলাচ্ছলে এবং চামড়ার জন্যে বিগত কয়েক শতক ধরে নেকড়ে শিকার হয়ে এসেছে। কালো লাল নেকড়ে বিলুপ্ত, কালো ধূসর নেকড়ে কষ্মিত কদাচিৎ চোখে পড়ে।
কি হয় চামড়া দিয়ে, রকমারি পোশাক, চামড়া সংরক্ষণ করে বৈঠকখানায় সাজিয়ে রাখা ইত্যাদি।
এখন ওদের আটকে রেখে কোনো কোনো দেশে কুকুরের নতুন প্রজাতি অর্জনের চেষ্টা চলছে।
গল্প মিলছে?????
-----------------------------------------------------------------------
লেমুর
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
বড় চোখের এই প্রাইমেট দের মধ্যে ৯০% মাদাগাস্কারে পাওয়া যায়। পৃথিবীর কোনো স্তন্যপায়ী এতটা সংখ্যাহ্রাসের মধ্যে নেই যতটা এই প্রাণীরা,
কেন এদের হত্যা চলছে??
আরে একটু local delicacy চেখে দেখবেন না??
এদের মাংসই এদের শত্রু।
গল্পের সাথে অমিল পেলেন?
----------------------------------------------------------------------
গোরিলা
🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍
সামাজিক এই জীবের বাসস্থান আমাদের উন্নয়নের ঠেলায় ওষ্ঠাগত। তাছাড়া জিভের স্বাদ বদলাতে চান তো গরম গরম গোরিলার ঝোল হয়ে যাক। আন্তর্জাতিক অবৈধ মাংস পাচারে এদের মাংস লিপিবদ্ধ।
এদের মাথা , হাত বা পা দিয়ে মূল্যবান ঘর সাজানোর জিনিষ , পদক ইত্যাদি তৈরি হয়।
গল্প কি মিলল?
__________________________________________
পায়ে পড়ি, বাঘ মামা
কোরনাকো রাগ, মামা
🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅🐅🐅🐯🐯🐯🐯
কত সহজে প্রশ্ন করা যায় না..
"সুন্দরবনের বাঘ মানুষখেকো হয় কেন?"
সমস্ত পৃথিবীতে ৩২০০ থেকে ৩৯০০ টি বাঘ হয়ত জীবিত আছে।
অক্ষিগোলক, গোঁফ, হাঁড়, দাঁত ইত্যাদি বিভিন্ন ওষুধ, না না সাধারণ ওষুধ নয়, तिलिस्मी গুণ সম্পন্ন ওষুধ।
बब्बर शेरो এর মাথার ঘি, কম ব্যাপার,
जायसी कीमत वैसी हिम्मत।
চামড়া সৌখিন বস্ত্র, পদক, ঘর সাজানোর জিনিষ ইত্যাদি তে কাজে লাগে।
হাঁড়ের গুঁড়ো মদে মিশিয়ে টাইগার ওয়াইন।
আরে লেজটিও অনেক দামে বিক্রি হয়।
তাদের অবস্থল এখন আমাদের নিবাস। তাদের চারণ ভূমি এখন আমাদের গবাদিপশু পালন এর জায়গা।
এরপর তারা যদি বিদ্রোহী হয় তখন কি নিরপরাধ প্রশ্ন "সুন্দরবনের বাঘ মানুষখেকো হয় কেন?"
জিম করবেট ও সম্রাট অশোকের মধ্যে একটি সাদৃশ্য খুঁজে পেয়েছি, দুজনেই প্রথমে হত্যা ও পরে
সংস্থাপন করেছেন।
যাই হোক আমার গল্পের সাথে অমিল পাওয়া গেল?
______________________________________
বলি এত কচকচির কি আছে?? কিভাবে থামানো যায় তাই আলোচনা হোক না.......
✓ ম্যাজিক রেমিডি বলে কিছু হয় না।
¶ যদি বাঘের হাড়ের গুঁড়ো তে কাজ হয় তবে যে কোনো জানোয়ারের হাড়ের গুঁড়ো তেই হবে।
সুতরাং প্রয়োজন শিক্ষা।
¶ যৌন শিক্ষা পাঠক্রম বহির্ভূত তাই এর পাঠ শুরু হয় ইংরেজি বর্নমালার ২৪ তম অক্ষরটি দিয়ে।
এবং এ থেকে মেলে বিকৃত যৌন শিক্ষা।
যার শিশ্ন যত বড় সে তত বেশি আবেদন পূর্ন ,
যতক্ষণ রতিক্রিয়া ততক্ষণ আনন্দ,
এই ধারণা ঠেসে ঠেসে ঢোকানো হয় মগজে।
সুতরাং কি ভাবে বাড়বে?? কেন গন্ডারের খর্গ আছেই ত।
আরে গন্ডারের খর্গ যে কাজ দেবে নিজের নখ গুঁড়ো সেই কাজ দেবার কথা।
শুনেছি সোয়া সস চায়নায় চুল দিয়ে তৈরি। সুতরাং ওটিও চেখে দেখুন, কিন্ত এই প্রাণীদের বাঁচার সুযোগ থেকে বঞ্চিত করবেন না।
¶ প্লাস্টিক প্লাস্টিক করে চেছাচ্ছেন? ওটিকে দিয়ে তৈরি করুন চর্ম সদৃশ বস্তু যা দিয়ে বস্ত্র এবং সাজানোর জিনিষ ইত্যাদি তৈরি করা যায়, এদের
: "खाल खींचकर भूसा भर देना". তে কি বীরত্ব আছে?
¶ দেয়ালে টাঙানোর জিনিষ পাচ্ছেন না? কেন ঝুলন্ত টবে গাছ কি খুব খারাপ দেখবে??
✓ যখন কেনা বন্ধ হবে বেচা আপনে আপ বন্ধ হতে বাধ্য।
→আপনি কি বলেন?
→এই উপায় গুলি ছাড়া আর কোনো উপায় জানা আছে?
→পশুদের নির্বিচারে হত্যা বা বন্দী সম্পর্কে →আপনার মতামত কি?
→জানতে চান কি আর কোন কোন পশু এই দুর্ভাগ্যের স্বীকার?
কলমে গৌতম
তথ্য সাহায্যে:::
Ω https://www.britannica.com/list/10-of-the-most-famous-endangered-species
Ω
https://onekindplanet.org/top-10/top-10-worlds-most-endangered-animals/
Ω
https://lowvelder.co.za/708902/kruger-employees-in-court-after-found-with-rhino-horns/
Ω
https://londonnewstime.com/illegal-wolf-skin-rug-and-monkey-skin-jacket-seized-by-tooting/87108/
Ω
https://en.m.wikipedia.org/wiki/Bushmeat
Ω
https://www.smithsonianmag.com/science-nature/why-people-turn-lemurs-and-other-endangered-animals-dinner-madagascar-180958574/
→https://news.mongabay.com/2017/01/trade-in-skulls-body-parts-severely-threatens-cameroons-great-apes/
→https://crownridgetigers.com/the-illegal-trade-in-tiger-parts
→https://www.pbs.org/wgbh/nova/article/21st-century-threat-wildlife-cyberpoaching/?amp=1
→
http://www.takepart.com/article/2014/06/26/csi-tiger-dna-evidence-helps-convict-three-tiger-poachers-india
পৃথিবী তে মানুষই সবচেয়ে নৃশংস প্রাণী.
উত্তরমুছুনhttps://golpokothaybiggayan.blogspot.com/2021/12/blog-post_58.html?m=1
উত্তরমুছুন