মাট্রিফেজি বা মাতৃভোজী জীব



                        মাতৃভোজী

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

চারিদিকে ছি ছি কার পরে গেল, ফটিকের কান্ড!! তিলে তিলে বড় করে তুলেছিল বিধবা মা, অপদার্থ ফটিক মায়ের বাক্স ভেঙ্গে সব নিয়ে হওয়া.......

চায়ের দোকানে সেই আলোচনাই চলছিল.............

🧓:: অপগণ্ড পোলা, হালায় মায়ের সম্পত্তি নিয়া ভাগসে, মা ডারে পথে বসাইলো হালায়, এমনডা কেউ করে????

🧑‍🦳::: সেই ভাবে দেখতে গেলে প্রকৃতিতে এ ঘটনা বিরল নয়।

🧓:: ছেমরা কয় কি?? প্যাটের বাচ্চা মায়ের দুশমন!?? হালায় পাগলা কুত্তা কামরাইসে......

🧑‍🦳::: না না তা কেন?? মাট্রিফেজি বা মাতৃভোজী জীবের উদাহরণ আছে।

🧓:: হুনি.....

🧑‍🦳:: 

           কালো জরি জাল বুনুনে মাকড়

🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️

Amaurobius ferox বা black lace weaver বা কালো জরি জাল বুনুনে মাকড়, ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিশেষত অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে দেখা যায়, এবং এরা নিশাচর।

মা মাকড় প্রায় তিন সপ্তাহ যাবৎ ডিম থলির কাছে থাকে ও তাতে তা দেয়। এবং তা দেওয়া শেষ হলে ডিম থলি বিদীর্ণ করে সন্তানদের পৃথিবীর আলো দেখায়।

ক্ষুদে শিশুরা কি খাবে? তাই পুষ্টিতে ভরপুর একধরনের ডিম পাড়ে পুষ্টি ডিম্ব বা trophic egg।

তারপর, শিশুরা একটু বড় হয়েছে কিন্ত ক্ষুধাও বেড়েছে বৈকি!

এরপর মা এক সংকেত পাঠায় " ভক্ষতি মে"

সন্তানরা ধীরে ধীরে মা কে গ্রাস করে.......

🧓:: ছেমরা কয়কি?? 

🧑‍🦳:: তা ছাড়াও কাঁকড়া মাকড়, মরু মাকড় প্রভৃতির ক্ষেত্রে এ জিনিষ দেখা যায়.....

🧓:: হুঁদু মাকোসসা???

🧑‍🦳:: তা কেন??

বন্ধু পোকা  

                       ছদ্ম কাঁকড়া বিছে

🦂❌🦂❌🦂❌🦂❌🦂❌🦂❌🦂❌🦂

ফসল নষ্ট কারি পতঙ্গ দের শত্রু এই ছদ্ম কাঁকড়া বিছে বা pseudo scorpion( paratemnoides nidificator)। ৩৮০ মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান সময় কাল থেকে এদের দেখা মেলে।

তো ডিম ফুটে ক্ষুদে রা বাইরে বেরিয়ে এলে মা তাদের জন্যে অপেক্ষা করে। সন্তানেরা মায়ের পা জড়িয়ে ধরে এবং পদ সন্ধি থেকে খাওয়া শুরু করে........

🧓:: সত্যি, মায়ের তুলনা পাওন মুশকিল...... স্তন্য দিয়া, দেহ দিয়া সন্তনেরে পালে......

🧑‍🦳:: তা সত্যি, খুব সত্যি, এক অন্ধ মায়ের কথা বলি


                      অন্ধ উভচর সাপ 

🪱🐍🪱🐍🪱🐍🪱🐍🪱🐍🪱🐍🪱🐍🪱

প্রথম দর্শনে কেচো মনে হলেও এরা উভচর,মেরুদণ্ডী সাপ জাতীয় প্রাণী নাম (caecilian) সিসিলিয়ান যার লাতিন অর্থ অন্ধ!!

( Boulengerula taitana এবং siphonops annulatus)

তো ডিম ফুটে বাচ্চা বের হয়ে তাদের ছোট্ট দাত দিয়ে মায়ের দেহের বহিত্বক খুবলে খুবলে খেতে থাকে।....

🧓:: আহা রে মা ডার না জানি কত কষ্ট হয়.......

কথায় আসে কু পুত্র যদিও হয়, কু মাতা কভু নয়....

🧑‍🦳:: উম, প্রকৃতিতে সার্থপর মা ও হয়, সে কথা পরে হবে আগে ফটিক কে খোঁজা দরকার......

🧓:: হালায় রে পাইলে চাটাইয়া চাটগাঁ দেহায় দিমু............


পরিবেশ গরম, পরে কথা হবে.........


কৃতজ্ঞ অন্তর্জালের,

 চিত্র সত্ত ......

সকলই তাদের।















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার