মাংসাশী শাকাহারী প্রাণী কথা


                      মাংসাশী শাকাহারী 

🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🍗🍖🍗🍖🍗🍖

পাইকারি ঠাকুমার রাগ দেখে কে? "অবাগীর ব্যাটা" থেকে শুরু হয়ে ছিল, এখন "ওলা ওঠায় মরবি" চলছে..........

ধোপদুরস্ত নিরামিষাশী সর্বজনীন এই ঠাকুমা কে 

" মাছ ভাজা খাবা" বললে ক্ষেপে ওঠেন।

শুভেন্দু স্যার রাস্তা দিয়েই যাচ্ছিলেন, পরিস্থিতি বুঝে বখাটে ছেলের পাল তাড়িয়ে ঠাকুমা কে নিয়ে পড়লেন.....................

🧑🏿‍🔬:: শান্ত হয়ে বল দেকি কি হয়েছে?

👵🏿:: মুকপোড়া, অবাগীর পোলা গুলান মাছ খাতি কয়। আমি আমিষ জিনিষ ছুয়ে দেকি না কো.... সব কটারে ধরি নাতি মারতে অয়।

🧑🏿‍🔬:: আচ্ছা বলত গরু কি খায়?

👵🏿:: কেন? নেকা পড়া শিকেচ আর এটাও জাননি গরু শাকাহারী জীব, ঘাস কায় ঘাস🙏🏾🙏🏾।

🧑🏿‍🔬:: যদি বলি মরা জীবের হাড় ও খায়! কি বিশ্বাস হল না? শোনো তবে...........

                           হাড় ভক্ষণ

🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

জীবকুল প্রয়োজনের দাস। কোনো কোনো পরিস্থিতিতে নিপাট নির্ভেজাল তৃণভোজী বা উদ্ভিদ্ভোজী জানোয়ার মরা জীবজন্তুর হাড় খেয়ে থাকে, ঘটনাটিকে বলা হয় Osteophagy বা 

হাড় ভোজী। এখন হয়েছে কি প্রাণীদেরমধ্যেও আমাদের মত ক্যালসিয়াম , ফসফরাস ইত্যাদির প্রয়োজন হয়। মানুষ হলে চট করে ক্যালসিয়াম বড়ি খেয়ে নেবে, প্রাণীরা পাবে কই? তাই মৃত জন্তুর হাড় এরা চিবিয়ে খায়।

জিরাফ, উট, লাল হরিণ, সারং, কৃষ্ণসার হরিণ, এমনকি গরু বলদ প্রভৃতি তৃণভোজী প্রাণীরা এইভাবে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস এর চাহিদা মেটায়।

👵🏿:: অ ঠিকই কইছ, গত বার কোমরের ব্যাথায় হরেন ডাক্তার ক্যালসম খাইতে কইসিলো।

🧑🏿‍🔬:: আচ্ছা হরিণ কি খায় বলত?

👵🏿:: ওইয়াও ঘাসই খায়, আর এহোন জানলাম হাড্ডি চিবায়.....

🧑🏿‍🔬:: যদি বলি পাখি মেরে খায়!?!? বিশ্বাস হল না?

                  কুরঙ্গ কর্তৃক বিহঙ্গ ভক্ষণ

🦌🦜🦌🦜🦌🦜🦌🦜🦌🦜🦌🦜🦌🦜🦌

সাদা পুচ্ছ হরিণ বা white tailed deer বা ভার্জিনিয়া হরিণ

 বিজ্ঞান সম্মত নাম Odocoileus virginianus।

শিকড়, পাতা, ক্যাকটাস, ঘাস ইত্যাদি এদের খাদ্যতালিকা সম্মত খাবার।

কিন্ত হু হু, সুযোগ পেলেই এরা বাসা বানানো ছোট ছোট গাইয়ে পাখি বা song bird বা oscines দের এবং লম্বা লেজের field mouse বা মেঠো ইঁদুর বিজ্ঞান সম্মত নাম Apodemus sylvaticus দের মেরে খায়।

এদের পাকস্থলীর চারটি প্রকোষ্ঠ এবং এর ফলে নানা ধরনের খাবার এরা হজম করতে পারে।

বলা হয় প্রোটিনের ঘাটতি মেটাতে এদের এই কাজ।

👵🏿:: হ অবাগীর ব্যাটা হরেন ডাক্তার আমারে ডিম খাইতে কইশিলো.............

🧑🏿‍🔬:: বাঘ সিংহ কখনো কখনো স্বজাতীয় শাবক মেরে খায়, হুলো বিড়ালের এই বদনাম আছে। কিন্তু শুনেছ উদ্ভিদ্ভোজী জানোয়ার এটা করে?

👵🏿:: হ কও, কালে কালে কি যে হলো! পুলি পিঠার নেজ গজালো.........

🧑🏿‍🔬:: বিশ্বাস করো, আচ্ছা শোনো....

                 दरियाई घोड़ा बदमाश थोड़ा

🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛

दरियाई घोड़ा বা river horse বা জলহস্তী বা hippopotamus 

বিজ্ঞান সম্মত নাম Hippopotamus amphibius

প্রধানত উদ্ভিদ্ভোজী এবং আংশিক জলচর দীর্ঘদেহী এই প্রাণীর স্থান হাতি ও গন্ডারের পরেই।

কিন্তু প্রায়শই এদের দেখাগেছে জলা জায়গার পাশে পরে থাকা মৃতদেহের মাংস এরা খুবলে খাচ্ছে।

এদের স্বজাতিভুক্ বা cannibal বলেও বদনাম আছে। প্রোটিনের অভাব বা ধকল stress এদের স্বজাতিভুক্ বা cannibal করে তোলে।

👵🏿:: আমার বৌমাডা পুলাডার মাথা চিবাইয়া খায়......

🧑🏿‍🔬:: তোমার বৌমার খবর জানিনা, তবে খরগোশ খায়, শুনবে শোনো.....

               Rabbit has a bad habit

🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰

খরগোশ বা rabbit বা bunny 

বিজ্ঞান সম্মত নাম Oryctolagus cuniculus,

ঘাস, পাতা, গাজর ইত্যাদি এদের খাদ্য।

এখন যদি -----------→

✓ মৃত সন্তান প্রসব হয়....

✓ জন্মের পর অমরা বা placenta খাওয়া জন্তুদের একটি অভ্যাস, একে placentophagy বা placentophagia বা অমরা ভক্ষণ বলে,

এখন সদ্যোজাতকে অমরা ভেবে বসলে....

✓উদ্বেগ,আতঙ্ক, বা শিকারীর ত্রাসে থাকলে, শিকারীর নজর যাতে না পরে সেই ভেবে.......

✓ জন্মদানের শক্তিক্ষয় জনিত কারণে....

✓শিশুদের সঙ্গে স্থান ভাগ না করে নিতে চাইলে বা ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী কমাতে.......

✓ দুর্বল শিশুর জন্ম হলে.......

মা সন্তানদের ভক্ষণ করে।

👵🏿:: আমি মাছ ভাজা খাইলে কোন দোষ হৈবনা তো????

🧑🏿‍🔬:: आप रुचि खाना पर रुचि पहनना , যদি ইচ্ছে হয় খেতে কোনো বাঁধা নেই, আমিষ খাবো, নিরামিষ খাবো, এই প্রভেদ আমাদের সৃষ্টি, 

প্রয়োজনে খাদ্য খাদ্যই........






আপনাদের কি মত???


কলমে গৌতম



সংবাদ খাদ্য ভান্ডার (NEWSFEED):::

★ https://en.m.wikipedia.org/wiki/Osteophagy

★https://www.outdoorlife.com/photos/gallery/hunting/2009/10/meat-eating-deer/


‡ https://www.buckmanager.com/2009/09/25/poor-nutrition-doe-eats-a-fawn/


★https://www.syracuse.com/us-news/2015/03/deer_eat_birds_video.html


‡https://www.rabbitcaretips.com/how-to-stop-a-rabbit-from-eating-her-babies/


★https://hutchandcage.com/why-do-rabbits-eat-their-young/


★https://youtu.be/h_yGivHRl4Y

































মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়