হিংস্র পিতার কাহিনী


                   জিঘাংস জনক

😈👿👺👹😈👿👺👹😈👿😈👿👺👹

জুন মাসের তৃতীয় রবিবার কত তারিখ পড়েছে?

কথা হচ্ছিল টিচার্স রুমে টিফিন পিরিয়ডে, এমন সময় মূর্তিমান আশঙ্কা সংস্কৃত ও ইতিহাসের গোপাল স্যার এসে হাজির, এদিকে বিজ্ঞানের শুভেন্দু স্যারের সবে খাওয়া শেষ হয়েছে.......

এবার যে আলোচনা হবে তাতে হবে 

হিতে বিপরীত!!!!!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🧔:: কি প্রকার বার্তালাপ চলিতেছে?

🧑‍🔬:: ওই কথা হচ্ছিল জুন মাসের তৃতীয় রবিবার কত তারিখ পড়েছে? ওই দিন আন্তর্জাতিক

 পিতৃ দিবস কিনা!!

🧔:: মূর মানব, প্রতি একটি দিবসই পিতৃ দিবস, তাহার সুনির্দিষ্ট দিবস থাকিবে কি??

পিতা স্বর্গ পিতা ধর্ম: পিত্য হি পরমং তপ: পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা ........

🧑‍🔬:: হ্যা তবে সব বাবা একরকম হয় না, কিছু বাবা আবার সন্তান ঘাতক হয়ে থাকে......

🧔:: অস্থিরমতি উন্মাদ!! এ হেন বাক্য সাপেক্ষে উদাহরণ উপস্থিত আছে??

🧑‍🔬:: হ্যা তা আছে, বলি তবে

                     বালুকা গবি মাছ

🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠

স্যান্ড গোবি ( pomatoschistus minutus) কে অন্যান্য নাম যেমন পলিউইগ বা পল্লিবাইট নামেও ডাকা হয় তবে আদপে এরা কাঁটাওয়ালা ডানা যুক্ত সামুদ্রিক মাছ।

পুরুষ মাছ সমুদ্রের নিচে বালুকাময় ভূমিতে ঝিনুক বা ওইজাতীয় খোলের নিচে বাসা বাঁধে স্ত্রী কে প্রলুব্ধ করে।

মিলনের পর স্ত্রী তাতে ডিম দেয়। পুরুষ তার রক্ষণাবেক্ষণ করে, কিন্তু সুযোগ বুঝে রক্ষক ভক্ষক হয়ে ওঠে।

✓কিছু ডিম বাবার পেটে চালান যায় যাতে বেশি তা না দিতে হয়।

✓বড় ডিম ফুটতে দেরি হয়, তাই খেয়ে ফেলে নিশ্চিন্ত হয় বাবা

✓কোনো কোনো সময় বাবা পাহারাই দেয় না অথবা সমস্ত ডিমটা তার পেটে চলে যায়......

-----------------------------------------------------------------

🧔:: আহা! শুভবুদ্ধি হীন মূঢ় জলচর, ইহাতেই প্রমাণ হইল জনক জিঘাংস হইয়া থাকে???

🧑‍🔬:: তা কেন? প্রয়োজন হয় তাই খায়, এই যেমন

                         আততায়ী কীট

🪲🪲🪲🪲🪲🪲🐞🐞🐞🐞🐞🐞🪲🪲🐞

Assassin bug বা আততায়ী কীট দের বিভিন্ন আকার, নানা প্রকার এবং নানা স্থানে এদের নিবাস।

তো এইরকম একটি আততায়ী কীট rhynocoris (Rhynocoris iracundus) যারা তাদের ডিমের খুব যত্ন নেয় যতদিন না তারা ফুটছে।

তো যত্ন নিতে গিয়ে বাবা কিছু ডিম নিজে খেয়ে নেয়। আরে পাহারাদারী মেহনতের কাজ তো, তাই.

---------------------------------------------------------------------

🧔:: মস্তিষ্কহীন মূর্খ কীট!! তাহাতে কি প্রমাণ হইল?

🧑‍🔬:: ও বুদ্ধিমান খুঁজছেন!! কেন আপনাদের বিস্নুশর্মা রচিত পঞ্চতন্ত্রে আছে না বুদ্ধিমান ভল্লুকের কথা...

        উত্তর আমেরিকার বাদামী ভাল্লুক

🐻🐻🐻🐻🧸🐻🐻🧸🐻🐻🧸🐻🐻🧸🐻

ঘুষরবর্ন ভাল্লুক বা উত্তর আমেরিকার বাদামী ভাল্লুক বা grizzly bear ( ursus arctors horribills) সর্বভুক্ এবং একাকীপ্রিয়।

তবে মিলনকালে কাছে আসতে হয় পুরুষ ও

নারীর।

মা ভাল্লুক ২ বছর অবধি শাবকের প্রতিপালন করে যে সময়ে তারা মিলনে অনিচ্ছুক থাকে।

তো মিলন আগ্রহী অন্য পুরুষ কি করে? হ্যাঁ তারা ওই দুধের শিশুদের হত্যা করে ও ভক্ষণ করে।

যদি সেই শাবকের পিতা নিজে মিলনমদে চূর্ণ থাকে তবে নিজের ঔরসজাত সন্তান ভক্ষণে পিছপা হয় না, কামেচ্ছা পূরণের লক্ষ্যে.......

🧔:: হীনবুদ্ধি, ইন্দ্রিয়লোলুপ, স্বজাতিভুক ইতর প্রাণীর কীর্তি কীর্তন স্তব্ধ কর হে অর্বাচীন.......

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-___-_-_-_-_-_-_-

🧑‍🔬:: আরে বন-নরেশ এর কীর্তি শুনুন মানে বনের রাজা সিংহ.....

                   পশুরাজ সিংহ বৃত্তান্ত

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

সিংহ( panthera leo), ভারত ও আফ্রিকায় এদের নিবাস। পুরুষ সিংহের কাজের মধ্যে দুই 'খাই আর শুই' । মা সিংহের প্রচুর কাজ, শাবক প্রতিপালন, শিকার(বাবা সাহায্য করে মাঝে মাঝে) ইত্যাদি।

তো দলে নতুন রাজা এলে পুরনো রাজার কোনো চিহ্ন রাখে না, এক্কেবারে চাণক্য নীতি শত্রুর শেষ রাখতে নেই। সন্তানহীন মা পুনরায় মিলোনুৎসুক হয়।

ইয়ে বলা ভাল বাড়ির চারপাশে ঘুরঘুর করা বিড়ালদেরও এক কাহিনী।

মেনি বেড়াল সবসময় হুলোর থেকে শাবকদের লুকিয়ে রাখে। শাবক হীন মা........

---------::::-------------::::::-----------:::::::-----------::::--

🧔:: অভিষ্ঠা! অশ্লিল ইতর আলোচনা রত অর্বাচীন! রসাতলে পতিত হ পাপিষ্ঠ মূঢ়.....

🧑‍🔬:: হ্যাঁ রসাতল মানে সমুদ্র তা হলে সামুদ্রিক পাখি পিজিয়ন গুইলেমট(ceppahus columba) বা সামুদ্রিক bass মাছের কাহিনী বলি....

🧔:: ওই হীনজ্ঞান প্রদানে কি লাভ মানষে? 

নৃশংস নিষ্ঠুর কীর্তি কীর্তন, শ্রদ্ধাবিহীন অনবধানতা অপগণ্ডের সৃষ্টির সূচনা করিবে সংসারে.......


বহুদিন পর রুটি আলু চচ্চড়ির বদলে শাবুর খিচুড়ি এনেছিলাম, এখন টক ঢেঁকুর উঠছে..........


ধন্যবাদান্তে;;

উইকি তে উকি

অন্তর্জালে ছাকি

কত কি অজানা

কতকটা ফাঁকি 




স্যান্ড গোবি ( pomatoschistus minutus) কে অন্যান্য নাম যেমন পলিউইগ বা পল্লিবাইট নামেও ডাকা হয় 

Assassin bug বা আততায়ী কীট 

Assassin bug বা আততায়ী কীট 

Assassin bug বা আততায়ী কীটের ডিম
ঘুষরবর্ন ভাল্লুক বা উত্তর আমেরিকার বাদামী ভাল্লুক বা grizzly bear ( ursus arctors horribills)

ঘুষরবর্ন ভাল্লুক বা উত্তর আমেরিকার বাদামী ভাল্লুক বা grizzly bear ( ursus arctors horribills)

panthera leo 


panthera leo শিশু হত্যায় ব্যাস্ত

সামুদ্রিক পাখি পিজিয়ন গুইলেমট
(ceppahus columba)


সামুদ্রিক bass মাছ








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার