নিষ্ঠুর মায়ের গল্প



                        করাল মাতৃত্ব
👹👹👹👹👹👹👹👹👹👹👹👺👹👹👹
ফাঁকা পিরিয়ড কম পাওয়া যায় , তাই টিচার্স রুমে একটু আয়েশ করে বাসা যাবে ভাবা গিয়েছিল, কিন্ত ভাবনা আর ঘটনা যদি মিলত!!! 
 সংস্কৃত ও ইতিহাসের গোপাল স্যার এবং বিজ্ঞানের শুভেন্দু স্যার মুখোমুখি.................
🧑‍🦲:::: মা মা মা 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 করালবদনি, শুভঙ্করি................
🧔:: সব মা শুভঙ্করি হয় না......
🧑‍🦲:: মৌন রহ হে অর্বাচীন, মা চির কালই শুভ বর প্রদায়িনী, দয়াময়ী, কল্যাণ স্বরুপা..........
🧔:: প্রকৃতিতে তার উল্টো উদাহরণ আছে, হয়ত ইতিহাসেও আছে.....
🧑‍🦲:: আছে বৈকি, আমেরিকার সুসান স্মিথ, বর্নবিদ্দেশী, নিষ্ঠুর মহিলা, দুই সন্তানের সলিল সমাধির খবর গোপন করে কোনো কাল্পনিক কালা আদমির উপর দোষ আরপন করেছিলেন.....
🧔:: এত সোজা নয়,প্রকৃতিতে দেখুন....
                      নিষ্ঠুর মা হার্প  সিল
🦭🦭🦭🦭🦭🦭🦭🦭🦭🦭🦭🦭🦭🦭🦭
আটলান্টিক এবং আর্কটিক সাগরের পারে দেখা মেলে এই হার্প সিল বা স্যাডল ব্যাক সিল বা গ্রীনল্যান্ড সিল নামক বহির্কর্ন বিহীন স্তন্যপায়ী প্রাণীর ( pagophilus groenlandicus)।
প্রায় ১১ মাসের গর্ভধারণকালের পর সন্তান পৃথিবীতে আসে।
প্রায় ১২ দিন যাবৎ  নিয়ত সন্তানের লালন যত্নদি করে। তারপর মিলনের ডাকে সামিল হতে ছেড়ে যায় তার শিশুকে, অসহায়, মেরু ঠান্ডায়, শিকারিদের মাঝে। শিশু না জানে সাঁতার না জানে শিকার শুধু ভাগ্য সহায় তার।এই ভাবে যে ভাগ্যক্রমে ৮ সপ্তাহ বয়সে পৌঁছায়, সে সাঁতার ও শিকার শিখে নেয়।
কি মায়ের কথা শুনে মেরুদন্ড দিয়ে হিমেল স্রোত বয়ে গেল না.........???
🧑‍🦲::হ্যা, থেরেসা নর ( theresa jimmie Francine  knorr  ) শুনেছিলাম তার ছয় সন্তানদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিলেন এবং তার মধ্যে দুজন কে হত্যাও করে ছিলেন........ তার চতুর্থ বিচ্ছেদের পর তিনি মানসিক সুস্থতা হারিয়েছিলেন হয়ত.................
🧔:: হ্যা মানব সমাজে স্বামী ধোঁকা দিলে বিচ্ছেদ ইত্যাদি হয়, দেখি প্রকৃতিতে কি হয়.....
                  শিশুঘাতী চড়াই 
🐦🐥🐤🐣🐦🐥🐤🐣🐦🐥🐤🐣🐦🐥🐤
কৃষক বন্ধু, প্রকৃতি বন্ধু এই পাখী ঘরোয়া চড়াই বা passer domesticus।
ভালোবেসে মিলে ঝুলে নারী পুরুষ বাসা বাঁধে। মিলন হয় ডিম পাড়ে স্ত্রী। দুয়ে মিলে সন্তান বড় করে। 
তবে!!! ওই যে Men Will Be Men, পুরুষের দ্বিগামিতা সর্বজন নিন্দিত।
যদিও পুরুষ( কিছু) চেষ্টা করে বিবাহবহির্ভূত প্রেয়সীর ঘর স্ত্রীর বসোতির থেকে দূরে হয়,
কিন্ত Women's Intuition, পালাবে কোথায়??
খুজে খুজে সেই সন্তানদের বের করে হত্যা করে স্ত্রী চড়াই যাতে নিজের সন্তান পিতার স্নেহ আরো বেশি করে পেতে পারে।
কি ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হল কি না???
🧑‍🦲:: ইএ, মারি আন কটন এই মহিলার কথা মনে পড়ল, যে তার তিন স্বামী, সতীন সন্তান ছাড়াও ২১ টি আরো মানুষের খুন করে ছিল বলে মনে করা হয়, ইতিহাসের কালো বিধবা.......খুনী মা.....
🧔::: খুনী মায়ের কথা যখন তখন..........
                 দুর্বল বিনাশিনী সারস
🦢🦩🦢🦩🦢🦩🦢🦩🦢🦩🦢🦩🦢🦩🦢
লম্বা দেহ,লম্বা গলা,লম্বা পায়ের পাখি এই সারস (ciconia ciconia)।
খাদ্য সল্পতা বা শিশুর দুর্বলতা কারণ যাই হোক, একাধিক শিশু থাকলে অপেক্ষাকৃত দুর্বল শিশুটিকে উচু বাসা থেকে নিচে ছুড়ে ফেলে নিষ্ঠুর মা...........
🧑‍🦲::Belle gunness এর হিংস্রতাও হার মানবে বোধ হয়!!!!!!!!!
🧔:: "হাম দো, হামারা এক" বহু প্রচলিত এই উক্তিটি জনসংখ্যা নিবারণে বহুল ব্যাবহৃত, কিন্তু একের অধিক হলেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে এ দৃশ্য প্রকৃতিতে বিরল নয়।
    ভাল মা খারাপ মা -- দীর্ঘকায় পান্ডা
🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼 🐼
ভল্লুক শ্রেণীর পাতাখেক ,বাঁশখেক এই প্রাণী পান্ডা ভল্লুক বা জায়েন্ট পান্ডা বা শুধু পান্ডা (ailuropoda melanoleuca) নামে পরিচিত।
 মা পান্ডা ৯০ থেকে ১৩০ গ্রাম ওজনের দাঁত হীন চোখ হীন শাবকের জন্ম দেয়। তবে একটির জায়গায় যদি দুটি শাবক হয়, তবে প্রথমটি বা সবকটিই যত্ন পায়, ওপরটা................
চীনে নতুন চাকরির পদ সৃষ্টি হয়েছে, শিশু পান্ডা লালন...............
🧑‍🦲:: হুঁ চীনের wu zetian এর কথা খেয়াল পড়ল, নিজের মেয়ে কে...................
🧔আচ্ছা, সুন্দর মায়ের নিষ্ঠুর ব্যাবহার সম্পর্কে প্রকৃতিতে কি দেখায়?????
                নিষ্ঠুর মা খরগোশ
🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰🐇🐰
লম্বা কানের রং বেরং এর খরগোশ (oryctolagus cuniculus)সমগ্র বিশ্বে বর্তমান। প্রায় এক মাসের গর্ভ ধারণের পর ৪ থেকে১২ টি শাবক প্রসব করে। তবে কিছু দিনের মধ্যেই মা মিলন উৎসুক হয়ে ওঠে।
শিশু দুর্বল হলে, মা ধকলের মধ্যে থাকলে, মায়ের যথেষ্ট দুধ না হলে,মৃত শাবক থাকলে, বা placenta বা অমরার সঙ্গে গুলিয়ে ফেললে, মা খরগোশ শিশু ভক্ষণ করে.............

ঢং ঢং ঢং
ঘন্টা পড়ল, দেহে প্রান এল, এদের এই বিভৎস আলোচনা আর নেওয়া যাচ্ছে না...........

ধন্যবাদ খোঁজ চালক যন্ত্র
প্রযত্নে অন্তর্জাল





























 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার