সবুজ গৃহসজ্জা
সবুজ শৌখিনতা
🌼☘️🌱🌵🌷🌹🌻🌿🌾🪴🪴🌵🌻☘️🌼
ছোট্ট ফ্ল্যাট, মানুষ থাকবার জায়গা নেই তায় গাছ! হুঃ.........
সবাই ব্যস্ত বাবা, মা, দাদু , দিদা, এমনকি ছোট্ট টুকুন সোনাও, তো পরিচর্যা কে করবে গাছের?
হুঃ.........
সত্যি, এখন সব কিছু কাস্টমাইজড (customized) হতে হবে, গাছের শখ অথচ সময় নেই বা স্থান অপ্রতুল।
এখন দেখা যাক প্রকৃতি কি বিস্ময় হাজির করেছে............
সাদা মেক্সিকান গোলাপ
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
মেক্সিকান তুষার বল বা মেক্সিকান রত্ন বা সাদা মেক্সিকান গোলাপ।
বিজ্ঞান সম্মত নাম Echeveria elegans।
মোটা succulent বা রসে ভরা সবুজ পাতা বিশিষ্ট এই গাছ দু বছর বা তার কিছু বেশি সময় ধরে জীবিত থাকে ( perennial)।
দৈর্ঘ্য বড়জোড় ৮" এবং প্রস্থে ১২" অবধি বাড়তে পারে।
না জলের খুব বেশি চাহিদা নেই, ৬ ঘণ্টার সূর্যালোক বা আলো পূর্ন ঘর ব্যাস।
টপসি টুর্ভি
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
মেক্সিকান প্রজাতির পাথুরে উদ্ভিদ বিজ্ঞান সম্মত নাম Echeveria runyonii। এর বিভিন্ন প্রজাতির সংকরায়ানের ফলে জন্মানো এই হাইব্রিড এর নাম
Echeveria 'Exotic' যা Echeveria laui এবং Echeveria runyonii সংকরায়নের ফলে সৃষ্ট।
৮"/১২" আকারের এই উদ্ভিদের জলের চাহিদা কম এবং রক্ষণাবেক্ষণ এর চাহিদাও কম।
চাঁদের পাথর
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
চাঁদের পাহাড়ে যেতে পারেন নি তো কি হয়েছে?
চিনিবাদাম গাছ বা sugaralmond plant বা moonstone গাছ আছে যার
বিজ্ঞান সম্মত নাম Pachyphytum oviferum।
মোটা succulent বা রসে ভরা সবুজ ডিমের মত পাতা বিশিষ্ট গাছটিতে ২০ সে মি লম্বা কান্ড থাকে, যাতে ১৫ টির মত পাতা থাকে। পাতা বিভিন্ন রঙের হতে পারে।
শীত বা বসন্তের আগমন কালে এতে ফুল হয়।
বিলুপ্তির পথে নামিবিয়া সিনেরিয়া
🌱🌱🌱🌱🌱🌱☘️☘️☘️☘️☘️☘️☘️🌱🌱
এক ঢিলে দুই পাখি মারতে হলে এই গাছের জুড়ি নেই। ছোট্ট জায়গায় উদ্ভিদের শখ যেমন মেটাবে ঠিক তেমন বিলুপ্তির পথে চলা একটি গাছ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, গাছটির বিজ্ঞান সম্মত নাম Namibia cinerea।
পাথুরে ভূমিতে হওয়া পাথুরে পাতার মত মোটা succulent বা রসে ভরা সবুজ পাতা।
সবুজ মুক্তোর মালা
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
না বাঁদরের গলায় নয়, আপনার ঝুলন্ত গামলার বা টবের শোভা বাড়াতে এই String-of-pearls বা সবুজ মুক্তোর মালার উদ্ভিদ
বিজ্ঞান সম্মত নাম Curio rowleyanus অথবা
Senecio rowleyanus।
দক্ষিণ পশ্চিম আফ্রিকার শুকনো অঞ্চলে প্রাপ্ত গোল মোটা succulent বা রসে ভরা সবুজ পাতা বিশিষ্ট এই গাছ গুলির ওপর নাম জপমালার গুচ্ছ বা String-of-beads।এই উদ্ভিদের জলের চাহিদা কম এবং রক্ষণাবেক্ষণ এর চাহিদাও কম।
লাল প্যাগোডা
🌿☘️🌱🌿☘️🌱🌿☘️🌱🌿☘️🌱🌿☘️🌱
লাল শিখা বা লাল প্যাগোডা বা campfire plant বিজ্ঞান সম্মত নাম Crassula capitella।
সুচালো অগ্রভাগ যুক্ত পাতা সাধারণত সবুজ থাকলেও লালচে বর্ন ধারণ করে সূর্যালোকের উপস্থিতিতে।
গ্রীষ্মকালে এতে ফুল আসে।
গাধার নেজ
🍃🍃🍃🍃🍃🍃🌿🌿🌿🌿🍃🍃🍃🍃🍃
গাধার লেজ বা burro's tail মেক্সিকো এবং হন্ডুরাসে প্রাপ্ত, মোটা succulent বা রসে ভরা সবুজ পাতা বিশিষ্ট এই গাছ দু বছর বা তার কিছু বেশি সময় ধরে জীবিত থাকে ( perennial) এবং এদের
বিজ্ঞান সম্মত নাম Sedum morganianum।
৫--৭°© তাপ সহ্য সক্ষম এই উদ্ভিদ ঝুলন্ত গামলার শোভা বর্ধক।
সুতরাং হরিণের শিং কিম্বা বাঘের মাথা দেওয়ালে না সাজিয়ে ঘরে আনা যেতে পারে সবুজের ছোঁয়া,
কি মত সকলের ??????
ছবি নিজস্ব
বর্ণনা সূত্র
উইকি ও অন্যান্য।
✓
https://www.succulentsandsunshine.com/types-of-succulents/echeveria-elegans-mexican-snowball/
✓https://en.m.wikipedia.org/wiki/Echeveria_elegans
✓https://en.m.wikipedia.org/wiki/Echeveria_runyonii
✓https://en.m.wikipedia.org/wiki/Pachyphytum_oviferum
✓https://en.m.wikipedia.org/wiki/Namibia_cinerea
✓https://www.guide-to-houseplants.com/string-of-pearls-plant.html
✓https://en.m.wikipedia.org/wiki/Curio_rowleyanus
✓https://succulentsbox.com/products/crassula-capitella-campfire
✓https://en.m.wikipedia.org/wiki/Crassula_capitella
✓https://en.m.wikipedia.org/wiki/Sedum_morganianum
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন