কালকুট কীটের কাহিনী


              গরল কীটের  সাতকাহন

🦂🕷️🐜🦗🪲🦟🪳🪰🐝🐞🦋🐛🦗🪲🪳

না! হারুদার চায়ের দোকানে আর বসা যাবেনা, কারন? কারন মশা, উঠব উঠব করছি ঠিক এই সময় মিলিটারী জেঠুর আগমন...........

🧑‍✈️:: সব চললে কোথায়??

🧎:: কোথায় আবার বাড়ী, 

না হলে মশার এক ছোবলে ছবি হতে হবে। বিষাক্ত বিভৎস পোকা একটা...........

🧑‍✈️:: তা বটে, তবে বিভৎস হলেই বিষাক্ত হবে তার মানে নেই, ভয়ঙ্কর সুন্দর বলে কথা আছে......

🧎:: সুন্দর অথচ ভয়ঙ্কর!?!?

🧑‍✈️:: নীল দ্বীভাজিকা পুচ্ছ প্রজাপতির গল্প বলি..

     ¶  Blue swallowtail বা নীল দ্বীভাজিকা পুচ্ছ   

                               প্রজাপতি      

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

কাল ও নীল চিত্রাভ এবং সওয়ালো পাখির লেজের মত   দ্বীভাজিকা ডানা যুক্ত অতি সুন্দর প্রজাপতি এই পাইপভেইন সওয়ালোটেল বা Blue swallowtail ( battus philenor)। উত্তর ও মধ্য আমিরিকায় নিবাস এদের।

দীর্ঘ প্রজন্ম যাবৎ এরা পাইপভেইন জাতীয় উদ্ভিদের পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে এসেছে এবং করছে। এই উদ্ভিদে থাকে জৈব অম্ল aristolochic acid যা ক্যান্সার উৎপাদনকারী এবং বৃক্ক ক্ষতিসাধন কারোক।

তাই দেখতে ভয়ানক সুন্দর এই পতঙ্গ তার লার্ভা বা ডিম সবটাই যাকে বলে বিষাক্ত।

🧎:: বাঃ, নে খা এবার.........

🧑‍✈️:: আচ্ছা মনার্ক মানে কি জানা আছে??

🧎:: কেন একেবমদ্বীতিয় সম্রাট....

🧑‍✈️:: তো সেই সম্রাট প্রজাপতির কাহিনী বলি...

¶অদ্বিতীয় সম্রাট প্রজাপতি monarch butterfly

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

সাদা তরুক্ষীর ক্ষরণকারী উদ্ভিদে ডিম দেয় এই রাজকীয় প্রজাপতি। লার্ভা এই পাতা খেয়েই বড় হয়। এই তরুক্ষীর বিষাক্ত, এতে কার্ডিয়াক 

গ্লাইকোসাইড থাকে যা হৃৎস্পন্দন বৃদ্ধি করে ( increase cardiac output)। বংশ পরম্পরায় এরা এই বিষ নিজের শরীরে ধারণ করে এসেছে। তাই কালো ও উজ্জ্বল কমলা ডানার অতীব সুন্দর এই পতঙ্গ বিষাক্ত monarch butterfly(Danaus plexippus)..

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•

🧎:: উঃ জ্বালিয়ে দিল, হুল ত নয় যেন আগুনের ছেকা.............

🧑‍✈️আগুনে কীটের গল্প হোক তবে......

     ¶  আগুনে কীট বা পশমদার শুওপোকা 

🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛

শ্রীকৃষ্ণের মত বহু নামধারী এই কীট আদপে লার্ভা, flannel মথের লার্ভা(megalopyge opercularis)

নাম অনেক যেমন puss caterpillar 

( শশক শুওপোকা), fire caterpillar, wolly slug( পশম শামুক) ইত্যাদি।

তো এই সুন্দর পশমে হাত বোলালে কি হবে?? ত্বকে ফুটে উঠবে জাফরীদার গোটা( grid like papular) এবং অসহ্য যন্ত্রণা সঙ্গে বমিভাব, গাটে ব্যাথা ইত্যাদি। তাই পুষি দেখেই খুশি থাক....

🧎:: হুঁ বুঝলাম পুষি পোষা পোষাবে না...... জিন্দেগি জাহান্নাম হয়ে যাবে.......

🧑‍✈️:: জিন... আচ্ছা জিনবাহী শুওপোকার নাম শুনেছ?? বলি তা হলে

¶ জিনবাহী শুওপোকা saddleback caterpillar

🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛

এটিও আদপে একটি লার্ভা ( acharia stimulea) এবং উত্তর পূর্ব আমেরিকা এবং মেক্সিকো তে এদের নিবাস। পোকাটি দেখলে মনে হবে পিঠে ঘোড়ার জিন বয়ে নিয়ে চলেছে।

কিন্ত ছুয়েছো কি মরেছ!! স্পর্শের স্থানে ফোলা ভাব থেকে শুরু করে বমি ভাব, মাথাব্যাথা, 

শ্বাস কষ্ট, ইত্যাদি।

এদের লোম বাতাসে ভেসে গায়ে এসে লাগলেও বিপদ। স্পর্শে বিষ......

🧎:: পুরো সায়ানাইড কেস্!!

🧑‍✈️:: সায়ানাইড!! সেতো নিজে খায় শরীরে জমায়! এমন পোকাও আছে.........

               ¶ বনবাসী কীট Burnet moth

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

উজ্জ্বল লাল ও কালোয় মেশানো এই মথ  গোধূলি বার্ণেট মথ(zygaena carniolica) বা eastern Burnet নামেও পরিচিত।

তো এদের খাদ্যের মাধ্যমে দেহে সঞ্চিত করে বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইড। তাই উজ্জ্বল বর্ণে ধোঁকা খেও না ওটি আকর্ষণ নয় বিতাড়নের রং।

🧎:: স্প্রে করে নির্বংশ করা উচিত!!!

🧑‍✈️:: স্প্রে?? রীতিমত কামান দাগে এমন পোকাও মজুত আছে, বোমা গুবুরের নাম শুনেছ??

¶বোমাবর্শী গুবরে পোকা bombardier beetle

🪲🐞🪲🐞🪲🐞🪲🐞🐞🪲🐞🪲🐞🪲🐞

লাল দেহ কালো পেটের এই গুবরে পোকা অন্টার্টিকা বাদে সর্বত্র মেলে

(pheropsophus verticalis)। এদের পেটের নিচে দুটি গ্রন্থি আছে যাতে বারুদ হিসেবে সঞ্চিত থাকে হাইড্রোজেন পার অক্সাইড এবং হাইড্রকুইনোন।

প্রয়োজন হলেই তীব্র বিক্রিয়া সহ ছিটিয়ে দেয় এই মারাত্বক মিশ্রণ যা প্রচণ্ড উষ্ণ প্রায় জলের স্ফুটনাঙ্কের কাছাকাছি। এই রসায়ন কামান নানা দিকে অগ্নি বর্ষণ করতে পারে। হুঁ সঙ্গে বোমা ফাটার শব্দও হয় কিন্তু।

🧎:: আলোচনা যেদিকে যাচ্ছে এবার বলবে পোকারা গুলিও চালায়..........

🧑‍✈️:: গুলি মানে বুলেট কেন বুলেট পিঁপড়ের নাম শুনিস নি??

¶।                    বুলেট পিঁপড়ে

🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜

দক্ষিণ এবং মধ্য আমেরিকার ভেজা স্যাঁতস্যাতে বর্ষা বনে দেখা যায় এই বুলেট পিঁপড়ে ( paraponera clavata)। বন্দুকের গুলি আর এই পিঁপড়ের হুল যার লেগেছে একমাত্র সেই জানে

" এ ব্যাথা কি যে ব্যাথা"। এদের বিষে আছে পনেরাটক্সিন যা একধরনের স্নায়ু বিষ। কামড়ে ফোলা ভাব থেকে শুরু করে হৃৎ স্পন্দন বৃদ্ধি ইত্যাদি হতে পরে।

জাস্টিন ও স্কমিদট (schmidt) সাহেব  হুল ফোটানো ব্যাথা পরিমাপের মাপকাঠি তৈয়ার করে ছিলেন। তো সেই মাপকাঠি অনুযায়ী এর পরিমাপ ৪.০+ sspi (schmidt's sting pain index)।

🧎:: মাইরি মশার কামড়ে মরে গেলাম! আচ্ছা এগুলি বিষাক্ত নয়!!

🧑‍✈️:: খুনী স্রেফ খুনী, প্রতি বছর ৭০০,০০০ মানুষ এদের হাতে প্রাণ হারায়। ইয়েলো ফিভার, চিকেনগুনিয়া, ফাইলেরিয়া, মেলেরিয়া, জিকা আরো কত রোগ ছড়ায়..........

🧎:: যাই বল, মশার চুমু বিষাক্ত চুমু......

🧑‍✈️:: তবে শেষ পাতে হোক নিবেদন.... 

                       তব বিষাক্ত চুম্বন

             চোঙা নাক পোকা kissing bug

🪲🪲🪲🪲🪲🐞🐞🐞🐞🪲🪲🪲🐞🐞🐞

মানুষের সুন্দর গালে চুম্বন ছলে রক্ত শোষণ করে এই রক্তচোষা kissing bug(rhodnius prolixus)।

রূপকথার ড্রাকুলার মত রাত্রে চুপিসারে এসে গাল থেকে শোষে শোণিত। 

জ্বর, ব্যাথা , লসিকা গ্রন্থির প্রদাহ ইত্যাদি হয় ফলাফল। পূর্ণাঙ্গ চুম্বন কীট বিরক্ত হলে বিশ্রী গন্ধ ( isobu tyric acid)বাতাসে ছড়ায়।


আচ্ছা আজ ওঠা যাক, কাল সকালে সকলে মিলে এখানটা পরিষ্কার করতে হবে। ভাঙ্গা ভার কলসি সব আছে দেখছি, এতে জলও জমেছে,এতেই মশারা বংশ বিস্তার করে। 


কৃতজ্ঞতাজ্ঞাপন অন্তর্জাল


https://entnemdept.ufl.edu/creatures/bfly/pipevine_swallowtail.htm


http://tolweb.org/Danaus_plexippus/76926


https://citybugs.tamu.edu/factsheets/biting-stinging/others/ent-3010/


https://entnemdept.ufl.edu/creatures/urban/medical/saddleback_caterpillar.htm


http://www.pyrgus.de/Zygaena_carniolica_en.html


http://www.myrmecos.net/2011/02/28/paraponera-clavata-the-bullet-ant/


https://us.solo.global/news/63_The-Dangers-of-Mosquito-Borne-Diseases.html


https://candidegardening.com/IE/insects/34a0e8db-d368-4059-be6d-a98ac7c54a31







monarch butterfly(Danaus plexippus)..
monarch butterfly(Danaus plexippus)..
monarch butterfly(Danaus plexippus).. জীবন চক্র

flannel মথ

flannel মথের লার্ভা(megalopyge opercularis)

নাম অনেক যেমন puss caterpillar 

( শশক শুওপোকা), fire caterpillar, wolly slug
( পশম শামুক)
বিষাক্ত স্পর্শ

জিনবাহী শুওপোকা saddleback caterpillar
বার্ণেট মথ(zygaena carniolica) বা eastern Burnet 
বার্ণেট মথ(zygaena carniolica) বা eastern Burnet  এর জীবন চক্র
বোমাবর্শী গুবরে পোকা bombardier beetle
বোমাবর্শী গুবরে পোকা bombardier beetle
বুলেট পিঁপড়ে



কিসিং বাগ


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়