পিপীলিকা কাহীনি
পেল্লায় পিপীলিকা পালা
🐜🐜🐜🐜🐜^^^^^^^^^^^^^^^^^^^^🐜🐜🐜
ক্ষুদ্রাকার ক্ষীণজীবী প্রাণী তাই উপেক্ষার পাত্র এই পিঁপড়ে। তাই বিভিন্ন সংলাপে শোনা যায়
" পিঁপড়ের মত পিষে মারব"। তবে এই ক্ষুদ্র জীব এতটাও ক্ষুদ্র নয়। আজ আলোচনা করা যাক দৈর্ঘ্যে বড় পিঁপড়ে সমন্ধে।
দৈত্যাকার আমাজোনিয়ান পিঁপড়ে
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜
দক্ষিণ আমেরিকায় প্রাপ্ত এই পিঁপড়ের বিভিন্ন নাম যেমন পিয়াতা (piata),
তোক্যান্দিরাস (tocandiras), বিজ্ঞানস্মত নাম (dinoponera sp )ডাইনোপনেরা স্পিসিস
এদের নানা প্রকার বর্তমান।
যেমন:-
√ডাইনোপনেরা জাইগানতে
(dinoponera gigantea)
দৈর্ঘ্য ৩ থেকে ৪ সেন্টিমিটার। কয়লার মত কালো এদের বর্ন। নিজের এলাকা রক্ষায় দ্বন্দ্ব যুদ্ধে পিছপা হয় না।
✓ডাইনোপনেরা কোয়াড্রিসেপস
(dinoponera quadriceps)
রানী বিহীন এই পিঁপড়ে বিষাক্ত দৈর্ঘ্য ২.২( পুরুষ)।
√ডাইনোপনেরা লুসিডা
(dinoponera lucida)
রানী বিহীন এই পিঁপড়ে দৈর্ঘ্য ২.৭ থেকে
৩ সেন্টিমিটার ( কর্মী)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দৈত্যাকার বন পিঁপড়ে
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜
দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে দেখা যায় এই বৃহদাকার পিঁপড়ের দৈর্ঘ্য ২৮.১ থেকে ২০.৯ মিলিমিটার। বিজ্ঞানস্মত নাম
dinomyrmex gigas ডাইনোমীরমেক্স জাইগাস।
কলোনীতে ৭০০০ কর্মী থাকতে পারে তবে কর্মী দুইধরণের। ছোট কর্মী বড় কর্মীর থেকে ৩ গুণ ছোট হয়।
`````````````````````````````````````````````````````````
প্রাগৈতিহাসিক দৈত্যকায় পিঁপড়ে
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜
টাইটানোমীরমা প্রাগৈতিহাসিক দৈত্যকায় পিঁপড়ের প্রজাতি। বর্তমান হামিংবার্ড এর থেকেও দৈর্ঘ্যে বড় ছিল এই পিঁপড়ে।
টাইটানোমীরমা জাইগানতে
( titanomyrma gigantea) দৈর্ঘ্যে ছিল
৫ সেন্টিমিটার( কর্মী)।
রানী দৈর্ঘ্যে ছিল ৬ সেন্টিমিটার।
এছাড়াও ছিল
টাইটানোমীরমা লুবেই
( titanomyrma lubei)।
টাইটানোমীরমা সিমিল্লিমা
( titanomyrma simillima)
আজ এদের দেখা না পাওয়া গেলেও ৫০ মিলিয়ন বছর আগে এরা এই পৃথিবীতে চলে ফিরে বেড়াতো।
পিঁপড়ের জগৎ বিশাল ও বিভিন্নতায় ভরা।
এদের আরো বৈচিত্র্য সম্পর্কে আলোচনা হবে আর এক দিন ।
তথ্য ঋণ স্বীকার
https://alchetron.com/Dinoponera-gigantea
https://www.antwiki.org/wiki/Dinoponera_quadriceps
https://antwiki.org/wiki/Dinoponera_lucida
https://wiki.nus.edu.sg/display/TAX/Dinomyrmex+gigas+-+Giant+forest+ant
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন