নিদ্রতুর জীবের কথা
নিদ্রা নিমিত্ত মাত্র
💤😪😴🛌🛏️🥱💤😫😫🥱🛏️🛌😴😪💤
ঝন ঝন শব্দে বুক কন কন করে উঠল! অনেক দূর থেকে প্রবল বাক্য প্লাবনের আওয়াজ,
ঘুম পাতলা হতেই বুঝতে পারলাম অনেক দুর থেকে নয়, কাছেই রান্না ঘর থেকে ভেসে আসছে গিন্নীর বেসামাল বদমেজাজী কণ্ঠদ্ধনী..............
🗯️🙎♀️:: ডাক, তোর বাবা, কুম্ভকর্ণের কলি অবতারকে ডেকে তোল, বাজারে এবার মাছের আঁশ আর সবজির খোল পাওয়া যাবে।😡
ঘড়িতে ১০:৫৫, অগত্যা উঠতে হল, কি হয়েছে জিজ্ঞেস করতে যাওয়া বৃথা, চা পাওয়াও সম্ভব নয় মনে হচ্ছে, আচ্ছা আর একটু রাগিয়ে দিলে কেমন হয়!!
🤦🏿♂️:: ইয়ে সবেতো সকাল ১০:৫৬, এই সাত সকালে উঠে কি লাভ, জানো বাদুড় সাধারণত ৬৪ থেকে ৬৬ দিন ঘুমিয়ে কাটাতে পারে আর বন্দী অবস্থায় তাও প্রায় ৩৪৪ দিন। তোমার হাতে বন্দী আমি এই সাত সকালে উঠে বাজারে যাব???😜
🗯️🙎🏻♀️:: হ্যাঁ তো কলির কুম্ভকর্ণ!, তোমার ছয় মাস ঘুমালেও চলবে, আমি হাঁড়িতে আমার
হাড় কখানা ফোটাই আর কি😡😡।
👼🏿:: বাবা কুম্ভকর্ণ ছয় মাস ঘুমত??
🤦🏿♂️:: সে তো গল্পে, বাস্তবে এমন অনেক কুম্ভকর্ণ আছে শুনবি??
ইঁদুর গিলস গিলসের গপ্প
🐁🐀🐁🐀🐁🐀🐁🐀🐁🐀🐁🐀🐁🐀🐁
ইউরোপিয়ান ভক্ষণযোগ্য ডরমাউস বা europian edible dormouse বা europian fat dormouse এর বিজ্ঞান সম্মত নাম gils gils। ভক্ষণযোগ্য কেন? কারণ প্রাচীন রোমানরা, গল রা, ও এট্রাস্ক্যানরা এদের টিফিন হিসেবে খেত।
এদের আবার টিকটিকির ন্যাজের মত খসে গজানোর শক্তি আছে( autotomy)। এরা ছয় মাস সক্রিয় থাকে, তাপ্পর অক্টোবর থেকে মে অবধি ঘুমিয়ে কাটায়। এইভাবে তিনটি শীত এদের জীবৎকালে ঘুমিয়েই কাটিয়ে দেয়,
চতুর্থ শীতে যখন এদের কাঁটুনে দাঁত বেহাল হয় ঘুমিয়ে থাকতে থাকতে চির ঘুমের দেশে চলে যায়।
আর তোর মা আমাকে ঘুমোতে দেখলে.........
👼🏿:: পাখিরা ভাল, ওরা সকাল সকাল উঠে সব্বাই কে জাগিয়ে দেয়।
🤦🏿♂️:: উম তাই কি? তবে শোন
রাতজাগা অভাবী ইচ্ছা পাখি
🦉🪶🦉🪶🦉🪶🦉🪶🦉🪶🦉🪶🦉🪶🦅
কমন পুওর উইল বা common poor will
বিজ্ঞান সম্মত নাম phalaenoptilus nuttallii, একটি নিশাচর, লম্বা ডানা ছোট্ট চঞ্চুর পাখি। ব্রিটিশ কলাম্বিয়া থেকে দক্ষিণ পূর্ব আলবার্টা অবধি এদের দেখা যায়। এটি পাথরের খোদলে বা গুড়ির গর্তে নিজেকে লুকিয়ে ১০০ দিন অবধি ঘুমিয়ে কাটায়। ঘুম থেকে জেগে ৭ ঘণ্টা লাগে স্বাভাবিক জীবনযাত্রায় আসতে।
আর তোর মা ঘুম থেকে উঠিয়ে বলল বাজারে যেতে..........................................................
👼🏿:: বাদুড়ের কথা বলছিলে যে...
🤦🏿♂️::: ও বাদুড়, শোন মন দিয়ে.........
নিশাচর নিদ্রাতুর বাদুড়
🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇
বাদুড়ের নানা আকার নানা প্রকার ও নানা ধরন।
তবে প্রায় ৯৭% মাইক্রো ব্যাট বা ক্ষুদে বাদুড় সময়কালীন ঘুম বা hibernation নিয়ে নেয়।
তিন ধরনের ছোট মেগা ব্যাট এর মধ্যেও এ জিনিষ লক্ষ্য করা গেছে।
যাই হোক,
তেরঙ্গা বাদুড় বা tri-colour bat বিজ্ঞান সম্মত নাম primyotis subflavus একধরনের মাইক্রো ব্যাট বা ক্ষুদে বাদুড়, এরা এদের গুহায় নভেম্বর থেকে এপ্রিল অবধি ঘুমিয়ে কাটায়।
আর তোর মা আমাকে ঘুমোলে কাঁদায়..............
👼🏿:: বাঁদররা শুধু লাফায়, ওরা তো ঘুমায় না...
🤦🏿♂️:: কেনো, কুম্ভকর্ণ বাঁদরের কথা বলি......
মোটা লেজের বামন বাঁদর
🐿️🐒🐿️🐒🐿️🐒🐿️🐒🐿️🐒🐿️🐒🐿️🐒🐿️
কাঁটাদার জংলী বামন লেমুর বা spiny forest dwarf lemur বা weastern fat tailed dwarf lemur বিজ্ঞান সম্মত নাম cheirogaleus medius মাদাগাস্কারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
এরা শিতঘুম বা hibernation করে না, করে.... গ্রীষ্ম ঘুম বা aestivation। এটি ৭ মাস অবধি ঘুমিয়ে থাকতে পারে।
🗯️🙎🏻♀️:: বলি বাজারে কি যাবে না মুখ ব্যাজার করে বাজে বকবে?????
ঘুম থেকে উঠে ঘুম নিয়ে ঘ্যানঘ্যান করে মাথা ঘামানো😡😡 মাথা গরম করে দিল।
এরপর জল দিয়ে জল মেখে জল দিয়ে খেতে হবে এই বলে দিলাম।
একটু চা পেলাম না , আপনারা কেউ চা খাওয়ালে এর পরের পর্ব নিয়ে আসব ক্ষণ।
ঘুম তথ্য ঘামান মাথা :::
✓https://www.secondshistory.com/home/edible-dormouse
√http://www.life4oakforests.eu/edible-dormouse-glis-glis/
✓https://kidadl.com/animal-facts/common-poorwill-facts
√https://www.allaboutbirds.org/guide/Common_Poorwill/id
✓https://fw.ky.gov/Wildlife/Pages/Tricolored-Bat.aspx
√https://lemur.duke.edu/discover/meet-the-lemurs/fat-tailed-dwarf-lemur/
✓https://www.livescience.com/amp/39425-lemurs-sleep-hibernation.html
Asadharan hoache lekha ta
উত্তরমুছুন