পিতরি প্রিতিমাপন্নায়:: Father is ultimate sacrifice
পিতরি প্রিতিমাপন্নায়::
Father is ultimate sacrifice::
👨👦👨👦👦👨👧👨👨👧👦👨👦👨👦👦👨👧👨👨👧👦👨👦👨👦👦👨👧👨👨👧👦👨👦👨👦👦👨👧
শিবরাম বারবার মানা করেছেন বাচ্চাদের ঘাটাতে, ঘাটালে ,ঘটনা ঘনঘোর হতে দেরি হয় না।
ছোট্ট টুবলাই কে পেয়ে সবাই ছেকে ধরেছে, তার সঙ্গে গল্প চলছে................
🧔:: টুবলাই, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে??
👶:: বড় হয়ে বাবা হব!!( বোঝো!!)
🧔:: ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কিছু না? বাবা!?!
👶:: ধুস! বাবা হওয়ার মজাই আলাদা, শুধু অপিস যেতে হয়, আর কোন কাজ নেই, বাড়ি ফিরে খবর পড়, কঠিন কঠিন সিনেমা দেখো, মেয়েদের গল্প বই পড় ( এসব ও দেখেছে!!!)।
কি একটা মুখে দিয়ে ড্রাগনের মত ধুয়া ছাড়ো, আর শুয়ে থাকো বাস।
কার্টুন দেখতে গেলেই বকা দাও!!!
🧔:: উম সব বাবারা এক রকম হয় না,
অনেক বাবাকে অনেক অনেক দায়িত্ব নিতে হয়....
👶:: কেমন????
🧔:: গর্ভবান বাবার গল্প বলি...........
সমুদ্রঘটক
⛵🐴⛵🐴⛵🐴⛵🐴⛵🐴⛵🐴⛵🐴⛵
হিপোক্যাম্পাস গণের এই জলজপ্রানীর (hippocampus hippocampus) দেখা মেলে উষ্ণ সমুদ্রঞ্চলে।
মা সমুদ্রঘটক তার ডিম টিউবের মত অঙ্গ দিয়ে বাবার থলে তে পাঠিয়ে দেয়। বাবা এই ডিম গুলিকে নিষিক্ত করে এবং নিজের থলের মধ্যেই রাখে ২ থেকে ৩ সপ্তাহ।
এই থলে তে উষ্ণতা, লবণাক্ততা , অক্সিজেনের পরিমাণ ইত্যাদি ঠিক আছে কি না তাও খেয়াল রাখে বাবা। কিছু সমুদ্রঘটক বাবা স্তন্যপায়ী দের মত দুধও তৈরি করে। থলের ভিতরেই ডিম ফুটে খোকা খুকু বেড় হয়।
উপুযুক্ত পরিবেশে থলে থেকে বিশাল মুক্ত সমুদ্রে বেরিয়ে আসে ছোটরা.............
👶:: বাঃ এত ভারি মজার, তবে আর কেউ আছে..
🧔::আছে....
দৈত্যাকার জলজ পোকা
🪲🪲🪲🪲🪲🪲🪲🪲🪲🪲🪲🪲🪲🪲🪲
বিশালাকার এই পোকার বিভিন্ন নাম যেমন দৈত্যাকার জলজ পোকা( giant water bug), গোড়ালি কামড়ানি পোকা, ইলেকট্রিক-লাইট বাগ, বা কুমির উকুন অথবা কুমির মাছি (blostona flumineum, Lethocerus deyrollei)
বেলোষ্টমাটিডাি পরিবারের বৃহৎ এই শিকারী পতঙ্গ স্বাদু জলে দেখতে পাওয়া যায়।
তো মা পোকা ডিম পাড়ার সময় হলে বাবা পোকার পিঠে ১০০ টির মত ডিম পাড়ে। ৭ থেকে১৪ দিন ধরে বাবা ডিম গুলিকে পিঠে বয়ে নিয়ে বেড়ায়, শুধু তাই না ডিমগুলো পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে কিনা বা ডিমখেকো কেউ আক্রমণ করছে কিনা তার দিকে কড়া দৃষ্টি রাখে।
👶 দ্যুত ব্যাঙ!! থেমে গেলে কেনো??
🧔:: হুম, তবে ব্যাঙ বাবাজির গল্প বলি...............
বাবা ব্যাঙের গপ্প
🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
মাইক্রোহাইলিডে পরিবারের ব্যাঙ দের মাথা একটু ছুঁচলোপানা হয়।
নিউ গিনি পাওয়া যায় (sphenophryne schlaginhaufeni) এই পরিবারের সদস্য যেখানে
মা ব্যাঙ ডিম পেড়ে চলে যায়, পুরুষ ব্যাঙ তাদের নিষিক্ত থেকে শুরু করে যত্ন সব দায়িত্ব নিজের কাঁধে নেয়।
সত্যিকারের পিঠে বয়ে নিয়ে চলে। ছোট্ট ব্যাঙ গুলি বেড়ে উঠে পছন্দ মত জায়গা পেলে বাবা ব্যাঙের পিঠ থেকে লাফ দেয়।
সেনট্রোলেনিডে পরিবারের ব্যাঙ এক্কেবারে পারদর্শী তাইতো এদের নাম কাঁচ ব্যাঙ বা গ্লাস ফ্রগ (hyalinobatrachium ruedai)।
মা ব্যাঙ পাতার ভাঁজে জমে থাকা জলে ডিম দেয়।
বাবা ব্যাঙ সেই ডিমের পাহারা দেয়। বোলতা জাতীয় পোকার এই ডিম খেতে খুব ভাল লাগে। কিন্ত বাবা ব্যাঙ আছে তো, কুম্ফুর এক লাথিতে দুষ্টু পোকা তাড়িয়ে দেয়।
👶::: বাঃ বাঃ, পাখির গল্প বল.......
🧔:: রাজা পেঙ্গুইন এর গল্প বলি
সম্রাট পেঙ্গুইন Emperor penguin
🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧
অন্টার্টিকার বরফাবৃত মেরু অঞ্চলে দেখা মেলে দীর্ঘদেহী এই পাখির(Aptenodytes forsteri)।
মে থেকে জুন মাসের প্রথম দিকে মা পেঙ্গুইন ৪৬০-৪৭০ গ্রাম ওজনের একটি ডিম পাড়ে।
ডিম পাড়ার পর মা পেঙ্গুইন খাদ্য অনুসন্ধানে বেড়িয়ে পরে।
বাবা পেঙ্গুইন ডিমটি দুই পায়ের পাতার উপর রেখে প্রাণঘাতী ঠান্ডায়, ক্ষুধায় কাতর হয়েও রক্ষা করে চলে।
মা যতদিন না ফিরে আসছে বাবা ডিম ফুটে বেড়িয়ে আসা বাচ্চার যত্ন ও খাদ্যের যোগান দেয় নিজের দেহে জমা খাদ্য থেকে।
👶বাঃ কি চালাক!!!!
🧔:: পশু জগতে চালাক ত শেয়াল, তো তার কথা হোক.........
লাল শেয়াল
🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊
মাংসাশী শ্রেণীর প্রাণী এই লাল শেয়াল (Vulpes vulpes)।
তো মা শেয়াল একসঙ্গে ৪-৬ টি শাবকের জন্ম দেয়। তাদের পুষ্টি বৃদ্ধির জন্যে মা বাচ্চাদের সঙ্গে গুহাতেই থাকে তাও প্রায় ২-৩ সপ্তাহ, বাবা শেয়াল এই সময় খাদ্যের দায়িত্ব নেয় সুরক্ষার ব্যাবস্থা করে। শাবক বড় হয়ে সাবলম্বী না হওয়া অবধি বাবা তার কাজ করে যায়।
শত্রুর ত অভাব নেই, যদি মা নিহত হয় তবে বাবা মায়ের স্নেহে ও বাবার কর্তব্যে শাবকদের লালন পালন করে।
👶বাঃ কি ভাল বাবা!!! যাই....
🧔:: কোথায় যাচ্ছিস????
👶::: ভাল দেখে একটা বাবা আনতে.............
প্রথমেই বলেছিলাম বাচ্চাদের ঘাটাতে না!!
কলমে গৌতম
ধন্যবাদ অন্তর্জাল,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন