পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মহা সিন্ধুর অভ্যন্তরে

ছবি
                                      🌊রসাতলের জীবেরা🌊                                   পর্ব ৪ পৌরাণিক ইতিবৃত্ত অনুযায়ী পাতাল সাত ভাগে বিভক্ত | প্রত্যেক ভাগ উপরি ভাগের দশ সহস্ৰ যোজন নিয়ে অবস্থিত। এই সাত ভাগের নাম অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল,এবং পাতাল । পৃথিবীতে তিন ভাগ জল, এক ভাগ স্থল, এবং  বাস্তবে গভীর অতল মহাসাগর প্রায় ১•৩৩৫ বিলিয়ন কিউবিক কিলোমিটার আয়তনের জল ধারণ করে রয়েছে। এই বিপুল জলরাশি তার ভেতর গোপন করে রেখেছে বহু জীব অনুজীবেদের। এই পর্বে আলোচনা করা যাক মহাসাগর, তার গভীরতা ও তাতে বসবাসকারী রহস্যময় জীবেদের ব্যাপারে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যদি মাউন্ট এভারেস্ট হয়, যার উচ্চতা ২৯০৩১•৭ ফুট,  হাওয়াইয়ের এক দ্বীপে অবস্থিত আগ্নেয় গিরি  মাউনা কেয়া  Mauna Kea যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১৩৮০৩ ফুট, কিন্তু সমুদ্রের তলায় এটি আরো ১৯৭০০ ফুট অবধি বিস্তৃত। অর্থাৎ সর্বমোট উ...

একুশে পাওয়া প্রাণীরা

ছবি
                             🆕ফিরে দেখা একুশ🆕 বিশে বিশের বিষ বাষ্প, বিশে একুশের অঙ্কুশ আটকাতে পারেনি, তাই বিশে বাইশে কোন বিশ বাও জলে পরব জানা নেই। ফিরে দেখি বিশে একুশের দিকে কি পেলাম এই কালে..........................                        ❤️হৃদয় লাইকেন♥️ যেখানে ছত্রাক ও শৈবাল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সহাবস্থান করে তাকে বলে লাইকেন। ১৮৮৫--১৯৮৫ অবধি সংগ্রহ করা এবং ২০২১ তে আবিষ্কার করা এই লাইকেনের নাম Timucua heart lichen, টিমুকুয়া হৃদয় লাইকেন,  বিজ্ঞান সম্মত নাম Cora timucua।                     🐸জীবন্মৃত ব্যাঙ🐸 দক্ষিণ আমেরিকার গুইয়ানা শিল্ড অঞ্চলে পাওয়া গেল মাইক্রোহাইলিডি পরিবারের নতুন এক সদস্য ব্যাঙ বিজ্ঞান সম্মত নাম Synapturanus zombie                  🐸আর্তনাদী গেছো ব্যাঙ 🐸 অস্ট্রেলিয়ায় দক্ষিণ পূর্বিও কুইন্সল্যানডের কাছে খুঁজে পাওয়া গেল ...

গুহায় গোপনে জীবন

ছবি
                                             পাাতাল পুরীর প্রাণীরা                                  পর্ব ৩ --------------------------------------------------------------------- ভাগবত ও দেবী পুরাণ মতে নরক, ২৮ টি যথাক্রমে:- তামিস্র, অন্ধতামিস্র, রৌরব, সন্দংশ, পূয়োদ, বজ্রকণ্ট-শাল্মলী , সূকরমুখ, প্রাণরোধ ,মহারৌরব, কুম্ভীপাক, বিশসন, লালাভক্ষ, সারমেয়াদন,  কালসূত্র,অসিপত্রবন,বৈতরণী, অয়ঃপান, ক্ষারকর্দম, রক্ষোগণ ভোজন, শূলপ্রোত, অন্ধকূপ,কৃমিভোজন,অবীচিমৎ, দন্দশূক, অবটনিরোধন, পর্যাবর্তন, সূচীমুখ। কিন্তু বাস্তবে ভুঅভ্যন্তরে গুহা প্রান্তরে বসবাস করে নানা অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী সমূহ। দেখেনেওয়া যাক পাতাল পুরীর প্রাণীদের..........                            স্তন্যপয়ী 🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇🦇 বাদুড় এক কিম্ভুত...

গহীন গভীরে জীবন

ছবি
                                                        গহীন গভীরে                                  পর্ব ২ 🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️                   "অতি দানে বলির বদ্ধ" দানবরাজ বলি অতি দানশীলতার খেসারত দিতে গিয়ে শেষ পর্যন্ত পাতালে আশ্রয় নিতে বাধ্য হয়ে ছিলেন। সুতরাং পাতালে প্রতিষ্ঠিত হল দানব সাম্রাজ্য। এই পর্বে দেখে নেওয়া যাক দানব সাম্রাজ্যের প্রাণী জগৎ।                 দানব কীট বা devil worm 🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱 নরক রাজ্যের তীব্র গরম, প্রচণ্ড চাপ উপেক্ষা করে বেচেঁ থাকা প্রাণীটি ২০১১ সালে নিজেকে ধরা দেয় দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্বর্ণ খনি অভ্যন্তরে। ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার গভীরে বসবাস কারী প্রাণীটির নাম devil worm ডেভিল ওয়ার্ম  বিজ্ঞান...