মহা সিন্ধুর অভ্যন্তরে
🌊রসাতলের জীবেরা🌊 পর্ব ৪ পৌরাণিক ইতিবৃত্ত অনুযায়ী পাতাল সাত ভাগে বিভক্ত | প্রত্যেক ভাগ উপরি ভাগের দশ সহস্ৰ যোজন নিয়ে অবস্থিত। এই সাত ভাগের নাম অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল,এবং পাতাল । পৃথিবীতে তিন ভাগ জল, এক ভাগ স্থল, এবং বাস্তবে গভীর অতল মহাসাগর প্রায় ১•৩৩৫ বিলিয়ন কিউবিক কিলোমিটার আয়তনের জল ধারণ করে রয়েছে। এই বিপুল জলরাশি তার ভেতর গোপন করে রেখেছে বহু জীব অনুজীবেদের। এই পর্বে আলোচনা করা যাক মহাসাগর, তার গভীরতা ও তাতে বসবাসকারী রহস্যময় জীবেদের ব্যাপারে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যদি মাউন্ট এভারেস্ট হয়, যার উচ্চতা ২৯০৩১•৭ ফুট, হাওয়াইয়ের এক দ্বীপে অবস্থিত আগ্নেয় গিরি মাউনা কেয়া Mauna Kea যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১৩৮০৩ ফুট, কিন্তু সমুদ্রের তলায় এটি আরো ১৯৭০০ ফুট অবধি বিস্তৃত। অর্থাৎ সর্বমোট উচ্চতা যদি ধরা হয় তবে তা হবে ৩৩৫০৩ ফুট। অপরদিকে মারিয়ানা খাদের কথা যদি ধরা হয় তবে এটি প্রায় ৩৬০৬৯•৫৫৪ ফুট গভীর। তো ভূপৃষ্ঠ যেখানে সমুদ্র পৃষ্ঠের সাথে মেলে তাকে যদি শুন্য ধরা হয় তবে ০ ----- কন্টিন