একুশে পাওয়া প্রাণীরা

     


                       🆕ফিরে দেখা একুশ🆕

বিশে বিশের বিষ বাষ্প, বিশে একুশের অঙ্কুশ আটকাতে পারেনি, তাই বিশে বাইশে কোন বিশ বাও জলে পরব জানা নেই।

ফিরে দেখি বিশে একুশের দিকে কি পেলাম এই কালে..........................

                       ❤️হৃদয় লাইকেন♥️

যেখানে ছত্রাক ও শৈবাল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সহাবস্থান করে তাকে বলে লাইকেন।

১৮৮৫--১৯৮৫ অবধি সংগ্রহ করা এবং ২০২১ তে আবিষ্কার করা এই লাইকেনের নাম Timucua heart lichen, টিমুকুয়া হৃদয় লাইকেন, 

বিজ্ঞান সম্মত নাম Cora timucua।



                    🐸জীবন্মৃত ব্যাঙ🐸

দক্ষিণ আমেরিকার গুইয়ানা শিল্ড অঞ্চলে পাওয়া গেল মাইক্রোহাইলিডি পরিবারের নতুন এক সদস্য ব্যাঙ বিজ্ঞান সম্মত নাম Synapturanus zombie



                 🐸আর্তনাদী গেছো ব্যাঙ 🐸

অস্ট্রেলিয়ায় দক্ষিণ পূর্বিও কুইন্সল্যানডের কাছে খুঁজে পাওয়া গেল নতুন প্রজাতির ব্যাঙ নাম আর্তনাদী গেছো ব্যাঙ, screaming tree frog

বিজ্ঞান সম্মত নাম Litoria quiritatus।



         🐍 হিমাচলের ডিম খেকো সাপ🐍

Oligodon প্রজাতির সাপ দের আরেক নাম কুকরী হ্যাঁ ঠিক সেই নেপালি কুকরী নামক অস্ত্রের নামে নাম। অলিগো মানে খুব কম, don মানে দাঁত। তো এই সাপেদের কুকরীর মত বাঁকা দাঁত থাকে।

২০২১ সালে হিমাচল প্রদেশে এই সাপের নতুন প্রজাতি পাওয়া গেল যার

 বিজ্ঞান সম্মত নাম Oligodon churahensis।



            🐙নতুন নাম পেলো অষ্টভুজ🐙

অস্ট্রেলিয়ায় জেলেরা হামেশাই এই অষ্টভুজ জীব ধরে খেত, কেউই তেমন মাথা ঘামাত না এই 

তারকা অক্টোপাসের ব্যাপারে, ২০২১ সালে এরা নিজেস্ব ট্যাক্সোনমিক অবস্থান পেলো,

বিজ্ঞান সম্মত নাম Octopus djinda।



          🪱পেরুর ঘোড়া চুল গোল কৃমি🪱

ঘোড়া চুল গোল কৃমি বা Horsehair worm , গোল কৃমির প্রজাতি যারা পতঙ্গ দেহ পোষক হিসেবে ব্যবহার করে এবং পতঙ্গকে আত্মহননের পথে প্ররোচিত করে।

তেমনি নতুন প্রজাতির ঘোড়া চুল গোল কৃমি বা Horsehair worm পাওয়া গেল 

জংলী ঝিঁ ঝিঁ পোকার দেহে, গোল কৃমিটির 

বিজ্ঞান সম্মত নাম Acutogordius olivetti ।



             🪲লুকানো তুণ্ড গুবুরে পোকা🪲

Trigonopterus হল ডানা বিহীন তুণ্ড যুক্ত গুবুরে পোকার গণ, এদের অপর নাম weevil বা snout beetle।

তবে এদের তুণ্ড লুকানো থাকে।

এদের ২৮ টি নতুন প্রজাতির হদিস মিলছে মধ্য সুলাওয়েসি তে।

বিজ্ঞান সম্মত নাম Trigonopterus matakensis sp. nov।  Trigonopterus acutus sp. nov., প্রভৃতি।




             ✴️জীবন্ত জীবাশ্ম বৃটল স্টার✴️

দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের অন্দরে পাওয়া এই তারা মাছ এর নিকটবর্তী আত্মীয়রা, ১৬০--২০০ মিলিয়ন বছর আগে জলাভূমিতে রাজত্ব করত।


এটি ওই পরিবারের এখনও অবধি খুঁজে পাওয়া একমাত্র জীবন্ত অষ্ট ভুজ প্রজাতি।


বিজ্ঞান সম্মত নাম Ophiojura exbodi,



            

               🐀রাতজাগা স্তন্যপায়ী🐀

এদের দেখতে গেছো ইঁদুরের মত আদতে এটি হাতি বা সমুদ্রগাভী বা seacow এর সাথে সম্পর্ক যুক্ত।

এদের বলা হয় tree hyrax বা tree dassie।

নতুন প্রজাতির গেছো হাইরাক্স খুঁজে পাওয়া গেল পশ্চিম আফ্রিকায়।

বিজ্ঞান সম্মত নাম Dendrohyrax interfluvialis


বট বৃক্ষের হাইরাক্স।

                   🐋রমারি র চঞ্চু তিমি🐳

তিমি বিশেষজ্ঞ রামারি স্টিওয়ার্ট এর নাম অনুসারে সামুদ্রিক স্তন্যপায়ী, দক্ষিণ মেরুতে খুঁজে পাওয়া এই তিমির নামকরণ করা হয়েছে,

 Ramari's beaked whale।

২০১১ সালে একটি মৃত স্ত্রী রমারি র চঞ্চু তিমির নমুনা পাওয়া যায়।

বিজ্ঞান সম্মত নাম Mesoplodon eueu ।


Eueu মানে বড় মাছ।

                🦎ক্ষুদে কেমলিয়ন🦎

মাদাগাস্কারের উত্তরাংশে বর্ষাবনে পাওয়া গেল এখনও অবধি খুঁজে পাওয়া পৃথিবীর সবেচেয়ে ক্ষুদে ক্যামেলিয়ন নাম nano chameleon, এরা রং বদলায় না কিন্তু,

বিজ্ঞান সম্মত নাম Brookesia nana।



এছাড়াও কতশত নতুন প্রাণীর দেখা মিলেছে ও মিলছে নিত্যনতুন।

মানুষ হিসেবে পারব তো এদের প্রজাতিদের টিকিয়ে রাখতে নাকি দূষণের বিষে বিষাক্ত করব 

বিশে বাইশ কে???



তথ্য সাহায্যে

https://novataxa.blogspot.com/2021/11/oligodon.html?m=1


https://www.rosspiper.net/2021/11/08/new-horsehair-worm-from-peru/


https://pubmed.ncbi.nlm.nih.gov/34754263/


https://novataxa.blogspot.com/2021/11/mesoplodon.html?m=1

https://www.discoverwildlife.com/news/new-species-in-2021/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়