গহীন গভীরে জীবন

                           






                            গহীন গভীরে

                                 পর্ব ২

🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️

                  "অতি দানে বলির বদ্ধ"

দানবরাজ বলি অতি দানশীলতার খেসারত দিতে গিয়ে শেষ পর্যন্ত পাতালে আশ্রয় নিতে বাধ্য হয়ে ছিলেন। সুতরাং পাতালে প্রতিষ্ঠিত হল দানব সাম্রাজ্য। এই পর্বে দেখে নেওয়া যাক দানব সাম্রাজ্যের প্রাণী জগৎ।

                দানব কীট বা devil worm

🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱

নরক রাজ্যের তীব্র গরম, প্রচণ্ড চাপ উপেক্ষা করে বেচেঁ থাকা প্রাণীটি ২০১১ সালে নিজেকে ধরা দেয় দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্বর্ণ খনি অভ্যন্তরে।

ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার গভীরে বসবাস কারী প্রাণীটির নাম devil worm ডেভিল ওয়ার্ম 

বিজ্ঞান সম্মত নাম Halicephalobus mephisto



এটি গোল কৃমি বলা হলেও গবেষণা চলছে প্রাণীজগতে এর অবস্থান নির্ণয়ের জন্য।

                   অন্ধ কীট স্প্রিংটেল

🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳🪳

গভীর গুহা krubera-Voronja ক্রুবেরা-ভরণজা 

কৃষ্ণ সাগরের কাছে Abkhazia তে অবস্থিত গহীন গভীর গুহা। সমতল ভূমি থেকে ২,১৯১ মিটার নিচ অবধি এর বিস্তৃতি। এই আঁধার ময় 

পাতাল পুরীতে পাওয়া পতঙ্গ স্প্রিংটেল। ২০১০ সালে খুঁজে পাওয়া অন্ধ এই পতঙ্গের 

বিজ্ঞান সম্মত নাম Anurida stereoodorata







     

   কাউয়া' আই গুহার অন্ধ নেকড়ে মাকড়

🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️

হাওয়াইয়ের কাউয়া' আই গুহার লাভা উদগীরণ স্থান গুলির কাছে দেখা যায় এই নরকের দরজা

 অন্ধ নেকড়ে মাকড় 

বিজ্ঞান সম্মত নাম Adelocosa anops।



                    নেলসন গুহা মাকড়

🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️

নিউ জিল্যান্ড এর দক্ষিণ দ্বীপে দেখা মেলে  ১৩--১৫ সেন্টিমিটার পদ বিস্তৃতি যুক্ত বৃহদাকার নেলসন গুহা মাকড়শার, 

বিজ্ঞান সম্মত নাম Spelungula cavernicola



                 ক্যালিফোর্নিয়ার গুহা মাকড়

🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🕷️

২০১০ সালে নমুনা প্রাপ্ত এই গুহা মাকড়ের 

পদ বিস্তৃতি ৭•৬ সেন্টিমিটার, পায়ে আছে আঁকড়া বা হুক, 

বিজ্ঞান সম্মত নাম Trogloraptor marchingtoni




                       না-মাকড় টেক্সেল্লা

🕷️🕷️🕷️🕷️🕷️🕷️🪳🕷️🪳🪳🪳🪳🪳🪳🪳🪳

এরা মাকড় নয় বরং হারভেস্টম্যান (ফসল চাষী নয় কীট) বা লম্বা পেয়ে কীট daddy longlegs।

আমেরিকার বী ক্রীক গুহায় দেখা মেলে এমনি এক হারভেস্টম্যান কীট  

বিজ্ঞান সম্মত নাম Texella reddelli



                           ছদ্ম বিচ্ছু 

🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂

ছদ্ম বিচ্ছু বা pseudo scorpion, দাঁড়া আছে হুল নেই। পর্তুগালের আলগ্রেভ অঞ্চলের গুহায় দেখা মেলে গুহাবাসী ছদ্ম বিচ্ছু যার

 বিজ্ঞান সম্মত নাম Titanobochica magna



                ও মাগো! কেন্ন mammamìa

🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱

সত্যি ওদের নাম mammamìa আদতে গুহা কেন্ন পাওয়া যায় ইতালির গুহা অভ্যন্তরে।

বিজ্ঞান সম্মত নাম Mammamia profuga

আর হ্যাঁ ইতালি ভাষায় 

mammamìa মানে ও মাগো!



              গ্রিসের গুহাবাসী অন্ধ কেন্ন

🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱

১৭--৩৩ মিলিমিটার লম্বা, অন্ধ ও পেছনে আঁকড়া বা হুকের মত অঙ্গ যুক্ত গ্রিসের গুহাবাসী এই কেন্নর

বিজ্ঞান সম্মত নাম Titanophyllum spiliarum



                গুহাবাসী তেতুঁল বিছে

🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛

কর্টিকার কিস্টাঞ্জি গ্রামের কাছে গুহায় দেখা মেলে 

সাইবার! তেতুঁল বিছে যার 

বিজ্ঞান সম্মত নাম Eupolybothrus cavernicolus



                ভৌম জলের অন্ধ চিংড়ি 

🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞🦞

আমেরিকার পশ্চিম মধ্য প্রদেশ মিসৌরির 

গুহা মধ্যস্থ ভৌম জলে দেখা মেলে সাদা বা স্বচ্ছ বর্ণের অন্ধ এই চিংড়ির যার নাম 

সালেম কেভ ক্রাইফিশ Salem cave crayfish বিজ্ঞান সম্মত নাম Cambarus hubrichti।



দূষণ পাতালপুরী অবধি পৌঁছেছে তাই এদের জীবন বিপন্ন!

                 গুহাবাসী বক্সার চিংড়ি

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐

বাহামার গুহা আবদ্ধ জলে দেখা মেলে গুহাবাসী বক্সার চিংড়ি যার তৃতীয় পা টি ঈষৎ লম্বা।

বিজ্ঞান সম্মত নাম 

Macromaxillocaris   bahamaensis



              ইলিনয়ের গুহা আম্ফিপড

🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗

চ্যাপটা দেহের এই না চিংড়ি পতঙ্গ ইলিনয়ের গুহা আবদ্ধ জলা গুলিতে পাওয়া যায়, দেহ বর্ন ধূসর নীল, 

বিজ্ঞান সম্মত নাম Gammarus acherondytes



                        গুহাবাসী কর্কট

🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀

ইন্দোনেশিয়ার গুহার জলাভূমিতে দেখা মেলে গুহাবাসী মিঠে জলের কাঁকড়া যার 

বিজ্ঞান সম্মত নাম Cancrocaeca xenomorpha



তবে পাতাললোকে শুধু অমেরুদণ্ডীর আবাসস্থল নয় মেরুদণ্ডী প্রাণীদের নিবাসস্থলও বটে।

পাতালপুরীর মেরুদণ্ডী নিয়ে পরের পর্বে আলোচনা হবে।

পাতালপুরীর স্থলচর জীবদের বলা হয় ট্রোগ্লোফনা

তেমনি পাতালপুরীর জলচর জীবদের বলা 

স্টিগোফনা।

দেখাযাক রহস্যময় নরক নগরে আর কি বিস্ময় লুকিয়ে..............


তথ্য সাহায্যে

✓https://scitechdaily.com/trogloraptor-marchingtoni-is-a-new-species-of-spiders-discovered-in-the-pacific-northwest/

✓https://www.popularmechanics.com/science/animals/a29874594/devil-worm-genome-mapped/

✓http://www.sci-news.com/biology/article00193.html


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়