তরুণাস্থিময় সন্ধি কথা
সামান্য সরনযোগ্য সন্ধি সমন্ধে
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
মধ্যপন্থী পাক্কা মধ্যপন্থী এরা, অনড় নয় আবার স্বাধীন ভাবে নরণ চরণ করেনা, বরং সামান্য নরণ দেখা যায় এই অস্থি সন্ধি গুলিতে নাম slightly movable joints বা cartilaginous joints কার্টিলাজিনিয়াস সন্ধি। তো প্রশ্ন এই কার্টিলেজ কি বস্তু?
অস্থির মত শক্ত নয় বরং স্থিতিস্থাপক (chondrocyte) কন্ড্রসাইট কোষ দ্বারা গঠিত এই কলা, তরুণাস্থি বা কার্টিলেজ।
এটি পেশী অপেক্ষা দৃঢ় কিন্তু অস্থি অপেক্ষা নমনীয়।
তিন ধরনের তরুণাস্থির দেখা মেলে
➡️পীত তরুণাস্থি বা স্থিতিস্থাপক তরুণাস্থি ::
যেমন আমাদের বহীরকর্ণ বা pinnae তে আছে,
যেটি ছোটবেলায় অঙ্কের সৌরভ স্যার খুব রগরেছে.....
➡️ কাঁচ সদৃশ তরুণাস্থি বা( hyaline) হইয়ালাইন তরুণাস্থি::
বিভিন্ন অস্থি সন্ধিতে এদের দেখা মেলে, যেমন নাকে,
বক্সার ভাইদের এই তরুণাস্থি ভাঙ্গা থাকে নাকি ?!?
➡️ তন্তু তরুণাস্থি বা ফাইব্র কার্টিলেজ
fibrocartilage::
শ্বেত তন্তুময় কলা ও তরুণাস্থি মিলিয়ে তৈরি।
যেমন মেরুদণ্ডের হাড়ের মাঝে থাকা চাকতি।
ধান ভানতে শিবের গীত,
কথা হচ্ছিল সামান্য সরনযোগ্য সন্ধি সমন্ধে, একে আবার কঠিন করে amphiarthreoses
আম্ফিআর্থ্রেওশেস বলে, উড়িবাবা!!
গ্রীক শব্দ amphi মানে উভয় বা দুই পাশেই..
গ্রীক শব্দ arthosis মানে এসে মেশে বা গ্রন্থিলতা বা articulation।
তো এই সামান্য নরন অস্থি সন্ধি আবার দুই ধরনের হতে পারে....
√√প্রাইমারি কার্টিলাজিনিয়াস সন্ধি
একে কঠিন করে বলা হয় synchondrosis
সিনকোনড্রসিস,
বাপরে দাঁত কনকন করছে!!
গ্রীক শব্দ sunkhondrosid থেকে এসেছে যে,
অর্থাৎ সেই মিলনক্ষেত্র যেখানে অস্থি তরুণাস্থির সাথে দৃঢ় ভাবে যুক্ত হয়।
এখানে কাঁচ সদৃশ তরুণাস্থি বা( hyaline) হইয়ালাইন তরুণাস্থি অস্থির সাথে যুক্ত থাকে।
এখানে তরুণাস্থি বয়েসের সাথে সাথে অস্থি তে পরিবর্তন হয়।
চিরকাল তরুণ থাকবে? যৌবন আসবে না??
যেমন পাঁজর সন্ধি, বড় হাড়ের বৃদ্ধি কেন্দ্র বা ossification centers।
✓✓ সেকেন্ডারি কার্টিলাজিনিয়াস সন্ধি
কঠিন করে বলা হয় symphysis সিমফাইসিস।
গ্রীক শব্দ symphysis মানে একসাথে বেড়ে ওঠা।
তো এই সন্ধিতে তন্তু তরুণাস্থি বা ফাইব্র কার্টিলেজ
fibrocartilage সন্ধি এবং কাঁচ সদৃশ তরুণাস্থি বা( hyaline) হইয়ালাইন তরুণাস্থি সন্ধি একত্রে থাকে।
এরা প্রধানত শরীরের মাঝ বরাবর থাকে।
যেমন বুকের মাঝে স্টারনাম ও মানুব্রিয়াম সন্ধি।
মেরুদণ্ডের হাড়ের মাঝে থাকা চাকতি।
কোমরের হাড়ের মিলন স্থল পেলভিক সিমফাইসিস।
এছাড়াও
√√syndesmosis joint বা সিন্দেসমসিস সন্ধি::
Interosseous membrane ইন্টারোসেওয়াস পর্দা,
বাপরে! লাতিন শব্দ ইন্টার মানে মধ্য os মানে হাড়।
এটি গাঢ় ঘন তন্তুময় পর্দা যা দুটি হাড়ের মাঝে যুক্ত থেকে গঠন করে syndesmosis joint বা সিন্দেসমসিস সন্ধি।
যেমন রেডিও আলনা সন্ধি
যেমন টিবিয়া ফিবুলা সন্ধি।
আচ্ছা এবার বিচ্ছেদের পালা.....
বিষয় জ্ঞান
Human anatomy and physiology
by Ross and Wilson
ছবি ও অন্যান্য সাহায্যে
👉https://www.news-medical.net/amp/health/What-is-Cartilage.aspx
👉https://slidetodoc.com/histology-of-cartilage-bone-dr-punita-manik-department-2/
👉https://en.m.wikipedia.org/wiki/Elastic_cartilage
👉https://teachmeanatomy.info/the-basics/joints-basic/classification-of-joints/
👉https://www.scientistcindy.com/joints.html
কত সহজ ভাবে বোঝাতে পারো দাদা..!! ভালো থেকো.. আরও অনেক লেখা পড়তে চাই.!!
উত্তরমুছুনhttps://golpokothaybiggayan.blogspot.com/2021/12/blog-post_15.html?m=1
উত্তরমুছুন