জীবন্ত জীবাশ্মের জীবনী

                     জীবন্ত অতীতের জীবনী

  🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊 





সময় ২০০৮ সাল, স্থান নীলরতন সিরকার হাসপাতালের সামনে ফুট ওভার ব্রিজের নিচের বেদী,


প্রথমে মনে হল রান্না হচ্ছে, ছোটখাটো হোটেল গজিয়ে উঠল বুঝি, পরে জানা গেল হোটেল নয় তৈরি হচ্ছে अजीबो गरीब এক তেল যাতে সমস্ত রকম ব্যাথা হবে দূর, তৈরি হচ্ছে সেই মহাঔষধ যাতে পুরুষ হবে বীর্যবান, নারী পাবে সাদাস্রাব সহ নানা না বলা রোগ থেকে মুক্তি, শিশুর দাঁতে দাঁত কাটা রোগ गिली गिली ग़ायब हो……




কড়াইতে ছেড়ে দেওয়া হচ্ছে জ্যান্ত জীবন্ত জীবাশ্ম, মুক জানোয়ারের আর্তনাদ পৌঁছাচ্ছেনা করো কানে, তার শক্ত কাঁটার মত লেজ ভেঙে তৈরি হচ্ছে মাদুলি, যার অত্যাসচর্য ক্ষমতায় সেরে যাবে যাবতীয় রোগ জ্বালা…...


দেওয়ালের একদিকে বিজ্ঞানকে হাতিয়ার করে চলছে রোগের বিরুদ্ধে লড়াই, অপরদিকে অপবিজ্ঞানের বলি হচ্ছে ৪৪৫০ লক্ষ বছর ধরে নিজেকে টিকিয়ে রাখা এক প্রজাতির নিষ্ঠুর নির্মম ধ্বংস যজ্ঞ।


হ্যাঁ, কথা হচ্ছে সেই বিস্ময়কর জীব রাজ কাঁকড়ার।



সন্ধীপদী পর্বের এই প্রাণীর বর্গ Xiphosura, জিফোসুরা মানে সেই বর্গ যাতে মাকড়সা, কাঁকড়াবিছে, ছদ্ম কাঁকড়াবিছে ইত্যাদি পরে।


এই বর্গের limulidae লিমুলিডি পরিবারের এক মাত্র জীবিত সদস্য এই রাজ কাঁকড়া।


এরা কিন্তু প্রকৃত কাঁকড়া নয় বা অন্য কোন crustaceans ক্রাস্টাসিয়ান নয়, মানে চিংড়ি জাতীয় প্রাণী নয়, বরং বলা যায় Chelicerata সেলিকেরাটা, প্রাচীন গ্রিক শব্দ ও আধুনিক লাতিন শব্দ মিলিয়ে এই জবরজং শব্দের উদ্ভব, যার অর্থ দাঁড়া ও শিং যুক্ত।


এর সমসাময়িক প্রাণীরা আজ বিলুপ্ত, যেমন সমুদ্র বিচ্ছু Eurypterid,ইউরিটেরিড।




তো, এই রাজ কাঁকড়ার তিনটি জাতি বিদ্যমান,


✓✓Limulus, লিমুলাস বা আটলান্টিক রাজ কাঁকড়া বা Atlantic horseshoe crab

বিজ্ঞান সম্মত নাম Limulus polyphemus




✓✓ Tachypleus তেকিপ্লেআস বা

 চাইনিজ রাজ কাঁকড়া,Chinese horseshoe crab

বিজ্ঞান সম্মত নাম Tachypleus tridentatus



✓✓ Carcinoscorpius কর্সিনোস্করপিয়াস বা লবনাম্বু রাজ কাঁকড়া বা Mangrove horseshoe crab 

বিজ্ঞান সম্মত নাম 

Carcinoscorpius rotundicauda ।



তো এই রাজ কাঁকড়ার নামের সাথে ঘোড়ার নাল বা horse shoe এর ব্যাপারটা কি?

কারণ এদের গড়ন ঠিক অশ্বক্ষুরাকৃতি,

দেহ টি প্রধানত দুই ভাগে বিভক্ত

✓Cephalothorax সিফালোথোরাক্স বা Prosoma প্রসোমা।

✓ abdomen বা পেট বা opisthosoma 

অপিস্থসোমা।




এরা কিন্তু ষড়ভুজা, 



সামনের ছোট্ট একটুকু পা এর মত অংশ কে বলে chelicera চেলিসেরা, দ্বিতীয় পা এর নাম pedipalp পেডিপাল্প।

কিন্তু আকার প্রকারে কি এমন বৈশিষ্ট আছে যে এতে বেড় হচ্ছে দৈব গুণ?????

এদের রক্তে আছে আভিজাত্য?!?! 

membership in a noble or socially prominent family! তাই নাকি???

কি আছে এদের রক্তে???



ঠাণ্ডা রক্তের এই প্রাণীগুলোর রক্ত রঞ্জক haemocyanin হিমোসায়ানিন, 

এদের রক্ত প্রকৃত অর্থে নীল। 





কিন্তু তাতে কি??

নীল রক্তে লাল পরীক্ষা হয় যে!!!!

লাল পরীক্ষা??

LAL test, হ্যাঁ limulus amebocyte lysate টেস্ট।

আমেবোসাইট সেটি কি??

অ্যমিবার মত চলনশীল এক রক্ত কণিকা যা কম্বজ, কন্তকদেহী, সহ বিভিন্ন প্রাণীদের রক্তে পাওয়া উপাদান যা এই রাজকাঁকরার রক্তেও থাকে।



Lysate লাইসেট তবে সেটি কি?

জীবন বিজ্ঞানের ভাষায় lysis বা লয় করতে সক্ষম।

সুতরাং আটলান্টিক রাজ কাঁকড়ার রক্তের সেই অ্যমিবার মত চলনশীল উপাদান বা কণিকা যা lysis বা লয় করতে সক্ষম।

গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া তৈরি করে এক ধরনের বিষ তাকে বলা হয় এন্ডোটক্সিন, এই বিষ এদের কোষ প্রাচীরের বাইরে থাকে ।



এক ধরনের লাইপোপলিস্যাকারাইড যাতে ও অ্যান্টিজেন জুড়ে থাকে ।

লাইপো মানে স্নেহবস্তু, স্যাকারাইড মানে কার্বোহাইড্রেটের মালা,


তো এই এন্ডোটক্সিনের সাথে বিক্রিয়া করে আমেবোসাইট, তৈরি করে মোটা clot বা তঞ্চিত বস্তুর।



বলে দেয় কতটা পরিমাণ....



এই রক্তের জোরেই এই প্রাণী নিজের প্রজাতিকে টিকিয়ে রাখতে পেরেছে লক্ষ লক্ষ বছর ধরে।

তবে শুধু লিমুলাস্ নয় চীনা ভাইএর রক্তেও হয় একই ধরনের কাজ,

TAL বা Tachypleus amebocyte lysate।

চাইনিজ রাজ কাঁকড়া,Chinese horseshoe crab

বিজ্ঞান সম্মত নাম Tachypleus tridentatus

এর রক্তে থাকা আমেবোসাইট এই কাজে লাগে।

'তাই বাঁচাতে মোদের জান, করে এরা নিজ রক্ত দান '



তাই কি?? নাকি জোর করে লুণ্ঠন ও শোষণ হয় এদের রক্ত??

প্রশ্ন আরো আছে.........

✓√✓হ্যাঁ তাই বলে এদের জ্যান্ত সেদ্ধ করে তেল নিষ্কাশন করে তাতে কি উপকার হয়??

✓√✓পশ্চাৎ কণ্টক মাদুলি ধারণে কমে কি রোগ জ্বালা?

✓√✓৪৪৫০ লক্ষ বছর ধরে টিকে থাকা লিমুলিডি পরিবারের এক মাত্র জীবিত সদস্য এই রাজ কাঁকড়া পারবে তো আরো কয়েক বছর নিজেদের টিকিয়ে রাখতে???? 

জনন ঋতুতে পুরুষ ও স্ত্রী সয়ম্বরে মিলিত হয় ( nuptial visit)।

এদের ডিমের আকার প্রজাতি অনুযায়ী

 ১•৭---৩•৫ মিলিমিটারের মত হয়। 

ছোট্ট খুকু রাজকাঁকড়া দেখতে অতীতের বিলুপ্ত trilobite ট্রাইলোবাইট এর মত,





 একে ট্রাইলোবাইট দশাও বলা হয়।

 




তারপর জলে স্বাধীন ভাবে বাঁচতে যদি পারে তবে খোলস ছেড়ে বেড়িয়ে আসে পূর্ণাঙ্গ।

যাই হোক,

মানুষের প্রয়োজনে শেষ রক্তবিন্দু দানকারী এই প্রাণী, মানুষের সর্বগ্রাসী লোভী করাল থাবা থেকে শেষমেশ বাঁচবে তো????????

নাকি ঠাই হবে সৌখিন অ্যাকুরিয়ামে.........





বিষয় সাহায্যে

✓Biology of animals vol I

🙏🏾 Ganguli Sinha Adhikary।

✓Mordan approach to a text book of Zoology

🙏🏾 Chatterjee Chakraborty

লেখক

🙏 শ্রী উমাশঙ্কর মণ্ডল মহাশয়।

উৎসাহ প্রদান

🙏🏽 শ্রী পঞ্চানন মণ্ডল মহাশয়।

ছবি নিজেস্ব  






ও অন্যান্য সাহায্যে

👉 Zoological survey of India




👉https://study.com/academy/lesson/horseshoe-crab-blood-uses-extraction-facts.html#:~:text=If%20they're%20healthy%2C%20the,for%20use%20in%20testing%20medicine.


👉https://en.m.wikipedia.org/wiki/Amebocyte#:~:text=An%20amebocyte%20or%20amoebocyte%20(%2F%C9%99%CB%88mi%CB%90,They%20move%20by%20pseudopodia.&text=In%20older%20literature%2C%20the%20term,as%20a%20synonym%20of%20phagocyte.


👉https://en.m.wikipedia.org/wiki/Mangrove_horseshoe_crab

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়