গভীরে গোপন জীব

 


              



                  গভীর আরো গভীরে

                               পর্ব ১

🌍🌎🌏🌐🌐🌏🌎🌍🌍🌎🌏🌐🌐🌏🌎🌍

পরিবেশবিদ ও বিজ্ঞানী জেমস এফরাইম লাভলক্ (James  Ephraim Lovelock) ২০০৯ সালে তার লেখা বইতে  "The Vanishing Face of Gaia: A Final Warning,"  উল্লেখ করেছিলেন

 মানবতা, পৃথিবীর সংক্রমণ

[humanity is "Earth's infection."] ঠিক যেভাবে একটি আপেলকে বিভিন্ন পরজীবীরা মিলে সংক্রমিত করে।

তবে সংক্রমণের কথাই যখন এলো তখন বলা ভাল এই সংক্রমণ 'ভিতরে বাহিরে অন্তরে অন্তরে' অন্দরে অবধি হতে পারে। 

আজ এই পর্বে জানার চেষ্টা করব কত ভিতর অবধি জীবন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে?

আগে জেনে নেওয়া যাক ভূ পৃষ্ট থেকে কেন্দ্র অবধি কি কি স্তর বিদ্যমান?



ভূ পৃষ্ট থেকে প্রায় প্রায় ৩৫ কিলোমিটার গভীর অবধি  অংশের নাম Crust বা ভূত্বক।

 ৩৫ থেকে প্রায় প্রায় ৬৭০ কিলোমিটার গভীর অবধি upper mantle বা উপরস্থ ভূ-আচ্ছাদন।

 ৬৭০ থেকে প্রায় প্রায় ২৮৯০ কিলোমিটার গভীর অবধি lower mantle বা নিম্নস্থ ভূ-আচ্ছাদন।

 ২৮৯০ থেকে প্রায় প্রায় ৫১৫০ কিলোমিটার গভীর অবধি outer core বা বহিঃস্থ মজ্জা।

 ৫১৫০ থেকে প্রায় প্রায় ৬৩৭০ কিলোমিটার গভীর অবধি inner core বা অন্তঃস্থ মজ্জা ।



ভূকম্পীয় পরিমাপ থেকে দেখা যায় যে, 

ভূ-মজ্জা দু’টি অংশে বিভক্ত; 

✓একটি কঠিন অন্তঃস্থ মজ্জা (ব্যাসার্ধ ১,২২০ কিমি) 

বহিঃস্থ মজ্জায় ঘণত্বের ব্যাপ্তি হলো ৯,৯০০ থেকে ১২,২০০ কিলোগ্রাম/কিউবিক মিটার।

এবং 

✓একটি তরল বহিঃস্থ মজ্জা (ব্যাসার্ধ ৩,৪০০ কিমি)।  এবং অন্তঃস্থ মজ্জায় এটি ১২,৬০০-১৩,০০০ কিলোগ্রাম/কিউবিক মিটার।



সে যাই হোক কিন্তু কতটা গভীর অবধি পৌঁছানো সম্ভব হয়েছে?

প্রায় ৪০,২৩০ ফুট বা ১২•২৬২ কিলোমিটার গভীর গর্তের নাম কোলা সুপারডিপ বোরহোল যা রাশিয়ায় পেচেংস্কি জেলার কোলা উপদ্বীপে, ১৯৭০ সাল নাগাদ খনন করা হয়।



গর্ত তো খোঁড়া হল কিন্তু মানুষ কতদূর অবধি পৌঁছেছে??







দক্ষিণ আফ্রিকার Mponeng মপনেং স্বর্ণ খনি ৪ কিলোমিটার অবধি গভীর এবং এখনও সক্রিয় অর্থাৎ কাজ চলছে।

কিন্তু প্রকৃতি কত গভীর অবধি নিজেকে উজাড় করেছে?






এখনও অবধি খুঁজে পাওয়া সবচাইতে গভীর গুহার কথা যদি বলতে হয় তবে তা আবখাজিয়া (Abkhazia) তে অবস্থিত veryovkina ভেরিউভকিনা গুহা যা ২,২১২ মিটার বা ২•২১২ কিলোমিটার গভীর।

এখন কথা হল জীবন কত গভীর অবধি নিজের ব্যাপ্তি রেখেছে?

দক্ষিণ আফ্রিকার কপানাং kopanang স্বর্ণ খনি ২•৩৩৪ কিলোমিটার গভীর।

এই খনির ভূপৃষ্ঠ থেকে ১•৪ কিলোমিটার গভীরে পাওয়া গিয়েছে জীবনের নানা লক্ষণ, 

চ্যাপটা কৃমি, গোল কৃমি, এবং কেঁচোর মত অঙ্গুড়িমাল জীব।

পাথরের খাঁজে আটকে থাকা জলে গড়ে উঠেছে জীব বসতি, চক্র ধারী জীবাণু Rotifer এবং কিছু সন্ধীপদী পর্বের প্রাণীদের।

দেখে আসা যাক গভীরে পালিত জীবদের জীবন যাত্রার বিষয়টি.......

                            ট্রোগ্লোবাইট

------------------------------------------------------------------------

এরা গুহাবাসী জনগোষ্ঠীর অন্তর্গত। এদের মধ্যে অমেরুদণ্ডী কৃমি কীট থেকে মেরুদণ্ডী স্তন্যপায়ী অবধি থাকতে পারে।

✓✓ চ্যাপটা কৃমি প্লানেরীয়া হাউসেরা, 



বিজ্ঞান সম্মত নাম Hausera hauseri, 

দক্ষিণ আমেরিকার গভীর গুহাতে বসবাস করে।

✓✓ সাদা ভেলভেট পোকা বা সাদা পেরিপেটাস,



সন্ধীপদী পর্বের এই প্রাণী onchophora অঙ্কফোরা বিভাগে অধিষ্ঠিত ।

বিজ্ঞান সম্মত নাম Peripatopsis alba।

দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেনের গুহা বিবরে এদের দেখা মেলে।

✓✓ কম্বজ্  গুহা শামুক, টাম্বলিং ক্রীক 

বিজ্ঞান সম্মত নাম Antrobia culveri ,



 দক্ষিণ পশ্চিম আমেরিকার টানি কাউন্টি অঞ্চলে গভীর গুহাতে বসবাস করে। এই প্রাণী বিলুপ্তির পথে।

>>গুহাবাসী শামুক ফাইসা 



বিজ্ঞান সম্মত নাম Physella spelunca,

আমেরিকার বিগ হর্ন অঞ্চলের গভীর গুহাতে বসবাস করে।

>> ভুতুড়ে গুহা শামুক বা ফ্যান্টম কেভ স্নেইল 



বিজ্ঞান সম্মত নাম Pyrgulopsis texana,

আমেরিকার পেকস নদী অঞ্চলে পাওয়া যায়।

>> নকলনবিশ বা mimic গুহা শামুক 



বিজ্ঞান সম্মত নাম Phreatodrobia imitata,

আমেরিকার টেক্সাস অঞ্চলে পাওয়া যায়।

>> জোসপিআম শামুক বা লবণ জমা শামুক



 বিজ্ঞান সম্মত নাম Zospeum biscaiense,

স্পেনে পাওয়া যায়।


চলবে....................................




বিষয় সাহায্যে

Biology of animals vol I

Ganguli Sinha Adhikary

ছবি ও অন্যান্য সূত্রে 

অন্তর্জাল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়