ডিমের ডামাডোল

                    

               তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম

🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚

না মোটেই ডিমবৌদি নয়, বিধবা মদিনা বেওয়ার আছে বলতে কয়টি হাঁস ও মুরগি, তাদেরই দেওয়া ডিম বেচেঁ একলা জঠর জ্বালা নিবারণ করে মাত্র, কিন্তু পাজি পোলাপান আসে সর্বখান, 

যেখানেই দেখা পায় ডিমবৌদি বলে চেঁচায়.....

তারপর শুরুহয় বাক্যসুনামি, 

অবাগির ব্যাটা থেকে শুরু করে... ইবলিশের পো...

তো সেদিন এমনি এক মুহুর্তে মিলিটারি জেঠুর সাথে দেখা..........

👨🏻‍✈️:: আরে ফুয়া ক্ষেপসো ক্যান?

👵🏿:: হালার পো হালা,ইবলিশের পো, আমারে দ্যেখেলে কয় ডিমবৌদি, নিজের আম্মিরে গিয়া ক..

বেঁচি তো একটুস খানি কইরা ডিম, তাও হালাগো কি জ্বলন!!! বিছুটি লাগায় দিমু একদিন গোয়ায়.....

👨🏻‍✈️:: হ্যাঁ, যদি অষ্ট্রিচ এর ডিম বেচতে পারতা...

👵🏿:: হইয়া কি? হাঁস না মুরগি.......

👨🏻‍✈️:: অষ্ট্রিচ, মুরগির মত প্রয়োজনে উড়তে পারে না, কিন্তু দৌড়াতে পারে ৭০কিলোমিটার/প্রতি ঘন্টায়, বিজ্ঞান সম্মত নাম Struthio camelus।

লম্বায় পুরুষ 2.১ – 2.৮ মিটার (পূর্নবয়স্কো), এবং স্ত্রী ১.৭ – 2 মিটার(পূর্নবয়স্কো)।

একটা অষ্ট্রিচের ডিম প্রায় ২৪ খান মুরগির ডিমের সমান।

একটি অষ্ট্রিচ ১২--১৮ ডিম পাড়ে বছরে এটি ৪০--১৩০ টা ডিম পাড়ার ক্ষমতা রাখে.....





👵🏿:: কও কি বাপজান, আমিনা ৬/৭ টা ডিম পাড়ে, ডিম জোড়া ১২ ট্যাহা, হেইলে.........

বাপজান, তুমি বনে বাঁদাড়ে ঘুরো, আমারে একখান ইয়ে দুইখান অস্টিক আইন্যা দিবা??

👨🏻‍✈️::আমিনা কে??

👵🏿:: আমার বেশি ডিম পাড়ে যে সেই হাঁসি....

👨🏻‍✈️:: এমুর নাম সুনশো?

অষ্ট্রিচের থন ছুঁডো, কিন্তু লম্বায় ১.৯ মিটার লম্বা হইতে পারে।

বিজ্ঞান সম্মত নাম Dromaius novaehollandiae

বছরে মাদী এমু ২৫ টির মত ডিম পাড়ে,

একটি এমুর ডিম বোঝলা ৮--১২ টা মুরগির ডিমের সমান......





👵🏿:: হালায় মুস্কান এইটুকু টুকু ছুদ্দো ডিম পাড়ে, তাও বছরে ১৫০ টার মতন, হেইলে একটা এমুর ডিম যদি ১২ টা.......

আইস্যা, এমুরে পামু কৈ???

👨🏻‍✈️:: মুস্কান কে?

👵🏿:: আমার ডিম পাড়ইন্না দেশী মুরগি.......

👨🏻‍✈️:: ক্যাসওয়ারি এর নাম হুনশ নি!

ক্যাসওয়ারি, cassowary কিন্তু এমু বা অষ্ট্রিচের থন ছুঁডো, ১•৮-- ২ মিটার বা একটু কম লম্বা,

বিজ্ঞান সম্মত নাম Casuarius casuarius

এক একডা ক্যাসওয়ারির ডিম ১৩ সেন্টিমিটার লম্বা ও ৬৫০ গ্রাম ওজনের। বছরে ৪ টার মত ডিম দেয় মাদী ক্যাসওয়ারি, প্রায় এমুর ডিমের মত আকারের ডিম।







👵🏿:: ধুর, চাইরটা ডিম, তা হ্যা গা বাপজান এই কেছারি কি কেশর খায়?!?

👨🏻‍✈️:: ফুয়া, ভেরীবাদক রাজ হাঁসের নাম সুনশোনি,

👵🏿:: না, তবে যেদিন ইসরাফিল শিংগা বাজাইব হেইদিন এই ওবাগীর পুলা গুলানের বিচার হইব..

👨🏻‍✈️:: ভেরীবাদক রাজ হাঁস বা Trumpeter Swan

সবচাইতে লম্বা ডানার জলচর আকাশচর পাখি,

৪ ফুট ৫ ইঞ্চি থেকে ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা হইতে পারে।

বিজ্ঞান সম্মত নাম Cygnus buccinator

মাদী হাঁস ৩-- ১২ টি ডিম পাড়ে এপ্রিল মে মাসের মধ্যে, 

ডিম ৪.0-৫.0 ইঞ্চি(১0.১-১২.৬ সেন্টিমিটার) মত বড় হয়।






👵🏿:: হ, হে তো বুঝলাম, কিন্তু কই পামু ওইসব অচিন পাখি..... আমি একা বেকুব মেয়ে মানুষ, ছুঁডো মুহে বড় কতা কইবানারি......

👨🏻‍✈️:: ছোট মুখে বড় কথা কিনা জানিনা তবে ছোট পাখির বড় ডিমের কথা কৈ....

নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই kiwi, এদের এঞ্জড্ডার enzedder নামেও ডাকা হয়।

বিজ্ঞান সম্মত নাম Apteryx haastii

মদ্দা প্রায় ৪৫ সেন্টিমিটার (১৮ ইঞ্চি) লম্বা, আর মাদী কিউই ৫০ সেন্টিমিটার (20 ইঞ্চি) লম্বা।

ওজনের ক্ষেত্রে ১.২ থেকে ২.৬ কেজি ওজনের মদ্দা ও মাদী ওজনে ১.৫ থেকে ৩.৩ কেজি হয়।

মাদী একটা মাত্র ডিম পাড়ে যা তার ওজনের ১৫--২২% হয়, প্রায় ৩৭১ গ্রামের কাছাকাছি।






👵🏿:: বাপজান কও কি? হে হে ১২ হাত কাকুরের ও ১৩ হাত বিচি.........

আইস্যা কও ত দেহি সবচাইতে বেশি ডিম করা পাড়ে?

👨🏻‍✈️:: ক্যান, 

প্রজাপতি ১০০ র মত ডিম পাড়ার ক্ষমতা রাখে,

আফ্রিকার ড্রাইভার পিঁপড়ে ৩০--৪০ লক্ষ ডিম প্রতি ২৫ দিনে পাড়ে।

সামুদ্রিক সূর্যমাছ প্রতি জনন ঋতুতে ৩ কোটির মত ডিম পাড়ে।

👵🏿:: হায় আল্লাহ! আমার হাস মুরগি গুলান কেন এত কম ডিম পাড়ে.................

👨🏻‍✈️:: যত্ন নাও, ওরা ওদের মত ঠিক পারবে, ওদের থাকার জায়গা পরিষ্কার রাখবে, অসুস্থ বুঝলে গ্রামের পশু হাসপাতালে দেখাবে, দেখবে কোনো অসুবিধা হবে না।

আজ যাই তবে.........




তথ্য সাহায্যে::

✓https://species.m.wikimedia.org/wiki/Struthio_camelus_massaicus


✓http://bioweb.uwlax.edu/bio203/s2012/hawes_jenn/classification.htm


✓https://www.zooportraits.com/southern-cassowary-casuarius-casuarius/amp/


✓https://nature.ca/notebooks/english/trumswan.htm


✓https://rarespecies.nzfoa.org.nz/species/great-spotted-kiwi/


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

শালগ্রাম শিলা সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব