পুরুষ পৌরুষ
পুরুষ পৌরুষ
🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞
আসছে মাসের চব্বিশে রাকেশের বিয়ে, বেশ ফুরফুরে মেজাজেই ছিল, অনেক টিপস জেনে নিয়েছে, ল্যাপটপের একটি গোটা ড্রাইভ
দুষ্টু আমেরিকার শিহরন জাগানো ছায়াছবিতে ভরে দিয়েছে, বিয়ের কেনা কাটার সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্র কিনে নিয়েছে, যুদ্ধের প্রায় সবরকম হাতিয়ার এবারে করায়ত্ত, হাতেনাতে পরীক্ষা শুধু বাকি.......
হটাৎ ছন্দপতন...
পাবলিক টয়লেটের পিক ভর্তি দেওয়ালে বিজ্ঞাপনটা চোখে পড়ল, এমনিতে পড়ত না ,কিন্তু উগ্র উজ্জ্বল সবুজ রঙের কাগজে ছাপানো বিজ্ঞাপনের বিষয়বস্তু অনেকটা এই রকম?
" শৈশবের কুঅভ্যাশের কারণে ব্যাক্তিগত জীবনে হতাশ?...... স্বপ্নদোষ, শীঘ্র পতন, ধ্বজভঙ্গ,বীর্যতারল্য, বাঁকা, মোটা বা সরু কিম্বা ছোট?..... বিবাহিত জীবন সুখে ভরিয়ে তুলতে..... বেশিক্ষণ টিকে থাকার গ্যারান্টি...
সম্পূর্ন পার্শ্ব প্রতিক্রিয়া হীন হার্বাল..... যোগাযোগ করুন........
প্রখ্যাত আয়ুর্বেদাচার্য, ভেষযজ্ঞ, বৈদ্দ্যাচর্জ, হাকিমী চিকিৎসায় পারদর্শী,স্বর্ণ পদক প্রাপ্ত
ডর: ডি কে বোস......."
এইরে এটাতো ভাবা হয় নি, শেষমেশ তীরে এসে তরী ডুববে না তো, যাবে নাকি একবার
ডর: ডি কে বোসের কাছে.. আর কাকেই বা বলবে? আবার কেউ যদি দেখে ফেলে, কি ভাববে?
ফুরফুরে মেজাজ নিমেষেই ফুররর....
মনে পড়ল বংশী দা কে বিয়ের কার্ড দেওয়া হয়নি, আচ্ছা বংশী দা কে বললে কেমন হয়?
👴🏾:: তা হ্যাঁ রে, বিয়ের কার্ড এমন চুপশানো বেলুনের মত হয়ে দিতে এলি যে বড়? ব্যাপারটা কি?
🤵🏻:: একটা বিজ্ঞাপন দেখলাম জানতো! ভয় লাগছে , কম পাঁকা তো ছিলাম না এবার যদি ওগুলো হয়ে থাকে? মানে বুঝতে পারছ তো যদি পরিপূর্ন পরিতুষ্টি না করতে পারি?? কি হবে? লজ্জায় মাথা কাটা যাবে.....
👴🏾:: কি কি রোগ বললি যেন স্বপ্নদোষ, শীঘ্র পতন, ধ্বজভঙ্গ,বীর্যতারল্য ,বাঁকা, মোটা বা সরু কিম্বা ছোট এইসব?
আর কারণ কি বললি শৈশবের কুঅভ্যাশের কারণে..
डर का बिजनेस বুঝিস? বেশ বলছি,
তবে বাপু বলে রাখি আমার কিন্তু কোনো ডিগ্রী ডিপ্লোমা নেই, যা শিখেছি স্যারদের কাছে যা পড়েছি লাইব্রেরী পরিষ্কারের সময়।
→স্বপ্নদোষ:: দোষের কি আছে জানিনা তবে
বয়ঃসন্ধিতে এসে পুরুষের এই অভিজ্ঞতা হয় এবং এর রেশ যৌবনেও রয় । একে বলা হয় nocturnal emissions নৈশ নিঃসরণ এছাড়াও আরো নাম আছে যেমন wet dream, sleep orgasam বা তন্দ্রালু কাম উত্তেজনা। বয়ঃ প্রাপ্তির এই দশায় তিন সপ্তাহে একবার বা মাসে একবার এটি হয়েই থাকে।
দীর্ঘদিন বীর্যপাত না হলে বা উত্তেজক কোনো কিছুর দর্শন, স্পর্শ উত্তেজনা, ইত্যাদি এর কারণ। গোদা বাংলায় কলসি ভরে গেলে উপচে পড়ে।
এটি শারীরিক অপেক্ষা,বেশি মানসিক ব্যারাম।
হ্যাঁ তবে এ ঘটনা যদি হামেহাল ঘটে সঙ্গে অন্যান্য অসুবিধা যেমন প্রস্টেটগ্রন্থির সমস্যা, সব সময় ব্যাথা, প্রস্রাবে জ্বালাপোড়া ইত্যাদি হয় তবে একে দোষের পর্যায়ে ফেলা যায় বটে।
তো তোর কবার হয়েছে? দিনে ছয় রাতে নয় তার মধ্যে যে কয়বার হয়?
🤵🏻:: না না কি যে বল, অমন সমস্যা আমার নেই তবে ইয়ে বেশি নীল ছবি দেখে ফেললে হয়।
👴🏾::শীঘ্র পতন:: বিভিন্ন গবেষণায় দেখা গেছে ৭--১৩/২০ মিনিট মোটামুটি সময় লাগে উত্তেজিত শিশ্ন থেকে বীর্যপাত হতে।
শীঘ্র পতন একটি যৌন অসুবিধা যেখানে একটি মানুষ তার পুরুষাঙ্গের দৃঢ়তা বজায় রাখতে অক্ষম। ফলে যৌন সঙ্গম শুরু করার এক মিনিটের মধ্যে, চূড়ান্ত মুহূর্তের পূর্বেই বীর্য স্খালন হয়ে যায়।
হিন্দিতে এর নাম धातु दोष।
ভারত, বাংলাদেশ পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে এর প্রচুর ঘটনা কানে আসে।
কারণ হিসেবে বলা যায় মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব,
অতএব এটিও প্রায় মানসিক।
এছাড়াও হরমোন সাম্যের পরিবর্তন, প্রোস্টেটের সমস্যা,নিউরোট্রান্সমিটার অসাম্য, মূত্রনালী সংক্রমণ বা সমস্যা ইত্যাদি জৈবিক কারণ দায়ী।
তোর তো বিয়ে তো হয়নি, স্ব-মৈথুনে কি এক মিনিটেই কেল্লা ফতে হয়ে যায়?
🤵🏻:: ইস তুমিও না, মুখে কিছুই আটকায় না, আমার অমনটা মোটেই হয় না।
👴🏾:: ধ্বজভঙ্গ:: পুরুষাঙ্গে উত্তেজনার অভাব, উত্তেজনাহীনতা ইংরেজিতে বলে Erectile dysfunction।
বাইরের দিকে দুটি পাশাপাশি অবস্থিত স্থিতিস্থাপক কলা corpora cavernosa কর্পোরা ক্যাভারনোসা এবং ভিতর দিকে corpus spongiosum কর্পাস স্পঞ্জিওসাম নামক কলা দিয়ে এই লিঙ্গ গঠিত।
এই কলা গুলি সংবেদনশীল এবং এরাই প্রয়োজনে লিঙ্গকে দৃঢ় ও ঋজু করে। এখন উত্তেজনা সত্বেও নেতিয়ে থাকলে তাকে এই পর্যায়ে ফেলা যায়।
বিভিন্ন কারণে এটি হয়
🚬অত্যধিক ধূমপান, হরমোন যেমন testosteron টেস্টোস্টেরন অল্পতা, পারকিনসন রোগ, হার্টের সমস্যা, মধুমেহ, মধুমেহ জনিত স্নায়ু সমস্যা, কিছু ওষুধের দীর্ঘমেয়াদি ব্যাবহার, সম্পৃক্ত স্নেহ বস্তু যুক্ত খাবার অধিক মাত্রায় গ্রহণ প্রভৃতি অনেক অনেক কারণ রয়েছে এর পিছনে।
তো নীলছবি দেখে সাপ ফণা তুলে দাড়ায় না তোর??
🤵🏻:: যত বুড়ো হচ্ছো তত বাজে বকছ, না নেতিয়ে থাকে না।
👴🏾:: বীর্যতারল্য:: বীর্যপাতে উৎপাদিত বীর্যের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। গড়ে ৩.৪ মিলিলিটার এবং সর্বোচ্চ ৪.৯৯ মিলি থেকে সর্বোনিম্ন ২.৩ মিলি হয়।
বীর্য একটি জৈব রস যাতে শুক্রাণু থাকে।
সেমিনাল ভেসিকল, প্রোস্টেট এবং কাউপার'স গ্রন্থি বা বলবোউরেথ্রাল গ্রন্থি গুলি থেকে নিঃসৃত রস এই বীর্যের উপাদান সঙ্গে থাকে ২০০--৫০০ মিলিয়ন শুক্রাণু ।
প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণুর সংখ্যা ১৫--≥২০০ মিলিয়ন স্বাভাবিক ভাবে।
এখন কোনো কারণে শুক্রাণুর সংখ্যা যদি কম হয় তাকে বলে Oligospermia অলিগোস্পার্মিয়া।
একেই বীর্যতারল্য বলছে হয়ত তোর আয়ুর্বেদাচার্য।
যাকগে অলিগোস্পার্মিয়া প্রধানত তিন শ্রেণীর
অনুগ্র বা mild:: ১০--১৫ মিলিয়ন শুক্রাণু প্রতি মিলিলিটার
মিত বা Moderate:: ৫--১০ মিলিয়ন শুক্রাণু প্রতি মিলিলিটার
গুরুতর বা severe:: ≤ ৫ মিলিয়ন শুক্রাণু প্রতি মিলিলিটার
কারণ, বিভিন্ন কারণে হতে পারে যেমন
👉একটি সংক্রমণ যার ফলে ভাস ডিফেরেন্সে বাধা সৃষ্টি হয় বা সেমিনাল ভেসিকলের প্রদাহ হয়;
👉হরমোনীয় উদ্দীপনার অভাব (চরম অলিগোস্পার্মিয়া);
👉সংক্রমণের পরে একটি অণ্ডকোষের ক্ষত (অর্কাইটিস), অস্ত্রোপচার, দুর্বলভাবে পরিচালিত টেস্টিকুলার টর্সন;
👉একটি জেনেটিক অস্বাভাবিকতা (গুরুতর অলিগোস্পার্মিয়া);
👉 একটি ভেরিকোসেল varicocele যা হল ত্বকের আলগা ব্যাগের মধ্যে শিরাগুলির একটি বৃদ্ধি যা আপনার অণ্ডকোষ (অন্ডকোষ) ধরে রাখে। একটি varicocele একটি varicose শিরা অনুরূপ আপনি আপনার পায়ে দেখতে পারেন।
👉কিছু ওষুধের চিকিৎসা (কেমোথেরাপি, অ্যানাবলিক স্টেরয়েড, উচ্চ রক্তচাপের ওষুধ, গাউটের ওষুধ, নির্দিষ্ট ভাইরাসজনিত রোগের জন্য নির্ধারিত ইন্টারফেরন ইত্যাদি);
👉কিছু বিষাক্ত পদার্থের সংস্পর্শে: অ্যালকোহল, ওষুধ, তামাক (জরায়ুর এক্সপোজার সহ), এবং সম্ভবত কিছু পরিবেশ দূষণকারী (phthalates, কীটনাশক);
👉নির্দিষ্ট উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় উচ্চ তাপমাত্রায় টেস্টের এক্সপোজার;
👉সাধারণ রোগ (লিভার, কিডনি)। এছাড়াও আরো......
এছাড়াও আছে Azoospermia অ্যাজোস্পার্মিয়া ::
অ্যাজোস্পার্মিয়া হল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এমন একটি রোগ যে অবস্থায় একজন পুরুষের বীর্যে কোন শুক্রাণু থাকে না।
তো স্পার্ম কাউন্ট করে দেখে নে তোর বীর্যে
শুক্র কীট কটি আছে?
🤵🏻:: ইস এ বাবা!
👴🏾:: বাঁকা, মোটা বা সরু কিম্বা ছোট::
গড়পড়তা একটি দৃঢ় ও ঋজু লিঙ্গের দৈর্ঘ্য ৫•১৬ ইঞ্চি এবং ঘের বা পরিধি ৪•৫৯ ইঞ্চি।
একটি দৃঢ় ও ঋজু লিঙ্গের দৈর্ঘ্য ২ ইঞ্চি বা তার কম হলে তাকে বলে micropenis মাইক্রোপেনিস বা ক্ষুদ্র শিশ্ন।
বিভিন্ন হরমোনাল, বংশগত, বা অন্যান্য কারণ এর জন্যে দায়ী।
বাঁকার কথা যদি বলা হয় তবে লিঙ্গের বাঁক বিভিন্ন ধরনের হতে পারে C আকারের,
উপরের দিকে বাঁকা, নিচের দিকে বাঁকা, সোজা, নিচের দিক মোটা এবং সামনে সরু, নিচের দিক সরু এবং উপরের দিক মোটা কিন্তু এগুলি কোনোটাই আসল কাজে কোনো বাঁধা সৃষ্টি করে না।
যেটি করে তার জন্যে শল্য চিকিৎসা আছে।
কি মাপের ফিতেটা দেব?
🤵🏻:: না না দরকার নেই।
👴🏾:: এবার বলি কেন डर का बिजनेस, কারণ
যৌন শিক্ষা পাঠক্রম বহির্ভূত। হার্ট কিডনি লিভার সব পড়ানো হয় কিন্তু একটি স্বাভাবিক শিশ্নের আকার নিয়ে কোনো আলোচনা হয় না।
এর ফায়দা নেয় এইসব "ডাগদার বাবু" রা।
ঐযে শৈশবের কুঅভ্যাস! স্বাভাবিক ব্যাপারকে অস্বাভাবিক করে তোলা।
ভারতীয় শিশ্নের আকার ওষুধের গুনে আফ্রিকান হাবসিদের মতন করে দেবে এই তাদের বক্তব্য।
🤵🏻:: যা বলেছ, চোখ ধাঁধানো বিজ্ঞাপনে মনে ধাঁধা লাগে। সুস্থ মানুষ নিজেকে অসুস্থ মনে করে।
👴🏾:: ভালোবাসাটা আসল। বিয়ে শুধু রাতে রতির জন্যে নয়, পরস্পর কে জানার বোঝার জন্যেও। নীলছবিতে এ জিনিষ শেখায় না।
শৃঙ্গার কাকে বলে জানিস?
🤵🏻:: হ্যাঁ ঐতো একটা কসমেটিক কোম্পানি।
👴🏾:: তোমার মাথা,যৌনসঙ্গমের পূর্বে দুই জনের এমন কিছু মানসিক ও শারীরিক ক্রিয়াকলাপ যৌন চাহিদাকে বাড়িয়ে দেয়। শৃঙ্গার সঙ্গীদের মাঝে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ায় এবং তাদের মাঝে বিশ্বাস ও আত্মবিশ্বাস বাড়ায়। দুজনে দুজনকে জানতে শেখার আরেক নাম।
ওরে রতিক্রিয়া একটি শারীরিক কসরত।
গড়পড়তায় ১০১ ক্যালরি পোড়ে এই ক্রিয়ায়। প্রতি মিনিটে প্রায় ৪•২ ক্যালরি শক্তি ক্ষয় হয় তো শরীরের এই পরিশ্রমে যদি মনের মিশেল না থাকে গোটা ব্যাপারটা যান্ত্রিক হয়ে দাঁড়ায় তাই নয় কি??
🤵🏻:: আচ্ছা এখন উঠি, সময়মত চলে যাবে কিন্তু ২৪শে, অপেক্ষায় থাকব।
👴🏾:: হ্যাঁ আর তুই এক কাজ করিস ওই বিয়ের ব্যান্ড পার্টিতে একটা গান বাজাস তো .....
भाग डीके बोस डीके बोस डीके बोस, भाग डीके बोस भाग।
কেমন হবে বলুন তো...............
বিষয় সাহায্যে::
Human anatomy and physiology
by Ross and Wilson
ছবি ও অন্যান্য সাহায্যে
👩❤️💋👨https://www.pegym.com/penis/
👩❤️💋👨https://www.healthline.com/health/fitness-exercise/how-many-calories-does-sex-burn
👩❤️💋👨https://www.healthline.com/health/types-of-penises#length-and-girth
👩❤️💋👨https://www.invitra.com/en/diseases-associated-with-oligospermia/varicocele-oligospermia/
👩❤️💋👨https://androskill.com/erectile-dysfunction-causes/
👩❤️💋👨https://en.m.wikipedia.org/wiki/Premature_ejaculation
Banglay ato sundor kore bodhoy age keu lekheni.
উত্তরমুছুন