पारदर्शी প্রাণী প্রসঙ্গে

     



        🥛🪞🪟पारदर्शी প্রাণী প্রসঙ্গে🥛🪞🪟

         👁️👀🧿🥽👓🕶️👁️👀🧿👁️

অফিস থেকে ফিরে দেখলাম ছানাটি পায়ে পায়ে ঘুরছে, মতলব বুঝতে দেরি হল না নিশ্চয় কিছুর বায়না রয়েছে,..........

🕵🏾‍♂️:: হুম, তো এবার আবার কিসের আবদার?

🙍🏼‍♂️:: জানো বাবা বেন টেন একটা ঘড়ি পরে যেটাতে চাপ দিলে বেন এলিয়েন 👾 হয়ে যায়, ওই ঘড়িটা এনে দেবে??

🕵🏾‍♂️:: হ্যাঁ ছোট বেলায় আমারও একটা ঘড়ির ইচ্ছে ছিল, মিস্টার ইন্ডিয়ার ঘড়ি, ওতে চাপ দিলে অদৃশ্য হওয়া যায়। পরে দেখেছি তা তো সম্ভব না।

🙍🏼‍♂️:: বাঃ কেন সম্ভব না? 

🕵🏾‍♂️:: অদৃশ্য মানে যা দৃশ্যমান নয়। আমরা যা দেখি তা এই চোখ নামক ৫৭৬ মেগাপিক্সেলের জৈবিক ক্যামেরা দিয়ে। এতে একটি দ্বিউত্তল বা biconvex মানে দুই দিকে স্ফীত লেন্স বসানো।



আমরা যে বস্তুর দিকে তাকাই, আলোকিত সেই বস্তু থেকে আলোক রশ্মি চোখের মনি বা আইরিশ ভেতর দিয়ে লেন্সের মাধ্যমে রেটিনায় গিয়ে পড়ে। 



আপতিত রশ্মি প্রতিসারিত হয়ে রেটিনায় প্রতিফলিত হয়। 



ফলে রেটিনার উপর বস্তুটির ক্ষুদ্র  ও উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়। 



অলোকসংবেদী বহু রঞ্জক সমৃদ্ধ শঙ্কু আকারের Cone স্নায়ু কোষ এবং দন্ড আকারের Rod স্নায়ু কোষ আলোক রশ্মি দের কে nerve impulses বা স্নায়ু স্পন্দনে পরিনত করে।





আলোক উদ্দীপনা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হলে আমরা বস্তুকে স্বাভাবিকভাবে দেখতে পাই।



এবার যদি আলো লেন্সে প্রতিসরিত না হয়ে এদিক থেকে ওদিকে চলে যায় তবে চোখ নিজের কাজ করবে না অর্থাৎ কিছুই দেখতে পাবে না ।

সুতরাং অদৃশ্য মিস্টার ইন্ডিয়া হতে গেলে অন্ধ হতে হবে।

🙍🏼‍♂️:: আচ্ছা কোনো প্রাণী কোনোভাবে অদৃশ্য হতে পারবে না?

🕵🏾‍♂️:: প্রকৃতির সাথে দরদাম করতে হবে,

হয় গায়ের রং এমন হতে হবে যাতে চট করে বোঝা না যায়, এতে প্রাণীটি যে পরিবেশে থাকবে সেই পরিবেশে অদৃশ্য হয়ে যাবে।

আর যদি কাচের মত স্বচ্ছ হতে হয় তবে কিছু অংশ অবশ্যই দৃশ্যমান হবে, চোখ বিশেষ ভাবে।

🙍🏼‍♂️:: কাচের মত জীব আছে?

🕵🏾‍♂️:: এই দুনিয়ায় দুনিয়াদারি, কতটা তার জানতে পারি?

হ্যাঁ কিছু প্রাণী আছে যারা অদৃশ্য নয় তবে আলোকভেদ্য বা স্বচ্ছ মানে पारदर्शी......



      🐟🐟ট্যাং মাছের তক্তকে শিশু🐟🐟

ট্যাং মাছ বা সার্জনফিশ Surgenfish প্রধানত সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকে। তো সার্জন নাম হল কেন? পুচ্ছ পাখনার দুই দিকে সূচালো তীক্ষ্ণ কাঁটা থাকে দেখতে অনেকটা শল্য চিকিৎসকের অপারেশন করার ছুরির [scalpel স্ক্যালপেল] মত।



এদের ৭৫ টির মত প্রজাতি আছে।

এদের লার্ভা দশার নাম Acronurus (অ্যাক্রোনুরাস) 



যা বিলকুল স্বচ্ছ কিন্তু বড় হতেই তাদের কত রংবহারি বর্ন।



কিছু প্রজাতির উদাহরণ যেমন

🐟Acanthurus coeruleus



🐟 Zebrasoma flavescens

🐟Zebrasoma scopas ইত্যাদি..

🙍🏼‍♂️:: বাঃ, ছোট তাই স্বচ্ছ।

🕵🏾‍♂️:: হ্যাঁ ঠিক এইরকম আর একটি কচি মাছের কথা বলি....



           🎣🎣কঙ্গের বাণ মাছের শিশু🐟🐟

ইল বা বাণ মাছ স্বাদু জলে বা নোনতা জলে সর্বস্থানে মেলে। সামুদ্রিক, আমেরিকান ইল নাম কঙ্গের Conger সারাগাসো সমুদ্রে পাওয়া যায়।  



বিজ্ঞান সম্মত নাম Conger oceanicus।



এই মাছের লার্ভা কে বলে Leptocephalus 

লেপ্টসেফালাস।



মাথা চোখ ও মেরুদন্ড বাদে এদের আর সব কিছু স্বচ্ছ।



🙍🏼‍♂️:: সবাই তো ছোট, কিন্তু বড় হলেও যদি স্বচ্ছ হোত ! সেমন প্রাণী আছে??

🕵🏾‍♂️:: সমুদ্র আঙ্গুরের গল্প বলতে হয় তা হলে।



                🌊🌊সমুদ্র আঙ্গুর🍇🍇

জীব জগতে এদের স্থান নিয়ে বিস্তর বিতর্ক। এরা কর্ডাটা আবার অমেরুদণ্ডী!! আগে এদের

 ইউরোকর্ডাটা উপ-পর্বে ফেলা হয়েছিল। এখন tunicata ট্যুনিকাটা উপ-পর্বে স্থান দেওয়া হয়েছে।



যাই হোক সমুদ্র আঙ্গুরের নাম Salp স্যালপ, এটি পিপা আকৃতির স্বচ্ছ প্রাণী



 এবং filter feeder বা জল ছেকে খাদ্য সংগ্রহ করা প্রাণী। 



অন্টার্টিক সমুদ্র অঞ্চলে এদের দলবদ্ধ কলোনী লম্বা দড়ির মত দেখায় মনে হয় যেন প্লাস্টিকের তৈরি কি যেন একটা(Big Salp)।



বিজ্ঞান সম্মত নাম Salpa maxima ।

🙍🏼‍♂️:: আঙ্গুর ফল টক।

🕵🏾‍♂️:: টক কিনা জানা নেই তবে এই পিপে জীবের মানে ট্যুনিকাটা উপ-পর্বের প্রাণীদের  ভিতরে পোকা বাস করে।

  


🪳🦗🦟পিপে প্রাণীর পোকা🪳🦗🦟

আদতে এটি চিংড়ি জাতীয় পোকা যা সমুদ্রপৃষ্ঠের ১ কিলোমিটার নিচে বসবাস করে 



এবং পিপে প্রাণীদের ভিতরে। তাই এদের ওপর নাম পিপে চিংড়ি বা barrel shrimp ওপর নাম প্রাম বাগ pram bug।



নারী পিপে চিংড়ি ১•৭" লম্বা হয় যেখানে পুরুষ শুধুমাত্র ০•৬"।

এরাও স্বচ্ছ ঠিক এদের আশ্রয়দাতা জীবের মতন।



বিজ্ঞান সম্মত নাম:: Phronima sedentaria।


আচ্ছা ভুতুড়ে চিংড়ির নাম শুনেছিস?



           🦐🦐ভুতুড়ে চিংড়ি🦐🦐

ভুতুড়ে চিংড়ি বা Ghost shrimp এর আরো অনেক নাম আছে যেমন কাঁচ চিংড়ি বা Glass shrimp, বা পূর্বের ঘাস চিংড়ি বা eastern grass shrimp



বিজ্ঞান সম্মত নাম Palaemonetes paludosus।

দক্ষিণ পূর্ব আমেরিকার মিঠে জলের চিংড়ি এরা।



স্বচ্ছ কাঁচের মত দেহে হলুদ রঙের ফুটকি এদের দেখতে সুন্দর করে তোলে। ১০ পেয়ে এই প্রাণীদের দৈর্ঘ্য ১--১•৫ ইঞ্চির মত হয়।

🙍🏼‍♂️:: মাছের শিশুর কথা বলেছ, এবার স্বচ্ছ বড় মাছেদের কথা বল..

🕵🏾‍♂️বেশ ভুতুড়ে জিওল মাছের কথা বলি



          🐠🐠🐠ভুতুড়ে জিওল মাছ🐠🐠🐠

কাঁচ জিওল মাছ বা glass catfish বা Ghost catfish স্বচ্ছ মিঠে জলের মাছ। এদেরও দুটি গোঁফের মত সংবেদনশীল সুং বা burbel আছে।



যদিও আকারে এরা খুব বেশি বড় হয় না ৩•১ ইঞ্চি মত এবং বেশিরভাগ অন্তর্যন্ত্র মাথার কাছাকাছিই থাকে। আতস কাঁচ দিয়ে দেখলে দেখা যাবে এদের সচল হৃদয়ের কার্যকলাপ।



এর বিজ্ঞান সম্মত নাম :: Kryptopterus vitreolus


২০১১ তে খুঁজে পাওয়া ব্রাজিলের স্বচ্ছ মাছের কথা বলি......



                🐠🎣 নেগ্রর স্বচ্ছ মাছ🎣🐠

২০১১ সালে সাও পাওলো বিশ্ব বিদ্যালয়ের এক অনুসন্ধানী দল অম্ল বদ্ধ জলে অস্তিত্ব খুঁজে পায় এই স্বচ্ছ মাছের ব্রাজিলের রিও নেগ্র তে। ২০১৩ সালে এরা শ্রেণীবিন্যাস অনুযায়ী নাম পায়। মাত্র •৬৯ ইঞ্চির মত লম্বা হতে পারে এরা। 



বিজ্ঞান সম্মত নাম Cyanogaster noctivaga।

🙍🏼‍♂️:: আচ্ছা ফড়িংয়ের ডানাও কাচের মতন তাই না?

🕵🏾‍♂️:: তার চাইতেও ভাল ডানা আছে একজাতের প্রজাপতির।



        🦋🦋 কাঁচ ডানার প্রজাপতি🦋🦋

দক্ষিণ আমেরিকার চিলি, টেক্সাস, মেক্সিকো প্রভৃতি স্থানের বর্ষা বনে এরা আপন মনে ঘুরে বেড়ায়।



বিজ্ঞান সম্মত নাম Greta oto।



তবে এরা একা নয়

গ্রেটা প্রজাপতির অন্যান্য প্রজাতি আছে যারা ভেনেজুয়েলা, পেরু,কলম্বিয়া,গুয়াতেমালা, ত্রিনিদাদ প্রভৃতি স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে।

যেমন 



 Greta andromica ভেনেজুয়েলাতে।



 Greta andromica lyra গুয়াতেমালা থেকে পানামা অবধি।



 Greta andromica andania ইকুয়েডর, পেরু

ইত্যাদি।

🙍🏼‍♂️:: এই রকম আরো রয়েছে.....

🕵🏾‍♂️:: প্রকৃতিতে বৈচিত্রের অভাব নেই, পরে আরো বলব এই স্বচ্ছ প্রাণীদের গল্প।


কি শুনবেন তো??


বিষয় সাহায্যে

Human anatomy and physiology 

by Ross and Wilson।


ছবি ও অন্যান্য সাহায্যে

অন্তর্জাল।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়