লিঙ্গ-রূপেন সংস্থিত

 


 🐍🐌🪱লিঙ্গ-রূপেন সংস্থিত🪱🐌🐍

    〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

            "হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

                     দম ফুরাইলেই ঠুস!

   তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।

   ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।"

জী হ্যাঁ, দম, বুক ভরা বাতাস নিয়ে নতুন উদ্যমে কাজে নামা। আঁকা বাঁকা জীবনের পাথুরে পথে রক্তাক্ত পায়ে একটুও না থেমে এগিয়ে যাওয়ার জন্যে লাগে দম।

তো ভাই দম কিভাবে থাকে? কেন, বুকের খাঁচায় বন্দী এক অঙ্গ নাম ফুসফুস, যে অনবরত বাইরের বায়ু বাহিত প্রাণ বায়ু নিষ্কাশন করে শরীর কে চালান করছে, তার বিরাম নাই বিশ্রাম নাই আজীবন কাজ করতে হবে।



ফুসফুস, সেইডা আবার কেডা?

অধিকাংশ মেরুদণ্ডী প্রাণী, 


পাখি,



কিছু মাছ 



উভচর যেমন ব্যাঙ



ও শামুখের শ্বসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ন অঙ্গ এই ফুসফুস।





মেরুদণ্ডীদের ক্ষেত্রে সাধারণত হৃদয়ের দুই পাশ জুড়ে থাকে এই ফুসফুস।

প্রাণীভেদে এদের গঠন বিভিন্ন, কিছু বাড়তি কাজ থাকলেও মূল কাজ শরীরে অক্সিজেনের সদাসর্বদা সরবরাহ অব্যাহত রাখা।



তাহলে বলাযায় মেরুদণ্ডী হলেই ফুসফুস থাকতেই হবে, তাই কি?

যতবারই আমরা গর্ব করে বলি সব জেনে গিয়েছি প্রকৃতি তখনই নতুন নতুন রহস্য সামনে এনে সেই গর্ব চুরমার করে দেয়।

তেমনি এক ঘটনার কথা বলি,

🗺️১৮০০ সনের শেষের দিকে ব্রাজিলের বর্ষা বনে দুই অভিযাত্রীর অভিযান চলছিল Sir Graham Hales স্যার গ্রাহাম হলেস এবং Sir Brian Doll 

স্যার ব্রিয়ান ডল, তারা খুঁজে পেল অদ্ভুত এক কিম্ভুতকিমাকার জানোয়ার, দেখতে কেঁচোর মত আবার সাপের মত বড়।

🗺️ সাল ২০১১, Madeira মাদেইরা নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলাকালীন একদল ইঞ্জিনিয়ার ফের দেখা পেল ওই আজব দেশের গজব জানোয়ারের।

তো এই প্রাণী নিয়ে এত কথার কি আছে?

✔️ "প্রথমে দর্শনদারী পরে গুণবিচারী"।

প্রথম দর্শনে প্রাণীটিকে দেখে যে কোন পুরুষ ঈর্ষান্বিত হতে বাধ্য। দেখতে হুবহু শিশ্নের মত!



নমুনা যেটি সংরক্ষিত আছে তার দৈর্ঘ্য ৩১•৭ ইঞ্চি।



যেখানে একটি উত্তেজিত মানব শিশ্নের দৈর্ঘ্য গড়পড়তায় ৫•১৬ ইঞ্চি।প্রাণীটির মুখের গড়ন পুরুষের গ্লান্সের ন্যায়।



✔️"বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভুত"



সাপের মত লম্বা দেহ অথচ কেঁচোর মত গোল গোল বলয় উপস্থিত। আদপে এটি উভচর।

 শুধু তাই নয় এটি চতুষ্পদী অধি শ্রেণীর অন্তর্গত কিন্তু এর পা নেই।

আরেবাবা, এই ধরনের উভচর দের বলা হয় caecilian সিসিলিয়ান। লাতিন শব্দে এর অর্থ দৃষ্টিহীন। 

হ্যাঁ এদের চোখ নেই বটে কিন্তু এদের সঙ্গে ফারাক আছে যে.......

✔️"दम लगा के हईशा"



যে আজ্ঞে, এদের দম ধরে রাখার জন্তর টি নেই অর্থাৎ কিনা এদের ফুসফুস নেই!

সাধারণত সিসিলিয়ানদের সুগঠিত ডান ফুসফুস এবং লুক্কায়িত বাম ফুসফুস থাকে, কিন্তু এদের?

নাকের ফুটো (choana) বন্ধ। ফুসফুস অনুপস্থিত। 

pulmonary arterie বা ফুসফুসগত ধমনী নাই নাই।

বদলে এদের ত্বক রক্ত সংবাহী জালক দিয়ে পরিপূর্ন যার মাধ্যমে বাতাস থেকে প্রাণবায়ু দেহে সংবহন হয়।

✔️" আমি বলো কোথায় রাখি?"

আরে বাবা ফুসফুস থাকতেই হবে এমন দিব্যি কে দিয়েছে? কেন ফুসফুসহীন স্যালাম্যান্ডাররা তো দিব্বি আছে। ব্রিটিশ কলম্বিয়া থেকে ব্রাজিল অবধি এদের পাওয়াও যায়। এরাও ত্বকীয় শ্বসন করে সমস্ত দেহ এবং মুখের কাছাকাছি বিশেষ কোষ কলার মাধ্যমে।

উদাহরণ:: California slender salamander ক্যালিফোর্নিয়ার সরু সালামান্ডার 



বিজ্ঞান সম্মত নাম Batrachoseps attenuatus।



তাহলে এদের সঙ্গেই ত রাখলে চলে।

কিন্তু কিম্ভুতকিমাকার সিসিলিয়ানটির পা নেই তো।

আচ্ছা Typhlonectidae টাইফ্লোনেকটিডি পরিবারে এদের রাখা হোক যেখানে অন্যান্য রবার ইল দের রাখা হয়েছে? যেমন Typhlonectes natans ।



না গবেষণার এখনও অনেক বাকি।

✔️“কাঁহা গেলে তোমা পাই”



কিম্ভুতকিমাকার জানোয়ারটির নিবাস ব্রাজিলে আমাজন নদী মুখে এবং মাদেইরা নদী অঞ্চলে।



✔️“নাম কি রে তোর?” “ফুসমন্তর !”

কিম্ভুতকিমাকার জানোয়ারটির অদ্ভুত গড়ন দেখে একে ডাকা হয় নানা নামে যেমন

শিস্ন সাপ বা penis snake, manaconda ম্যানাকোন্ডা, floppy snake অলস সাপ, ইত্যাদি।

বিজ্ঞান সম্মত নাম Atretochoana eiselti।



✔️"এই একলা ঘর আমার দেশ"

তবে কি এই শিশ্ন সাপ একা ফুসফুসহীন সিসিলিয়ান?

না, প্রকৃতির বিস্ময়ের শেষ আছে কি?

Caecilita iwokramae , মধ্য গুয়ানার ইউক্রমা জঙ্গলে ( iwokrama forest) পাওয়া সিসিলিয়ান যাদের ফুসফুস নাই(?) 



তাই কি?


বিষয় সাহায্যে

📕Human anatomy and physiology

By Ross and Wilson

📕Mordan approach to a Text book of Zoology

By Chatterjee chakraborty।

ছবি ও অন্যান্য সাহায্যে 

অন্তর্জাল 





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার