পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইয়েতি কাঁকড়ার কাহিনী

ছবি
              🦞🦞 ইয়েতি কাঁকড়ার খোঁজে🦞🦞     🔻🔹🔺➖🔻🔹🔺➖🔻🔹🔺➖ হিমালয়ের সেই চির রহস্যময় তুষারাবৃত পর্বতভূমি যেখানে কান পাতলে এখনও শোনা যায় এক স্থানীয় কিংবদন্তীর কাহিনী, নাম ইয়েতি। বলেছে অনেকে দেখেছে তবু অকাট্য প্রমাণ নেই কারো কাছে। পাশ্চাত্যে সেই বিশালাকায় ভল্লুক সদৃশ তুষার মানব নাম পেয়েছে Abominable Snowman বা  জঘন্ন তুষার-মানব। এইতো সেই ২০১৯ সে এপ্রিলে সম্ভবত ভারতীয় সেনা দাবী করল যে তারা মাকালু বেস ক্যাম্পের কাছে দেখতে পেয়েছে রহস্যময় ইয়েতির পায়ের ছাপ। কি জানি কি রহস্য লুকিয়ে আছে?? তবে রত্নাকর সব রহস্যের আকর, এই রত্নাকরের গভীরে এক দুর্বিষহ স্থানে খোঁজ মিলেছে আরেক ইয়েতির তবে এদের দুই পা নয় বরং বলা যায় আছে ১০ পা। আরে বাবা এরা decapod ক্রমের অন্তর্গত যার অধীনে রয়েছে যত রাজ্যের চিংড়ি আর লবস্টার। আদপে এরা সন্ধিপদী বলা যায় জলজ সন্ধিপদী পর্বের প্রাণী। ২০০৫ সালে Robert C. Vrijenhoek এর তত্ত্বাবধানে Monterey Bay Aquarium Research Institute  মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম গবেষণা ইনস্টিটিউটের সমুদ্র গবেষক দল সাবমেরিনে চরে নামলেন অতলে। উদেশ্য অতলে অচিন প্রাণীদের দর্শন। ৭ই

ভোলা ভাওয়ালের ভয়-ভাগ ৩

ছবি
  🧟‍♂️👹💀ভোলা ভাওয়ালের ভয়-ভাগ ৩☠️👺👻            ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 'মানিকের ছাওয়াল ভোলা ভাওয়াল দ্যাখতে শুনতে তো বেশ ভাল, কিন্তু কিঝানি ক্যান হালায় আয়না দ্যেখলে ঘাবড়াইয়া যায়, ঘোষাল এইডারে কি কয়?' গরম সিঙ্গাড়ায় কামড় বসিয়ে প্রশ্নটা করল প্রেমাদা। 🧓:: হ্যাঁ আয়না কে ভয়, এই ভয়ের এক জম্পেশ নাম আছে Spectrophobia স্পেকট্রোফোবিয়া। লাতিন শব্দ spectrum স্পেকট্রাম কথার অর্থ Appearance বা চেহারা বা উপস্থিতি। গ্রীক শব্দ phobos মানে তো জানাই আতঙ্ক। সুতরাং এই দুটি শব্দ মিলে হয় এই আয়না আতঙ্ক। তবে একটা ব্যাপার আছে, কেউ যদি নিজেকে আয়নায় দেখতে ভয় পায় তবে সেই নিজেকে পরিদর্শন জনিত আতঙ্কের পরিস্থিতিকে বলা যায় Eisoptrophobia ইসোপট্রোফোবিয়া। গ্রীক শব্দ eis অর্থ into বা মধ্যে এবং optikos অর্থ ছায়া বা প্রতিবিম্ব। বলে রাখা ভালো এই optikos অপটিকস কথা থেকেই optic অপটিক কথাটি এসেছে যা দৃষ্টি সমন্ধিয়। 👴:: হরেন, একটু আসমানের দিকে চাও দেখি ম্যাঘ করসে নি দেহ দেহি? 🧓:: দেখবেন সাবধান ওর আবার Anablephobia  অ্যানাব্লেফোবিয়া নেই ত? 👴:: হেইডা আবার কি ঘোষাল?? 🧓:: গ্রীক শব্দ ana অ্যানা মানে উ

ভোলা ভাওয়ালের ভয়-ভাগ ২

ছবি
  👺👹👻ভোলা ভাওয়ালের ভয়-ভাগ ২☠️💀🧟‍♂️          🔺🔹🔻🔺🔹🔻🔺🔹🔻🔺🔹🔻 ' যেইহানে ভূতের ভয় সেই হানেই সন্ধ্যা অয় , আমি দ্যাকসি যেই দিন হালায় বিনা টিকিটে রেলে উঠসি ওইদিন টিটি অ্যাইসা আমায় ধরসে ' প্রেমাদার আক্ষেপ ঝরে পড়ল বৈকালিক চায়ের আড্ডায়। ঘোষাল খুড়ো বলল 🧓:: মনস্তত্ত্ব, নিখাদ মনস্তত্ত্ব, যেদিন আপনি টিকিট কেটে ওঠেন নি, আপনার ভয় আপনার আচরণে স্পষ্ট প্রকাশিত ছিল, এবং তাই টিটি কাকা আপনাকে চেপে ধরেছে। ভয় চেপে রেখেও রাখতে পারেন নি। কিছু স্থান বা মুহূর্ত বা বলা যায় পরিস্থিতি মানুষের এমন থাকে যাকে মানুষ প্রাণপণে দূরে রাখতে চায়, কিন্তু সেই চাওয়া যখন আতঙ্কে গিয়ে দাড়ায় সেই ত্রাসকে বলা যায় Agoraphobia অ্যাগোরাফোবিয়া এই অনাবশ্যক আতঙ্ক অ্যাগোরাফোবিয়ায় ভোগা ব্যাক্তি নিজেকে আটকা পড়া, অসহায় বা বিব্রত বোধ করে।  গ্রীক শব্দ agora, অ্যাগরা অর্থ “place of assembly,” বা সমাবেশ স্থল, “open space,”  বা খোলা জায়গা “marketplace,” বা বাজার। ইংরেজি শব্দ phobia মানে তো জানাই আছে, “fear.” বা ত্রাস, এই দুটি শব্দ মিলে তৈরি অ্যাগোরাফোবিয়া। 👴🏼:: হ ঠিকই কইসো, টিটি ধরব এই ভয়েই হাতের

ভোলা ভাওয়ালের ভয় পর্ব ১

ছবি
       👹👺💀ভোলা ভাওয়ালের ভয়☠️🧟‍♂️👻        🔻🔺🔹🔻🔺🔹🔻🔺🔹🔻🔺🔹 ' মানিকের ছাওয়াল ভোলা ভাওয়ালের থণ ভীতু মানুষ দেহি নাই' চায়ের কাপে চুমুক দিয়ে কথাটি বলল প্রেমা দা। বুড়োদের বৈকালিক চায়ের আড্ডায় মধ্যমনি এই প্রেমাদা, সর্বজনীন নাম। ঘোষাল খুড়ো গলা খাকারি দিলেন... 🧓:: ভয় আমদের আদিম প্রবৃত্তি, এই ভয়ের জন্যেই বেঁচে আছি আবার এই ভয় কে জয় করার নেশাই আলাদা। তবে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে এই ভয় বিশেষ ক্ষেত্রে হয়। 👴🏽:: কেমতে? 🧓:: ভয় ভয়ের তখনই হয় যখন তা আতঙ্ক বা phobia ফোবিয়াতে গিয়ে দাড়ায়। খুব সামান্য জিনিষ এই আতঙ্কের সৃষ্টি করতে পারে, এই যেমন আরশোলা দেখে আঁতকে ওঠেন অনেকে। 👴🏽:: জলাতঙ্ক হুনশি, হ্যা তো পাগলা কুকুরের কামড়ে হয়, আর আমার গিন্নী আরশোলারে ডরায়, হ্যা ভিন্ন আর আতঙ্ক আসে নি? 🧓:: সাধারণত কোন কিছুতে অতিরিক্ত আতঙ্ক থেকে যাওয়া কে বলা হয় phobia ফোবিয়া। গ্রীক শব্দ phobos ফোবস কথার অর্থ ভয় বা ত্রাস, সেখান থেকেই এই ফোবিয়া শব্দের উৎপত্তি। যেমন  koumpounophobia কোউমপোউনোফোবিয়া।   কিছু মানুষের ক্ষেত্রে বোতাম সংক্রান্ত ব্যাপারে একপ্রকার মানসিক ভীতি কাজ করে,