ভোলা ভাওয়ালের ভয়-ভাগ ৩

 


🧟‍♂️👹💀ভোলা ভাওয়ালের ভয়-ভাগ ৩☠️👺👻

           ➖➖➖➖➖➖➖➖➖➖➖

'মানিকের ছাওয়াল ভোলা ভাওয়াল দ্যাখতে শুনতে তো বেশ ভাল, কিন্তু কিঝানি ক্যান হালায় আয়না দ্যেখলে ঘাবড়াইয়া যায়, ঘোষাল এইডারে কি কয়?'

গরম সিঙ্গাড়ায় কামড় বসিয়ে প্রশ্নটা করল প্রেমাদা।


🧓:: হ্যাঁ আয়না কে ভয়, এই ভয়ের এক জম্পেশ নাম আছে Spectrophobia স্পেকট্রোফোবিয়া।

লাতিন শব্দ spectrum স্পেকট্রাম কথার অর্থ

Appearance বা চেহারা বা উপস্থিতি।

গ্রীক শব্দ phobos মানে তো জানাই আতঙ্ক।

সুতরাং এই দুটি শব্দ মিলে হয় এই আয়না আতঙ্ক।



তবে একটা ব্যাপার আছে, কেউ যদি নিজেকে আয়নায় দেখতে ভয় পায় তবে সেই নিজেকে পরিদর্শন জনিত আতঙ্কের পরিস্থিতিকে বলা যায়

Eisoptrophobia ইসোপট্রোফোবিয়া।



গ্রীক শব্দ eis অর্থ into বা মধ্যে এবং optikos অর্থ ছায়া বা প্রতিবিম্ব।

বলে রাখা ভালো এই optikos অপটিকস কথা থেকেই optic অপটিক কথাটি এসেছে যা দৃষ্টি সমন্ধিয়।


👴:: হরেন, একটু আসমানের দিকে চাও দেখি ম্যাঘ করসে নি দেহ দেহি?


🧓:: দেখবেন সাবধান ওর আবার Anablephobia 

অ্যানাব্লেফোবিয়া নেই ত?


👴:: হেইডা আবার কি ঘোষাল??


🧓:: গ্রীক শব্দ ana অ্যানা মানে উপরে আর লাতিন শব্দ ble ব্লে মানে act of নিজে থেকে কিছু করা।

অর্থাৎ উপরের দিকে তাকাতে যাদের আতঙ্ক সেই আতঙ্কের অপর নাম 

Anablephobia অ্যানাব্লেফোবিয়া।



👴:: উচা দ্যখলে মনে খুচা লাগে?


🧓:: উচ্চতাকে ভয় সে ত আরেক ব্যাপার,

ছাদের ওপর থেকে নিচের দিকে তাকালে আতঙ্কের আগ্রাসনে পরে সে ব্যক্তি,

এই উচ্চতা জনিত অযাচিত ভয় কে বলা হয়

acrophobia অ্যাক্রফোবিয়া



গ্রীক শব্দ akron এক্রণ অর্থাৎ শীর্ষ বা চুড়া।

উচ্চতা ভীতি আছে এমন কেউ কোনো কারণে অতিরিক্ত উচ্চতায় উঠে গেলে তাদের প্যানিক অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে। দ্রুত সেখান থেকে সরিয়ে নিতে না পারলে অতিরিক্ত অস্থিরতায় তারা অসুস্থ হয়ে যেতে পারেন। উচ্চতা ভীতিও সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে বেশি দেখা যায়।


👴:: হে তো হইবোই, পইড়া যাওনের ভয় আসে যে..


🧓:: ওপর থেকে নিচে পড়ার ভয় থাকে কিন্তু যদি কেউ আকাশে পড়ে যাবার ভয় পায় তবে?


👴:: মাটির থোন আসমানে পড়ব কেমতে?


🧓:: এই ২০০৬ সালের ডিসেম্বরে এক অদ্ভুত আতঙ্কের খবর আসে যা আগে প্রকাশিত হয় নি।

এই অনাবশ্যক আতঙ্কের নাম

Casadastraphobia ক্যাসাদাস্ট্রাফোবিয়া।



এই আতঙ্কে ভোগা মানুষ আকাশের দিকে তাকালে মনে করেন তিনি অনন্ত আকাশে পড়ে যাচ্ছেন।

লাতিন শব্দ cas মানে পড়ে যাওয়া , লাতিন শব্দ

Ad মানে দিকে এবং astra মানে তারকা।

অর্থাৎ তারা যেদিকে সেইদিকে পড়ে যাবার ভয়।


👴:: হ, এই আড্ডাডা না থাকলে কত কিসু যে জানতি পারতাম না, বড় একলা পৈরকা যাইতাম।


🧓:: একলা হবার ভয় সে কিন্তু কম কথা নয়।

আমরা এই আছি এই নেই, এসেছি একলা যাব একলা, তবু এই একলা থাকতে যাদের অনাবশ্যক আতঙ্ক সেই আতঙ্কের অপর নাম গুলি হল

Autophobia, অটোফোবিয়া বা monophobia,মনোফোবিয়া

অথবা isolophobia, আইএসোলোফোবিয়া

বা বলা যায় eremophobia, এরেমোফোবিয়া।



গ্রীক শব্দ autos অটোস মানে নিজে।

ইংরেজি শব্দ mono মানে একা বা একটি।

লাতিন শব্দ isula মানে নির্জন দ্বীপ।

গ্রীক শব্দ eremia অর্থ না মানব মরুভূমি।

'এসেছি একেলা যাবো একেলা

মধ্যে বড়ই মায়ার খেলা'

তাতেই লুকিয়ে আতঙ্ক।


👴:: বাঃ খাসা গলা পাইস, এক টাগ তাকায় থাকতে ইচ্ছা লাগে....

🧓:: তাতেও আছে অনাবশ্যক আতঙ্কের ইঙ্গিত।

কারো দিকে একনজরে চেয়ে থাকলে সেই ব্যাক্তি যদি অনাবশ্যক আতঙ্কে আতঙ্কিত হয়ে পরে সেই আতঙ্কের অপর নাম

 Scopophobia স্কোপোফোবিয়া।



এই সামাজিক আতঙ্কে ভোগা ব্যাক্তি সর্বদা ব্যতিব্যস্ত থাকে এই ভেবে তার দিকে কেউ চেয়ে নেই তো?

গ্রীক শব্দ skopeo অর্থ look to অর্থাৎ এক্ষেত্রে

কোনো কিছুর প্রতি মনোযোগ।


👴:: হ্যা তো হইসিল বিয়ার শুভদিস্টির সময়,

কিছুতেই সে মাগী আমার দিকে চাইয়া দেহে না, বোঝ কান্ড.....


🧓:: না বৌদি সেই সময় লজ্জা পেয়েছিল তাই।

তবে পুরুষে আতঙ্ক এক শঙ্কার ওপর নাম।

androphobia অ্যান্ড্রোফোবিয়া।



গ্রীক শব্দ andros অর্থ পুরুষ।

এই আতঙ্কে ভোগা নারী পুরুষ দেখলেই আতঙ্কে কুকড়ে যায়।


👴:: আর এখন দেহ, কথায় কথায় প্যাচাল পারে!

বিস্টির মতন ছিস্টি ছাড়া গালি ছোড়ে! হুঃ।


🧓:: আর বৃষ্টিতে যদি থাকে ভয়?

এই ধর ইলশে গুঁড়ি, বা গুঁড়ি গুঁড়ি বা অঝোর ধারায় বৃষ্টি যখন নামে তখন কিছু মানুষ মনে মনে প্রমোদ গোনে। ভাবে এই বুঝি বারি ধরার সাথে নেমে এল

জীবাণু বা তেজাব যাকে বলে অ্যাসিড।

এই অনাবশ্যক বারি আতঙ্কের অপর নাম

Ombrophobia আম্ব্রোফোবিয়া

বা বর্ষাণাতঙ্ক।

গ্রীক শব্দ ombros অর্থ বর্ষা বাদল।

এর আরেকটি নাম আছে

Pluviophobia প্লাভিওফোবিয়া

এক্ষেত্রে ঝড় বজ্রপাত বৃষ্টি ইত্যাদি কিছুতে ভয় থাকে।

ছোট বেলায় এই ভয় অনেকেরই থাকে।

গ্রীক শব্দ pluvio অর্থ বৃষ্টি।



ঈশান কোণে কালো মেঘ, সুতরাং আর দেরি নয়, নয়ত বাড়ির লোক ধরে নিয়ে হাড়িকাঠে গলা গুঁজে দেবে।


বাড়ির লোকের প্রতি এই ভীতি কে যেন কি বলে?

আড্ডার এই মেজাজ জারি থাকবে?

ভয়কে ভালো ভাবে জানতে চান?


তথ্য ও চিত্র সাহায্যে

অন্তর্জাল।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

শালগ্রাম শিলা সমাচার