ভোলা ভাওয়ালের ভয় পর্ব ১

 


     👹👺💀ভোলা ভাওয়ালের ভয়☠️🧟‍♂️👻

       🔻🔺🔹🔻🔺🔹🔻🔺🔹🔻🔺🔹

' মানিকের ছাওয়াল ভোলা ভাওয়ালের থণ ভীতু মানুষ দেহি নাই'

চায়ের কাপে চুমুক দিয়ে কথাটি বলল প্রেমা দা।

বুড়োদের বৈকালিক চায়ের আড্ডায় মধ্যমনি এই প্রেমাদা, সর্বজনীন নাম।

ঘোষাল খুড়ো গলা খাকারি দিলেন...


🧓:: ভয় আমদের আদিম প্রবৃত্তি, এই ভয়ের জন্যেই বেঁচে আছি আবার এই ভয় কে জয় করার নেশাই আলাদা। তবে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে এই ভয় বিশেষ ক্ষেত্রে হয়।


👴🏽:: কেমতে?


🧓:: ভয় ভয়ের তখনই হয় যখন তা আতঙ্ক বা phobia ফোবিয়াতে গিয়ে দাড়ায়। খুব সামান্য জিনিষ এই আতঙ্কের সৃষ্টি করতে পারে, এই যেমন আরশোলা দেখে আঁতকে ওঠেন অনেকে।

👴🏽:: জলাতঙ্ক হুনশি, হ্যা তো পাগলা কুকুরের কামড়ে হয়, আর আমার গিন্নী আরশোলারে ডরায়,

হ্যা ভিন্ন আর আতঙ্ক আসে নি?


🧓:: সাধারণত কোন কিছুতে অতিরিক্ত আতঙ্ক থেকে যাওয়া কে বলা হয় phobia ফোবিয়া।

গ্রীক শব্দ phobos ফোবস কথার অর্থ ভয় বা ত্রাস,

সেখান থেকেই এই ফোবিয়া শব্দের উৎপত্তি।

যেমন 

koumpounophobia কোউমপোউনোফোবিয়া।

 


কিছু মানুষের ক্ষেত্রে বোতাম সংক্রান্ত ব্যাপারে একপ্রকার মানসিক ভীতি কাজ করে, যা কোউমপোউনোফোবিয়া (koumpounophobia) নামে পরিচিত।

ধারণা করা হয় এই আতঙ্কে ভোগা ব্যাক্তির প্রাথমিক দিকে বোতামের প্রতি অনীহা বা ঘৃনা থাকে যা ধীরে ধীরে আতঙ্কে পরিনত হয়।

এছাড়াও শারীরিক, মানসিক কিছু ক্ষেত্রে হয়ত জিন গত কারণ থাকতে পারে।

এই যেমন ছোট বেলায় জামার বোতাম ঠিক ভাবে না আটকানোর জন্যে হয়ত হাস্যস্পদ হতে হয়েছিল, সেই থেকে বোতামের প্রতি ঘৃনা এবং পরে আতঙ্ক।


👴🏽:: হ, ছোডো বেলায় প্যান্টের চেনে পাখি আটকায় যাইত, চেন আলা প্যান্ট দ্যেখলে ঐডাই মনে পড়ে।


🧓:: ছোট বেলায় বেজায় বড় বড় শব্দ উচ্চারণে কি অসুবিধাটাই না হত, এইবার এই বিশাল বড় শব্দ দেখলে অনেকের মনে আতঙ্ক জাগে, যেমন কারণ তেমন তার সুবিশাল নাম, একে বলে

Hippopotomonstrosesquippedaliophobia

হিপ্পোপোটোমনস্ট্রোসেসকুপডডালিওফোবিয়া।



যেমন ধর মানুষটিকে উচ্চারণ করতে বলা হল

“antidisestablishmentarianism.” এন্টিডিসাস্টাব্লিশ্মেন্টারিয়ানিজম, গোদা বাংলায় যার মানে কোন রাজ্য কতৃক কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর থেকে সমর্থন প্রত্যাহার করা,

এটি দেখেই মানুষটি যার পর নাই আতঙ্কগ্রস্থ হয়ে পড়বে।


👴🏽:: হ, সংস্কৃত পড়াইত গোপাল পণ্ডিত, হ্যে একবার একখান শব্দ কইসিল

"লশুনপলাণ্ডগুঞ্জনকুম্ভীশ্রাপথন্নসুতকান্নাভোজ্যান্যমধুমাংসমূত্ররেতোহমেধ্যাভক্ষভক্ষণেগায়ত্র‍্যাষ্টসহ"

পস্ট দক্ষিণায়নান্তবৃত্তসম্বন্ধীয় ১২ অক্ষরের শব্দ।

হইয়া উচ্চারণ ক্যরতে গিয়া আমার দুধে দাঁত আলগা হইয়া গেসিল গা, আর প্যান্ট হলুদ হইসিল।



🧓:: এই হলুদ রং দেখলে অনেকের মনে ত্রাসের উদ্ভব হয়। ঘটনাটিকে বলে 

 Xanthophobia জ্যান্থোফোবিয়া। 



Xanthophobia শব্দটি এসেছে গ্রিক xanthous থেকে যার অর্থ "হলুদ" এবং ফোবস থেকে যার অর্থ "ভয়"। 

জ্যান্থোফোবিয়া এটি হলুদ রঙের অযৌক্তিক এবং অস্বাভাবিক ভয় যা একজন মানুষ ভোগ করতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি হলুদ রঙ এবং হলুদ শব্দ উভয়েরই ভয় বা ভয় অনুভব করতে পারে।


👴🏽:: আমগো নৃপেণ আসিলো না! হ্যা লাল দেখলেই বেবাক ভিরমি যাইত। হ্যার বউডা হালায় লাল রং পড়তে পারত না।


🧓:: এক বা একাধিক রঙের প্রতি সন্ত্রস্ত হয়ে পরার ঘটনাকে বলা যায় 

Chromophobia ক্রোমোফোবিয়া।



এটিকে chromatophobia ক্রোমাটফোবিয়া

বা chrematophobia ক্রেমাটফোবিয়া নামেও ডাকা হয়।

এইবার কার কোন রঙে আতঙ্ক তার উপর নির্ভর করে বিভিন্ন নামের রং আতঙ্ক দেখা যায়

যেমন

Leukophobia: লিউকোফোবিয়া বা সাদা রঙের ভয়।



Prasinophobia: প্রাসিনোফোবিয়া বা সবুজ রঙে ভীতি।



Porphyrophobia: পর্ফিরোফোবিয়া বা 🟣 পার্পল বা বেগনী রঙে ভয়।



👴🏽:: ট্যাহা থাকলে এই রোগ বালাই পালাই পালাই করবয়ানে।


🧓:: হ্যাঁ এই টাকা নিয়ে আতঙ্কে ভোগার একটি নাম আছে Chromatophobia ক্রমাটোফোবিয়া,



একদম ঠিক ধরেছেন, রং আতঙ্কের একই নাম।

সবসময় ভয় এই বুঝি বেশি টাকা খরচ হয়ে গেল!

এই আতঙ্কের এক তুত ভাই আছে নাম

Chrometophobia ক্রমেটোফোবিয়া,



এই আতঙ্কে ভোগা মানুষ টাকা মেটাতে প্রচণ্ড ভয় পায়। যদিও তার সমর্থ আছে তবু আতঙ্ক ১৬ আনা।


👴🏽:: তাই কই, কিপডা সমীর ট্যাহা বাইর করতে চোখ মুখ এক্কেরে হুকায় ফালাইত, য্যান পাঞ্জরা ছিদ্র কইরা ট্যাহা দিতাসে।


🧓:: ছিদ্রান্বেষী দুর্জন শুনেছ কিন্তু ছিদ্র-ত্রাসি মানুষের কথা জানো?

কিছু মানুষের কাছাকাছি থাকা ছিদ্র সমষ্টি দেখলে মনে আতঙ্ক জাগে। এই যেমন ধর মৌচাক, শুকনো পদ্ম যেখানে ছিদ্র গুলি ছোট্ট জায়গার মধ্যে কাছাকাছি রয়েছে।

এই ছিদ্র-ত্রাসি ত্রাসকে বলে

Trypophobia ট্রাইপোফোবিয়া।



👴🏽:: ছ্যা ছ্যা! ছ্যাদারে ভয়! কও কি ঘোষাল?


🧓:: নোংরা বা ধুলো দেখলে ছ্যা ছ্যা করে মানুষ বড়জোড়, কিন্তু এই নোংরা বা ধুলো দেখে সংক্রমণের আতঙ্কে ভোগে কিছু মানুষ।

এই রোগাতঙ্কের নাম


Mysophobia মাইসোফোবিয়া।

এছাড়াও আরো নাম আছে যেমন



verminophobia ভার্মিনোফোবিয়া,

নোংরায় বিশ্রী কৃমি-কীট আতঙ্ক,

ভার্মি অর্থাৎ কৃমি-কীট কেচো।



germophobia জার্মোফোবিয়া

জীবাণু আতঙ্ক

 


germaphobia জার্মাফোবিয়া

জীবাণু আতঙ্ক


bacillophobia ব্যাসিল্লোফোবিয়া

🦠 ব্যাক্টেরিয়া আতঙ্ক।



দণ্ডাকার ব্যাক্টেরিয়া দের বলে ব্যাসিলি।

এবং 



bacteriophobia ব্যাক্টেরিয়ফোবিয়া

ব্যাক্টেরিয়া আতঙ্ক।


👴🏽:: হ বুঝঝি, ছুচি বাই, হ্যা তো তোমার বৌদির আসে, বাড়িতে ব্যাঙ দ্যাখলে জল ঢাইলা ঘর সাফাই করে।


🧓:: বলা যায় জীবাণু আতঙ্ক একধরনের সূচি বাই বা OCD বা Obsessive–compulsive disorder অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার । 



তবে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের আরো অনেক ধরন রয়েছে।

বৌদির ব্যাঙাতঙ্কো কে বলা যায় 

Batrachophobia ব্যাট্রাকোফোবিয়া

ব্যাট্রাকোফোবিয়া (Batrachophobia) হল

 উভচর বিশেষত ব্যাঙ ও ব্যাঙাচির ত্রাস বা ভীতি।




👴🏽:: আইস্যা আমগো সুখদেব এইডা করে ঐডা করে, কি যে করবো কিসু ইসা দিশা পায় না,


হেইডারে কি কয়?


🧓:: দার্শনিক Walter Kaufmann 





ওয়াল্টার কফম্যান তার লেখা "Without Guilt and Justice" 



বাংলায় হয়ত হবে "অপরাধ এবং ন্যায়বিচার ছাড়া" নামক বইটিতে এই ধরনের একটি আতঙ্কের উল্লেখ রেখেছেন, যেখানে মানুষ ঠিক করতে পারে না যে সে কোনটি করবে এবং কোনটি সঠিক হবে তার জন্যে,

এই অস্থির-মতি আতঙ্কের নাম

decidophobia ডিসিডোফোবিয়া।



বহুক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল দেবদাস দলুই,

এইবার সে বলল


👴🏼:: অ্যহঃ বলছিলাম ঘোষাল দা, প্রেমদা তো বৌদিকে জমের মত ভয় পায়, তো এই বউ কে ভয় পাওয়ার কোনো নাম আছে??


🧓:: ঠিক বৌদি নয়, যে কোনো মহিলাকেই 

ভয় পাওয়ার নাম বলা যায়

gynophobia গাইনোফোবিয়া।

একজাতের সামাজিক আতঙ্ক বলা যেতে পারে একে। 




এটি কে feminophobia ফেমিনোফোবিয়া বলা যায়। 



ভেনাসট্রাফোবিয়া Venustraphobia দ্বারা বোঝায় সৌন্দর্য্য আতঙ্ক,

ঠিক তেমনি



ক্যালিজাইনিফোবিয়া (Caligynephobia) নামের যে 

গাইনোফোবিয়া রয়েছে তার অর্থ অর্থ সুন্দরী নারী আতংক।

গ্রিক শব্দ calos অর্থ সুন্দর আর gyne অর্থ নারী।

সুতরাং প্রেমদার কি জাতের ভীতি রয়েছে তা পরীক্ষা করে দেখতে হবে।


👴🏽:: হ, হইসে! অনেক বিদ্যা ফলাইস, হালায় বউরে ডরায় না এমন স্বামী নাই হেইয়া ভাল কইরা জাইন্যা নাও।

এখন ওঠো দেহি, বেশি রাত হইলে গিন্নী আবার.....


সভা ভঙ্গ হল,

কিন্তু ভয় কাটলো কি?


সভা চলবে কি আগামীতে?



আরো জানতে চান এই অনাবশ্যক আতঙ্কের বিষয়ে?


বউ কে ভয় পাওয়া কোন ফোবিয়ার অন্তর্গত বলে মনে হয়?



তথ্য ও চিত্র

আহরিত অন্তর্জালে 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বকাম সমাচার

নিষিদ্ধ অঙ্গের নিদানতত্ত্ব

ভবিষ্যতের ভয়